বাংলাদেশ বিষয়াবলী

276. দেশের প্রথম নিউরো সার্জন কে?

  • ক. অধ্যাপক রশিদ উদ্দিন আহমেদ
  • খ. অধ্যাপক মুনতাসীর মামুন
  • গ. অধ্যাপক গোলাম রহমান
  • ঘ. অধ্যাপক জেসমিন আরা সুলতানা

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

277. বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নেতৃত্বদানকারী প্রথম নারী কমান্ডার কে?

  • ক. কর্নেল নাজমা সুলতানা
  • খ. কর্নেল জেসমিন আরা বেগম
  • গ. কর্নেল ডা. নাজমা বেগম
  • ঘ. কর্নেল জেসমিন আরা সুলতানা

উত্তরঃ কর্নেল ডা. নাজমা বেগম

বিস্তারিত

278. কমনওয়েলথ যুব পুরস্কার ২০১৬ লাভ করেন কোন বাংলাদেশি?

  • ক. সওগাত নাজবিন আলী
  • খ. সওগাত নাজবিন খান
  • গ. নাজবিন সুলতানা
  • ঘ. শামীমা সুলতানা

উত্তরঃ সওগাত নাজবিন খান

বিস্তারিত

279. ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কার লাভ করে--

  • ক. ৯ জন বিশিষ্ট ব্যাক্তি ও বাংলাদেশ নৌবাহিনী
  • খ. ১২ জন বিশিষ্ট ব্যাক্তি ও বাংলাদেশ নৌবাহিনী
  • গ. ১৫ জন বিশিষ্ট ব্যাক্তি ও বাংলাদেশ নৌবাহিনী
  • ঘ. ৯ জন বিশিষ্ট ব্যাক্তি ও বাংলাদেশ সেনাবাহিনী

উত্তরঃ ১৫ জন বিশিষ্ট ব্যাক্তি ও বাংলাদেশ নৌবাহিনী

বিস্তারিত

280. ডাল ও তেলজাতীয় ফসল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

  • ক. নাটোর
  • খ. রাজশাহী
  • গ. নওগাঁ
  • ঘ. জামালপুর

উত্তরঃ রাজশাহী

বিস্তারিত

281. আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

  • ক. জয়পুরহাট
  • খ. রংপুর
  • গ. পাবনা
  • ঘ. ময়মনসিংহ

উত্তরঃ রংপুর

বিস্তারিত

282. ১ মার্চ ২০১৬ কোন বিশ্ববিদ্যালয়ে সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্য উন্মোচন করা হয়?

  • ক. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • খ. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • গ. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
  • ঘ. খুলনা বিশ্ববিদ্যালয়

উত্তরঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

283. প্রথম বাংলাদেশী হিসেবে কে স্থায়ী সালিসি আদালতের বিচারক হন?

  • ক. বিচারপতি এবিএম খায়রুল হক
  • খ. বিচারপতি মোঃ তাফাজ্জাল ইসলাম
  • গ. বিচারপতি মোঃ আওলাদ আলি
  • ঘ. খ ও গ উভয়ই

উত্তরঃ খ ও গ উভয়ই

বিস্তারিত

285. নিচের কোন ব্যাক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক?

  • ক. সুলতানা সারওয়াত আরা জামান ও আনিসুজ্জামান
  • খ. সিরাজুল ইসলাম চৌধুরী ও নাজমা চৌধুরী
  • গ. এ কে আজাদ চৌধুরী, আবদুল জাব্বার ও আবদুল মতিন
  • ঘ. ওপরের সকলে

উত্তরঃ ওপরের সকলে

বিস্তারিত

286. সরকারী উদ্যোগে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে?

  • ক. ২০ অক্টোবর ২০১৫
  • খ. ১৯ অক্টোবর ২০১৫
  • গ. ১৮ অক্টোবর ২০১৫
  • ঘ. ১৫ অক্টোবর ২০১৫

উত্তরঃ ১৮ অক্টোবর ২০১৫

বিস্তারিত

287. সরকারী উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্কের নাম কি?

  • ক. জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক
  • খ. যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক
  • গ. কালিয়াকৈর সফটওয়্যার টেকনোলজি পার্ক
  • ঘ. মহাখালী সফটওয়্যার টেকনোলজি পার্ক

উত্তরঃ জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক

বিস্তারিত

288. সরকারী উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত?

