বাংলাদেশ বিষয়াবলী

251. পাল যুগের পুঁথি চিত্র কোন বস্তুর উপর আঁকা হয়েছিল?

  • ক. তালপাতার উপর
  • খ. পাথরের উপর
  • গ. টিনের উপর
  • ঘ. কাগজের উপর

উত্তরঃ তালপাতার উপর

বিস্তারিত

252. বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে ১৮তম সিরিজ জয়লাভ করে কোন দেশের বিপক্ষে?

  • ক. জিম্বাবুয়ে
  • খ. দক্ষিণ আফ্রিকা
  • গ. পাকিস্তান
  • ঘ. ভারত

উত্তরঃ ভারত

বিস্তারিত

253. বাংলাদেশে মেট্রিক পদ্ধতি চালু করা হয় কবে?

  • ক. ১ জুলাই ১৯৮২
  • খ. ১ আগস্ট ১৯৮২
  • গ. ১ মে ১৯৮২
  • ঘ. ১ নভেম্বর ১৯৮২

উত্তরঃ ১ জুলাই ১৯৮২

বিস্তারিত

254. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম সচিব হিসেবে নিয়োগ পান কে?

  • ক. মোহাম্মদ নুরুল কাদের খান
  • খ. মোহাম্মদ ফারুক আহমেদ
  • গ. মোহাম্মদ সালমান কাদীর
  • ঘ. মোহাম্মদ ওসমান ফারুক

উত্তরঃ মোহাম্মদ নুরুল কাদের খান

বিস্তারিত

255. বর্তমানে (২০১৬) বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর কে?

  • ক. হাশিম থাচি (কসোভো)
  • খ. অ্যানেটা ডিক্সন (নেদারল্যান্ডস)
  • গ. কিমিয়াও ফ্যান (চীন)
  • ঘ. কাজুহিকো হিগুচি (জাপান)

উত্তরঃ কিমিয়াও ফ্যান (চীন)

বিস্তারিত

256. ৩ আগস্ট ২০১৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান কে?

  • ক. ফরিদ আহমেদ ভূঞা
  • খ. ড. এম গোলাম রহমান
  • গ. খন্দকার রাকিবুল রহমান
  • ঘ. ইকবাল মাহমুদ

উত্তরঃ খন্দকার রাকিবুল রহমান

বিস্তারিত

257. ৩ আগস্ট ২০১৫ মাদকদ্রব্য দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান কে?

  • ক. ফরিদ আহমেদ ভূঞা
  • খ. ড. এম গোলাম রহমান
  • গ. খন্দকার রাকিবুল রহমান
  • ঘ. ইকবাল মাহমুদ

উত্তরঃ ফরিদ আহমেদ ভূঞা

বিস্তারিত

258. বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন ২০১৬ জাতীয় সংসদে পাস হয় কবে?

  • ক. ২৯ ফেব্রুয়ারি ২০১৬
  • খ. ১৯ ফেব্রুয়ারি ২০১৬
  • গ. ১৮ ফেব্রুয়ারি ২০১৬
  • ঘ. ২৮ ফেব্রুয়ারি ২০১৬

উত্তরঃ ২৮ ফেব্রুয়ারি ২০১৬

বিস্তারিত

259. ৫ সেপ্টেম্বর ২০১৫ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান কে?

  • ক. ফরিদ আহমেদ ভূঞা
  • খ. ড. এম গোলাম রহমান
  • গ. খন্দকার রাকিবুল রহমান
  • ঘ. ইকবাল মাহমুদ

উত্তরঃ ড. এম গোলাম রহমান

বিস্তারিত

260. বাংলাদেশ কোস্টগার্ড আইন ২০১৬ জাতীয় সংসদে পাস হয় কবে?

  • ক. ২৯ ফেব্রুয়ারি ২০১৬
  • খ. ২০ ফেব্রুয়ারি ২০১৬
  • গ. ১৫ ফেব্রুয়ারি ২০১৬
  • ঘ. ২৫ ফেব্রুয়ারি ২০১৬

উত্তরঃ ২৯ ফেব্রুয়ারি ২০১৬

বিস্তারিত

261. ২৯ ফেব্রুয়ারি ২০১৬ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)- এর বৈঠকে কোন পৌরসভার অনুমোদন দেয়া হয়?

  • ক. ফুলতলা, খুলনা
  • খ. আলফাডাঙ্গা, ফরিদপুর
  • গ. ভান্ডারিয়া, পিরোজপুর
  • ঘ. বেতাগী, বরগুনা

উত্তরঃ আলফাডাঙ্গা, ফরিদপুর

বিস্তারিত

262. ২৫ আগস্ট ২০১৫ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান কে?

  • ক. ফরিদ আহমেদ ভূঞা
  • খ. ড. এম গোলাম রহমান
  • গ. খন্দকার রাকিবুল রহমান
  • ঘ. ইকবাল মাহমুদ

উত্তরঃ ইকবাল মাহমুদ

বিস্তারিত

263. ১৮ আগস্ট ২০১৫ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান কে?

  • ক. ফরিদ আহমেদ ভূঞা
  • খ. ড. এম গোলাম রহমান
  • গ. খন্দকার রাকিবুল রহমান
  • ঘ. গোলাম সারওয়ার

উত্তরঃ গোলাম সারওয়ার

বিস্তারিত

264. ২৯ ফেব্রুয়ারি ২০১৬ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)- এর বৈঠকে কোন দুটি থানার অনুমোদন দেয়া হয়?

  • ক. কয়রা (খুলনা) ও কালিয়া (নড়াইল)
  • খ. মাধবদী (নরসিংদী) ও মহিপুর (পটুয়াখালী)
  • গ. বাঘা (রাজশাহী) ও পোরশা (নওগাঁ)
  • ঘ. কচুয়া (চাঁদপুর) ও ফুলগাজী (ফেনী)

উত্তরঃ মাধবদী (নরসিংদী) ও মহিপুর (পটুয়াখালী)

বিস্তারিত

265. বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ কবে মৃত্যু বরণ করেন?

  • ক. ২৫ আগস্ট ২০১৫
  • খ. ২৭ আগস্ট ২০১৫
  • গ. ২৯ আগস্ট ২০১৫
  • ঘ. ৩০ আগস্ট ২০১৫

উত্তরঃ ২৭ আগস্ট ২০১৫

বিস্তারিত

266. দুর্নীতি দমন কমিশনের পঞ্চম চেয়ারম্যান কে?

  • ক. মনিরুদ্দীন আহমেদ
  • খ. এম আব্দুল আজিজ
  • গ. এ এফ এম আমিনুল ইসলাম
  • ঘ. ইকবাল মাহমুদ

উত্তরঃ ইকবাল মাহমুদ

বিস্তারিত

267. বাংলাদেশ ব্যাংকের বর্তমান (২০১৬) গভর্নর কে?

  • ক. ড. মোহাম্মদ ফরাসউদ্দীন
  • খ. মো. ফজলে কবির
  • গ. ড. সালেহউদ্দীন আহমেদ
  • ঘ. ড. আতিউর রহমান

উত্তরঃ মো. ফজলে কবির

বিস্তারিত

269. দেশের ৯২তম বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?

  • ক. ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি
  • খ. এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ
  • গ. সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
  • ঘ. নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি

উত্তরঃ সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

বিস্তারিত

272. 'ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো' কবিতার রচয়িতা কে?

  • ক. মরতুজা আহমদ
  • খ. শামসুর রাহমান
  • গ. রফিক আজাদ
  • ঘ. আখতারুজ্জামান ইলিয়াস

উত্তরঃ রফিক আজাদ

বিস্তারিত

273. বর্তমানে (২০১৭) দেশে পৌরসভার সংখ্যা কত?

  • ক. ৩২৭টি
  • খ. ৩৩০টি
  • গ. ৩২০টি
  • ঘ. ৩১৫টি

উত্তরঃ ৩২৭টি

বিস্তারিত

274. বর্তমানে (২০১৬) দেশে থানার সংখ্যা কত?

  • ক. ৬৩৯টি
  • খ. ৬২৬টি
  • গ. ৬৩০টি
  • ঘ. ৬৩৫টি

উত্তরঃ ৬৩৯টি

বিস্তারিত

275. ঢাকা জেলার প্রথম নারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে?

  • ক. নাজমা সুলতানা
  • খ. জেসমিন আরা বেগম
  • গ. বেগম ফয়জুননেসা
  • ঘ. জেসমিন আরা সুলতানা

উত্তরঃ জেসমিন আরা বেগম

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects