বাংলাদেশ বিষয়াবলী
251. পাল যুগের পুঁথি চিত্র কোন বস্তুর উপর আঁকা হয়েছিল?
- ক. তালপাতার উপর
- খ. পাথরের উপর
- গ. টিনের উপর
- ঘ. কাগজের উপর
উত্তরঃ তালপাতার উপর
252. বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে ১৮তম সিরিজ জয়লাভ করে কোন দেশের বিপক্ষে?
- ক. জিম্বাবুয়ে
- খ. দক্ষিণ আফ্রিকা
- গ. পাকিস্তান
- ঘ. ভারত
উত্তরঃ ভারত
253. বাংলাদেশে মেট্রিক পদ্ধতি চালু করা হয় কবে?
- ক. ১ জুলাই ১৯৮২
- খ. ১ আগস্ট ১৯৮২
- গ. ১ মে ১৯৮২
- ঘ. ১ নভেম্বর ১৯৮২
উত্তরঃ ১ জুলাই ১৯৮২
254. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম সচিব হিসেবে নিয়োগ পান কে?
- ক. মোহাম্মদ নুরুল কাদের খান
- খ. মোহাম্মদ ফারুক আহমেদ
- গ. মোহাম্মদ সালমান কাদীর
- ঘ. মোহাম্মদ ওসমান ফারুক
উত্তরঃ মোহাম্মদ নুরুল কাদের খান
255. বর্তমানে (২০১৬) বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর কে?
- ক. হাশিম থাচি (কসোভো)
- খ. অ্যানেটা ডিক্সন (নেদারল্যান্ডস)
- গ. কিমিয়াও ফ্যান (চীন)
- ঘ. কাজুহিকো হিগুচি (জাপান)
উত্তরঃ কিমিয়াও ফ্যান (চীন)
256. ৩ আগস্ট ২০১৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান কে?
- ক. ফরিদ আহমেদ ভূঞা
- খ. ড. এম গোলাম রহমান
- গ. খন্দকার রাকিবুল রহমান
- ঘ. ইকবাল মাহমুদ
উত্তরঃ খন্দকার রাকিবুল রহমান
257. ৩ আগস্ট ২০১৫ মাদকদ্রব্য দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান কে?
- ক. ফরিদ আহমেদ ভূঞা
- খ. ড. এম গোলাম রহমান
- গ. খন্দকার রাকিবুল রহমান
- ঘ. ইকবাল মাহমুদ
উত্তরঃ ফরিদ আহমেদ ভূঞা
258. বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন ২০১৬ জাতীয় সংসদে পাস হয় কবে?
- ক. ২৯ ফেব্রুয়ারি ২০১৬
- খ. ১৯ ফেব্রুয়ারি ২০১৬
- গ. ১৮ ফেব্রুয়ারি ২০১৬
- ঘ. ২৮ ফেব্রুয়ারি ২০১৬
উত্তরঃ ২৮ ফেব্রুয়ারি ২০১৬
259. ৫ সেপ্টেম্বর ২০১৫ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান কে?
- ক. ফরিদ আহমেদ ভূঞা
- খ. ড. এম গোলাম রহমান
- গ. খন্দকার রাকিবুল রহমান
- ঘ. ইকবাল মাহমুদ
উত্তরঃ ড. এম গোলাম রহমান
260. বাংলাদেশ কোস্টগার্ড আইন ২০১৬ জাতীয় সংসদে পাস হয় কবে?
- ক. ২৯ ফেব্রুয়ারি ২০১৬
- খ. ২০ ফেব্রুয়ারি ২০১৬
- গ. ১৫ ফেব্রুয়ারি ২০১৬
- ঘ. ২৫ ফেব্রুয়ারি ২০১৬
উত্তরঃ ২৯ ফেব্রুয়ারি ২০১৬
- ক. ফুলতলা, খুলনা
- খ. আলফাডাঙ্গা, ফরিদপুর
- গ. ভান্ডারিয়া, পিরোজপুর
- ঘ. বেতাগী, বরগুনা
উত্তরঃ আলফাডাঙ্গা, ফরিদপুর
262. ২৫ আগস্ট ২০১৫ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান কে?
- ক. ফরিদ আহমেদ ভূঞা
- খ. ড. এম গোলাম রহমান
- গ. খন্দকার রাকিবুল রহমান
- ঘ. ইকবাল মাহমুদ
উত্তরঃ ইকবাল মাহমুদ
263. ১৮ আগস্ট ২০১৫ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান কে?
- ক. ফরিদ আহমেদ ভূঞা
- খ. ড. এম গোলাম রহমান
- গ. খন্দকার রাকিবুল রহমান
- ঘ. গোলাম সারওয়ার
উত্তরঃ গোলাম সারওয়ার
- ক. কয়রা (খুলনা) ও কালিয়া (নড়াইল)
- খ. মাধবদী (নরসিংদী) ও মহিপুর (পটুয়াখালী)
- গ. বাঘা (রাজশাহী) ও পোরশা (নওগাঁ)
- ঘ. কচুয়া (চাঁদপুর) ও ফুলগাজী (ফেনী)
উত্তরঃ মাধবদী (নরসিংদী) ও মহিপুর (পটুয়াখালী)
265. বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ কবে মৃত্যু বরণ করেন?
- ক. ২৫ আগস্ট ২০১৫
- খ. ২৭ আগস্ট ২০১৫
- গ. ২৯ আগস্ট ২০১৫
- ঘ. ৩০ আগস্ট ২০১৫
উত্তরঃ ২৭ আগস্ট ২০১৫
266. দুর্নীতি দমন কমিশনের পঞ্চম চেয়ারম্যান কে?
- ক. মনিরুদ্দীন আহমেদ
- খ. এম আব্দুল আজিজ
- গ. এ এফ এম আমিনুল ইসলাম
- ঘ. ইকবাল মাহমুদ
উত্তরঃ ইকবাল মাহমুদ
267. বাংলাদেশ ব্যাংকের বর্তমান (২০১৬) গভর্নর কে?
- ক. ড. মোহাম্মদ ফরাসউদ্দীন
- খ. মো. ফজলে কবির
- গ. ড. সালেহউদ্দীন আহমেদ
- ঘ. ড. আতিউর রহমান
উত্তরঃ মো. ফজলে কবির
268. বর্তমানে (২০১৬) বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত?
- ক. ৯২টি
- খ. ৯৫টি
- গ. ৮৫টি
- ঘ. ৮৭টি
উত্তরঃ ৯৫টি
269. দেশের ৯২তম বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?
- ক. ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি
- খ. এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ
- গ. সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
- ঘ. নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি
উত্তরঃ সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
270. বর্তমানে (২০১৬) বিশ্বের কতটি দেশে বাংলাদেশের দূতাবাস বা মিশন রয়েছে?
- ক. ৫৬
- খ. ৫২
- গ. ৫০
- ঘ. ৪৮
উত্তরঃ ৫৬
272. 'ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো' কবিতার রচয়িতা কে?
- ক. মরতুজা আহমদ
- খ. শামসুর রাহমান
- গ. রফিক আজাদ
- ঘ. আখতারুজ্জামান ইলিয়াস
উত্তরঃ রফিক আজাদ
275. ঢাকা জেলার প্রথম নারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে?
- ক. নাজমা সুলতানা
- খ. জেসমিন আরা বেগম
- গ. বেগম ফয়জুননেসা
- ঘ. জেসমিন আরা সুলতানা
উত্তরঃ জেসমিন আরা বেগম