  • ক. মহাখালী, ঢাকা
  • খ. কালিয়াকৈর, গাজীপুর
  • গ. নওয়াপাড়া, যশোর
  • ঘ. কারওয়ান বাজার, ঢাকা

উত্তরঃ কারওয়ান বাজার, ঢাকা

বিস্তারিত

290. ভাসমান চুম্বক ট্রেন আবিস্কারক কোন বাংলাদেশি বিজ্ঞানী?

  • ক. ড. সত্যেন বোস
  • খ. ড. আসাদুল করিম
  • গ. ড. আতাউল করিম
  • ঘ. ড. জাহিদ হাসান

উত্তরঃ ড. আতাউল করিম

বিস্তারিত

291. বাংলাদেশের প্রথম নিউরো সার্জন অধ্যাপক রশিদ উদ্দিন আহমদ কবে মৃত্যুবরণ করেন?

  • ক. ২৯ মার্চ ২০১৬
  • খ. ১৯ মার্চ ২০১৬
  • গ. ৯ মার্চ ২০১৬
  • ঘ. ৩০ মার্চ ২০১৬

উত্তরঃ ১৯ মার্চ ২০১৬

বিস্তারিত

292. প্রখ্যাত কবি রফিক আজাদ কবে মৃত্যুবরণ করেন?

  • ক. ১৬ মার্চ ২০১৬
  • খ. ১২ মার্চ ২০১৬
  • গ. ১৮ মার্চ ২০১৬
  • ঘ. ২২ মার্চ ২০১৬

উত্তরঃ ১২ মার্চ ২০১৬

বিস্তারিত

293. ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডের প্রেক্ষাপটে রচিত 'এই সিঁড়ি' এর রচয়িতা কে?

  • ক. আল মাহমুদ
  • খ. রফিক আজাদ
  • গ. শামসুর রাহমান
  • ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ রফিক আজাদ

বিস্তারিত

294. বর্তমানে (২০১৬) দেশে সিনিয়র সচিব রয়েছেন কতজন?

  • ক. ১৪ জন
  • খ. ১৬ জন
  • গ. ১০ জন
  • ঘ. ১২ জন

উত্তরঃ ১৪ জন

বিস্তারিত

295. ২০১৪-১৫ করবর্ষে সর্বোচ্চ করদাতা হলো--

  • ক. রবি আজিয়াটা লি.
  • খ. ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.
  • গ. স্ট্যান্ডার্ড চাটার্ড বাংলাদেশ
  • ঘ. গ্রামীণফোন

উত্তরঃ গ্রামীণফোন

বিস্তারিত

296. ২০১৪-১৫ অর্থবছরে আউশ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

  • ক. রাজশাহী
  • খ. পটুয়াখালী
  • গ. নওগাঁ
  • ঘ. কুমিল্লা

উত্তরঃ কুমিল্লা

বিস্তারিত

297. ২০১৪-১৫ অর্থবছরে আমন উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

  • ক. বগুড়া
  • খ. চট্টগ্রাম
  • গ. নওগাঁ
  • ঘ. দিনাজপুর

উত্তরঃ দিনাজপুর

বিস্তারিত

298. ২০১৪-১৫ অর্থবছরে বোরো উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

  • ক. দিনাজপুর
  • খ. বগুড়া
  • গ. নওগাঁ
  • ঘ. ময়মনসিংহ

উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

299. ২০১৫-১৬ (সাময়িক) অর্থবছরে মাথাপিছু আয় কত?

  • ক. ১৪৬৬ মা.ড.
  • খ. ১৪২৫ মা.ড.
  • গ. ১৩৬৫ মা.ড.
  • ঘ. ১৩৯০ মা.ড.

উত্তরঃ ১৪৬৬ মা.ড.

বিস্তারিত

300. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী সহ-উপাচার্য কে?

  • ক. অধ্যাপক আনোয়ারা বেগম
  • খ. অধ্যাপক ফারজানা বেগম
  • গ. অধ্যাপক শিরিন আখতার
  • ঘ. অধ্যাপক জেসমিন আরা সুলতানা

উত্তরঃ অধ্যাপক শিরিন আখতার

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects