বাংলাদেশ বিষয়াবলী
201. ১৬ জুলাই ২০১৫ কোন আর্থিক প্রতিষ্ঠানটির লাইসেন্স প্রদান করা হয়?
- ক. এলায়েন্স লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি লি.
- খ. মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.
- গ. সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লি.
- ঘ. উপরের সবকটি
উত্তরঃ সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লি.
202. বর্তমানে (২০১৫) দেশে কতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে?
- ক. ৩৫০টি
- খ. ৩৩৩টি
- গ. ৩৪৫টি
- ঘ. ৩২৫টি
উত্তরঃ ৩৩৩টি
203. পর্যটন শিল্পের প্রচার ও বিপননের জন্য ভোলা জেলার নিজস্ব ব্র্যান্ডিংয়ের জন্য কোন নামটি চূড়ান্ত করা হয়?
- ক. স্বর্গের রানী
- খ. ইলিশ রাজ্য
- গ. দুধের রাজ্য
- ঘ. দ্বীপের রানী
উত্তরঃ দ্বীপের রানী
204. প্রথম বাংলাদেশি হিসেবে কে 'চ্যাম্পিয়নস অব দ্য আর্থ' পুরস্কার লাভ করে?
- ক. ড. সালেহ উদ্দিন আহমেদ
- খ. ড. মুহাম্মদ ইউনূস
- গ. ড. এ আতিক রহমান
- ঘ. ড. কামাল হোসেন
উত্তরঃ ড. এ আতিক রহমান
205. বাঘ গণনা জরিপ ২০১৫ অনুযায়ী, সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা কতটি?
- ক. ১২০ টি
- খ. ১১০ টি
- গ. ১০৬ টি
- ঘ. ১১৫ টি
উত্তরঃ ১০৬ টি
206. প্রথম বাংলাদেশি হিসেবে ড. এ আতিক রহমান কত সালে 'চ্যাম্পিয়নস অব দ্য আর্থ' পুরস্কার লাভ করে?
- ক. ২০০৭
- খ. ২০০৯
- গ. ২০০৬
- ঘ. ২০০৮
উত্তরঃ ২০০৮
207. IUCN- এর জরিপ অনুযায়ী, বর্তমানে (২০১৫) দেশে হাতির সংখ্যা কতটি?
- ক. ১৫০ টি
- খ. ১৭৫ টি
- গ. ২০০ টি
- ঘ. ২৫০ টি
উত্তরঃ ২০০ টি
208. ছিটমহল বিনিময় কার্যকর হয় কবে?
- ক. ২৮ জুলাই ২০১৫
- খ. ৩০ জুলাই ২০১৫
- গ. ১ আগস্ট ২০১৫
- ঘ. ৫ আগস্ট ২০১৫
উত্তরঃ ১ আগস্ট ২০১৫
209. কোন দেশ প্রথম নিজস্ব তহবিল দিয়ে 'ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড' গঠন করে?
- ক. চীন
- খ. ভারত
- গ. বাংলাদেশ
- ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ বাংলাদেশ
210. বর্তমানে (২০১৫) বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত সীমানা কত?
- ক. ১.৫ কিমি
- খ. ২.৫ কিমি
- গ. ২ কিমি
- ঘ. ৩.৫ কিমি
উত্তরঃ ২ কিমি
211. বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত এলাকাটি কোথায় অবস্থিত?
- ক. চর ফ্যাশন (ভোলা)
- খ. দহগ্রাম (লালমনিরহাট)
- গ. মুহুরীরর চর (ফেনী)
- ঘ. দইখাতা (পঞ্চগড়)
উত্তরঃ মুহুরীরর চর (ফেনী)
212. ২০১৫ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অনস্থান কততম?
- ক. ৮৩
- খ. ৮৫
- গ. ৮৭
- ঘ. ৮৯
উত্তরঃ ৮৯
214. ২০১৫ সালে শিশু মৃত্যুহারে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
- ক. ৬৫তম
- খ. ৬১তম
- গ. ৫৯তম
- ঘ. ৫৫তম
উত্তরঃ ৬১তম
215. চুড়ান্ত হিসাবে ২০১৪-২০১৫ অর্থবছরের মাথাপিছু আয় কত?
- ক. ১৩৭৫ মার্কিন ডলার
- খ. ১৩১৬ মার্কিন ডলার
- গ. ১৩২৫ মার্কিন ডলার
- ঘ. ১৩১০ মার্কিন ডলার
উত্তরঃ ১৩১৬ মার্কিন ডলার
216. দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি?
- ক. ডিজিটাল ই-বুক
- খ. বাংলাদেশ ই-বুক
- গ. স্বাধীনতা ই-বুক
- ঘ. একুশ ই-বুক
উত্তরঃ একুশ ই-বুক
217. জাতীয় সংসদে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইন ২০১৬ পাস হয় কবে?
- ক. ২৫ ফেব্রুয়ারি ২০১৬
- খ. ১৫ ফেব্রুয়ারি ২০১৬
- গ. ৫ ফেব্রুয়ারি ২০১৬
- ঘ. ১ ফেব্রুয়ারি ২০১৬
উত্তরঃ ১ ফেব্রুয়ারি ২০১৬
218. জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কবে?
- ক. ৫ মার্চ
- খ. ১৫ মার্চ
- গ. ১০ মার্চ
- ঘ. ২০ মার্চ
উত্তরঃ ১০ মার্চ
219. বর্তমান (২০১৬) ও চতুর্থ প্রধান তথ্য কমিশনারের নাম কি?
- ক. মরতুজা আহমদ
- খ. মোহাম্মদ ফারুক
- গ. অধ্যাপক গোলাম রহমান
- ঘ. নেপাল চন্দ্র সরকার
উত্তরঃ অধ্যাপক গোলাম রহমান
220. দেশে বর্তমানে (২০১৬) ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
- ক. ৪৫৩৬টি
- খ. ৪৫৫০টি
- গ. ৪৪৫০টি
- ঘ. ৪৫৪৫টি
উত্তরঃ ৪৫৩৬টি
221. প্রথম বাংলাদেশী হিসেবে UNDP'র শুভেচ্ছা দূত হন কে?
- ক. মাশরাফি বিন মর্তুজা
- খ. হাবিবুল বাশার সুমন
- গ. মুশফিকুর রহমান
- ঘ. সাকিব আল হাসান
উত্তরঃ মাশরাফি বিন মর্তুজা
222. 'জননী ও গর্বিত বর্ণমালা' ভাস্কর্য কোথায় অবস্থিত?
- ক. মিঠাপুকুর, রংপুর
- খ. কালিয়াকৈর, গাজীপুর
- গ. পরিবাগ, ঢাকা
- ঘ. মোহাম্মদপুর, ঢাকা
উত্তরঃ পরিবাগ, ঢাকা
223. 'জননী ও গর্বিত বর্ণমালা' ভাস্কর্যের স্থপতি কে?
- ক. হামিদুজ্জামান খান
- খ. নিতুন কুন্ডু
- গ. মইনুল হক
- ঘ. মৃণাল হক
উত্তরঃ মৃণাল হক
224. নিচের কোন ভাষায় 'অসমাপ্ত আত্মজীবনী' প্রকাশিত হয়েছে?
- ক. চীনা
- খ. বাংলা ও ইংরেজি
- গ. জাপানি
- ঘ. ওপরের সবকয়টি
উত্তরঃ ওপরের সবকয়টি
225. 'অসমাপ্ত আত্মজীবনী' ইংরেজি ভাষায় অনুবাদ করেন কে?
- ক. অধ্যাপক রওশন জাহান
- খ. অধ্যাপক মুনতাসীর মামুন
- গ. অধ্যাপক আনিসুজ্জামান
- ঘ. অধ্যাপক ফকরুল আলম
উত্তরঃ অধ্যাপক ফকরুল আলম