বাংলাদেশ বিষয়াবলী

201. ১৬ জুলাই ২০১৫ কোন আর্থিক প্রতিষ্ঠানটির লাইসেন্স প্রদান করা হয়?

  • ক. এলায়েন্স লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি লি.
  • খ. মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.
  • গ. সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লি.
  • ঘ. উপরের সবকটি

উত্তরঃ সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লি.

বিস্তারিত

202. বর্তমানে (২০১৫) দেশে কতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে?

  • ক. ৩৫০টি
  • খ. ৩৩৩টি
  • গ. ৩৪৫টি
  • ঘ. ৩২৫টি

উত্তরঃ ৩৩৩টি

বিস্তারিত

203. পর্যটন শিল্পের প্রচার ও বিপননের জন্য ভোলা জেলার নিজস্ব ব্র্যান্ডিংয়ের জন্য কোন নামটি চূড়ান্ত করা হয়?

  • ক. স্বর্গের রানী
  • খ. ইলিশ রাজ্য
  • গ. দুধের রাজ্য
  • ঘ. দ্বীপের রানী

উত্তরঃ দ্বীপের রানী

বিস্তারিত

204. প্রথম বাংলাদেশি হিসেবে কে 'চ্যাম্পিয়নস অব দ্য আর্থ' পুরস্কার লাভ করে?

  • ক. ড. সালেহ উদ্দিন আহমেদ
  • খ. ড. মুহাম্মদ ইউনূস
  • গ. ড. এ আতিক রহমান
  • ঘ. ড. কামাল হোসেন

উত্তরঃ ড. এ আতিক রহমান

বিস্তারিত

207. IUCN- এর জরিপ অনুযায়ী, বর্তমানে (২০১৫) দেশে হাতির সংখ্যা কতটি?

  • ক. ১৫০ টি
  • খ. ১৭৫ টি
  • গ. ২০০ টি
  • ঘ. ২৫০ টি

উত্তরঃ ২০০ টি

বিস্তারিত

208. ছিটমহল বিনিময় কার্যকর হয় কবে?

  • ক. ২৮ জুলাই ২০১৫
  • খ. ৩০ জুলাই ২০১৫
  • গ. ১ আগস্ট ২০১৫
  • ঘ. ৫ আগস্ট ২০১৫

উত্তরঃ ১ আগস্ট ২০১৫

বিস্তারিত

209. কোন দেশ প্রথম নিজস্ব তহবিল দিয়ে 'ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড' গঠন করে?

  • ক. চীন
  • খ. ভারত
  • গ. বাংলাদেশ
  • ঘ. দক্ষিণ আফ্রিকা

উত্তরঃ বাংলাদেশ

বিস্তারিত

210. বর্তমানে (২০১৫) বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত সীমানা কত?

  • ক. ১.৫ কিমি
  • খ. ২.৫ কিমি
  • গ. ২ কিমি
  • ঘ. ৩.৫ কিমি

উত্তরঃ ২ কিমি

বিস্তারিত

211. বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত এলাকাটি কোথায় অবস্থিত?

  • ক. চর ফ্যাশন (ভোলা)
  • খ. দহগ্রাম (লালমনিরহাট)
  • গ. মুহুরীরর চর (ফেনী)
  • ঘ. দইখাতা (পঞ্চগড়)

উত্তরঃ মুহুরীরর চর (ফেনী)

বিস্তারিত

215. চুড়ান্ত হিসাবে ২০১৪-২০১৫ অর্থবছরের মাথাপিছু আয় কত?

  • ক. ১৩৭৫ মার্কিন ডলার
  • খ. ১৩১৬ মার্কিন ডলার
  • গ. ১৩২৫ মার্কিন ডলার
  • ঘ. ১৩১০ মার্কিন ডলার

উত্তরঃ ১৩১৬ মার্কিন ডলার

বিস্তারিত

216. দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি?

  • ক. ডিজিটাল ই-বুক
  • খ. বাংলাদেশ ই-বুক
  • গ. স্বাধীনতা ই-বুক
  • ঘ. একুশ ই-বুক

উত্তরঃ একুশ ই-বুক

বিস্তারিত

217. জাতীয় সংসদে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইন ২০১৬ পাস হয় কবে?

  • ক. ২৫ ফেব্রুয়ারি ২০১৬
  • খ. ১৫ ফেব্রুয়ারি ২০১৬
  • গ. ৫ ফেব্রুয়ারি ২০১৬
  • ঘ. ১ ফেব্রুয়ারি ২০১৬

উত্তরঃ ১ ফেব্রুয়ারি ২০১৬

বিস্তারিত

218. জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কবে?

  • ক. ৫ মার্চ
  • খ. ১৫ মার্চ
  • গ. ১০ মার্চ
  • ঘ. ২০ মার্চ

উত্তরঃ ১০ মার্চ

বিস্তারিত

219. বর্তমান (২০১৬) ও চতুর্থ প্রধান তথ্য কমিশনারের নাম কি?

  • ক. মরতুজা আহমদ
  • খ. মোহাম্মদ ফারুক
  • গ. অধ্যাপক গোলাম রহমান
  • ঘ. নেপাল চন্দ্র সরকার

উত্তরঃ অধ্যাপক গোলাম রহমান

বিস্তারিত

220. দেশে বর্তমানে (২০১৬) ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?

  • ক. ৪৫৩৬টি
  • খ. ৪৫৫০টি
  • গ. ৪৪৫০টি
  • ঘ. ৪৫৪৫টি

উত্তরঃ ৪৫৩৬টি

বিস্তারিত

221. প্রথম বাংলাদেশী হিসেবে UNDP'র শুভেচ্ছা দূত হন কে?

  • ক. মাশরাফি বিন মর্তুজা
  • খ. হাবিবুল বাশার সুমন
  • গ. মুশফিকুর রহমান
  • ঘ. সাকিব আল হাসান

উত্তরঃ মাশরাফি বিন মর্তুজা

বিস্তারিত

222. 'জননী ও গর্বিত বর্ণমালা' ভাস্কর্য কোথায় অবস্থিত?

  • ক. মিঠাপুকুর, রংপুর
  • খ. কালিয়াকৈর, গাজীপুর
  • গ. পরিবাগ, ঢাকা
  • ঘ. মোহাম্মদপুর, ঢাকা

উত্তরঃ পরিবাগ, ঢাকা

বিস্তারিত

223. 'জননী ও গর্বিত বর্ণমালা' ভাস্কর্যের স্থপতি কে?

  • ক. হামিদুজ্জামান খান
  • খ. নিতুন কুন্ডু
  • গ. মইনুল হক
  • ঘ. মৃণাল হক

উত্তরঃ মৃণাল হক

বিস্তারিত

224. নিচের কোন ভাষায় 'অসমাপ্ত আত্মজীবনী' প্রকাশিত হয়েছে?

  • ক. চীনা
  • খ. বাংলা ও ইংরেজি
  • গ. জাপানি
  • ঘ. ওপরের সবকয়টি

উত্তরঃ ওপরের সবকয়টি

বিস্তারিত

225. 'অসমাপ্ত আত্মজীবনী' ইংরেজি ভাষায় অনুবাদ করেন কে?

  • ক. অধ্যাপক রওশন জাহান
  • খ. অধ্যাপক মুনতাসীর মামুন
  • গ. অধ্যাপক আনিসুজ্জামান
  • ঘ. অধ্যাপক ফকরুল আলম

উত্তরঃ অধ্যাপক ফকরুল আলম

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects