বাংলাদেশ বিষয়াবলী
276. দেশের প্রথম নিউরো সার্জন কে?
- ক. অধ্যাপক রশিদ উদ্দিন আহমেদ
- খ. অধ্যাপক মুনতাসীর মামুন
- গ. অধ্যাপক গোলাম রহমান
- ঘ. অধ্যাপক জেসমিন আরা সুলতানা
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
277. বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নেতৃত্বদানকারী প্রথম নারী কমান্ডার কে?
- ক. কর্নেল নাজমা সুলতানা
- খ. কর্নেল জেসমিন আরা বেগম
- গ. কর্নেল ডা. নাজমা বেগম
- ঘ. কর্নেল জেসমিন আরা সুলতানা
উত্তরঃ কর্নেল ডা. নাজমা বেগম
278. কমনওয়েলথ যুব পুরস্কার ২০১৬ লাভ করেন কোন বাংলাদেশি?
- ক. সওগাত নাজবিন আলী
- খ. সওগাত নাজবিন খান
- গ. নাজবিন সুলতানা
- ঘ. শামীমা সুলতানা
উত্তরঃ সওগাত নাজবিন খান
279. ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কার লাভ করে--
- ক. ৯ জন বিশিষ্ট ব্যাক্তি ও বাংলাদেশ নৌবাহিনী
- খ. ১২ জন বিশিষ্ট ব্যাক্তি ও বাংলাদেশ নৌবাহিনী
- গ. ১৫ জন বিশিষ্ট ব্যাক্তি ও বাংলাদেশ নৌবাহিনী
- ঘ. ৯ জন বিশিষ্ট ব্যাক্তি ও বাংলাদেশ সেনাবাহিনী
উত্তরঃ ১৫ জন বিশিষ্ট ব্যাক্তি ও বাংলাদেশ নৌবাহিনী
280. ডাল ও তেলজাতীয় ফসল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
- ক. নাটোর
- খ. রাজশাহী
- গ. নওগাঁ
- ঘ. জামালপুর
উত্তরঃ রাজশাহী
282. ১ মার্চ ২০১৬ কোন বিশ্ববিদ্যালয়ে সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্য উন্মোচন করা হয়?
- ক. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- খ. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- গ. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
- ঘ. খুলনা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
283. প্রথম বাংলাদেশী হিসেবে কে স্থায়ী সালিসি আদালতের বিচারক হন?
- ক. বিচারপতি এবিএম খায়রুল হক
- খ. বিচারপতি মোঃ তাফাজ্জাল ইসলাম
- গ. বিচারপতি মোঃ আওলাদ আলি
- ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ খ ও গ উভয়ই
- ক. আজীবন
- খ. ৬৫ বছর
- গ. ৮৬ বছর
- ঘ. ৭৬ বছর
উত্তরঃ ৭৬ বছর
285. নিচের কোন ব্যাক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক?
- ক. সুলতানা সারওয়াত আরা জামান ও আনিসুজ্জামান
- খ. সিরাজুল ইসলাম চৌধুরী ও নাজমা চৌধুরী
- গ. এ কে আজাদ চৌধুরী, আবদুল জাব্বার ও আবদুল মতিন
- ঘ. ওপরের সকলে
উত্তরঃ ওপরের সকলে
286. সরকারী উদ্যোগে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে?
- ক. ২০ অক্টোবর ২০১৫
- খ. ১৯ অক্টোবর ২০১৫
- গ. ১৮ অক্টোবর ২০১৫
- ঘ. ১৫ অক্টোবর ২০১৫
উত্তরঃ ১৮ অক্টোবর ২০১৫
287. সরকারী উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্কের নাম কি?
- ক. জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক
- খ. যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক
- গ. কালিয়াকৈর সফটওয়্যার টেকনোলজি পার্ক
- ঘ. মহাখালী সফটওয়্যার টেকনোলজি পার্ক
উত্তরঃ জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক
288. সরকারী উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত?
- ক. মহাখালী, ঢাকা
- খ. কালিয়াকৈর, গাজীপুর
- গ. নওয়াপাড়া, যশোর
- ঘ. কারওয়ান বাজার, ঢাকা
উত্তরঃ কারওয়ান বাজার, ঢাকা
289. বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে বায়োমেট্রিক পদ্ধিতে সিমকার্ড নিবন্ধন শুরু করে কোন দেশ?
- ক. বাংলাদেশ
- খ. দক্ষিণ কোরিয়া
- গ. জাপান
- ঘ. চীন
উত্তরঃ বাংলাদেশ
290. ভাসমান চুম্বক ট্রেন আবিস্কারক কোন বাংলাদেশি বিজ্ঞানী?
- ক. ড. সত্যেন বোস
- খ. ড. আসাদুল করিম
- গ. ড. আতাউল করিম
- ঘ. ড. জাহিদ হাসান
উত্তরঃ ড. আতাউল করিম
291. বাংলাদেশের প্রথম নিউরো সার্জন অধ্যাপক রশিদ উদ্দিন আহমদ কবে মৃত্যুবরণ করেন?
- ক. ২৯ মার্চ ২০১৬
- খ. ১৯ মার্চ ২০১৬
- গ. ৯ মার্চ ২০১৬
- ঘ. ৩০ মার্চ ২০১৬
উত্তরঃ ১৯ মার্চ ২০১৬
292. প্রখ্যাত কবি রফিক আজাদ কবে মৃত্যুবরণ করেন?
- ক. ১৬ মার্চ ২০১৬
- খ. ১২ মার্চ ২০১৬
- গ. ১৮ মার্চ ২০১৬
- ঘ. ২২ মার্চ ২০১৬
উত্তরঃ ১২ মার্চ ২০১৬
293. ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডের প্রেক্ষাপটে রচিত 'এই সিঁড়ি' এর রচয়িতা কে?
- ক. আল মাহমুদ
- খ. রফিক আজাদ
- গ. শামসুর রাহমান
- ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ রফিক আজাদ
295. ২০১৪-১৫ করবর্ষে সর্বোচ্চ করদাতা হলো--
- ক. রবি আজিয়াটা লি.
- খ. ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.
- গ. স্ট্যান্ডার্ড চাটার্ড বাংলাদেশ
- ঘ. গ্রামীণফোন
উত্তরঃ গ্রামীণফোন
296. ২০১৪-১৫ অর্থবছরে আউশ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
- ক. রাজশাহী
- খ. পটুয়াখালী
- গ. নওগাঁ
- ঘ. কুমিল্লা
উত্তরঃ কুমিল্লা
297. ২০১৪-১৫ অর্থবছরে আমন উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
- ক. বগুড়া
- খ. চট্টগ্রাম
- গ. নওগাঁ
- ঘ. দিনাজপুর
উত্তরঃ দিনাজপুর
298. ২০১৪-১৫ অর্থবছরে বোরো উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
- ক. দিনাজপুর
- খ. বগুড়া
- গ. নওগাঁ
- ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ময়মনসিংহ
299. ২০১৫-১৬ (সাময়িক) অর্থবছরে মাথাপিছু আয় কত?
- ক. ১৪৬৬ মা.ড.
- খ. ১৪২৫ মা.ড.
- গ. ১৩৬৫ মা.ড.
- ঘ. ১৩৯০ মা.ড.
উত্তরঃ ১৪৬৬ মা.ড.
300. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী সহ-উপাচার্য কে?
- ক. অধ্যাপক আনোয়ারা বেগম
- খ. অধ্যাপক ফারজানা বেগম
- গ. অধ্যাপক শিরিন আখতার
- ঘ. অধ্যাপক জেসমিন আরা সুলতানা
উত্তরঃ অধ্যাপক শিরিন আখতার