বাংলাদেশ বিষয়াবলী
176. ১০ জানুয়ারি ২০১৬ বাংলাদেশ নৌবাহিনীতে কোন দুটি যুদ্ধজাহাজ যুক্ত হয়?
- ক. স্বাধীনতা ও পালকি
- খ. প্রত্যয় ও অরুণ আলো
- গ. স্বাধীনতা ও প্রত্যয়
- ঘ. স্বাধীনতা ও মেঘদূত
উত্তরঃ স্বাধীনতা ও প্রত্যয়
177. দেশের ২১তম স্থল বন্দর কোনটি?
- ক. আখাউড়া
- খ. বিয়ানীবাজার
- গ. ছাতক
- ঘ. ধানুয়া কামালপুর
উত্তরঃ ধানুয়া কামালপুর
178. ধানুয়া কামালপুর স্থলবন্দর কোথায় অবস্থিত?
- ক. বিয়ানীবাজার (সিলেট)
- খ. ছাতক (সুনামগঞ্জ)
- গ. সীতাকুণ্ড (চট্টগ্রাম)
- ঘ. বকশীগঞ্জ (জামালপুর)
উত্তরঃ বকশীগঞ্জ (জামালপুর)
179. বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী হাইকমিশনার কে?
- ক. মেলিন্ডা রাইস
- খ. অ্যালিশন ব্লেইক
- গ. অ্যালিশন টেইলর
- ঘ. এলিজা টেইলর
উত্তরঃ অ্যালিশন ব্লেইক
180. ধানুয়া কামালপুর স্থলবন্দর ঘোষণা করা হয় কবে?
- ক. ২৩ মে ২০১৫
- খ. ২২ মে ২০১৫
- গ. ২১ মে ২০১৫
- ঘ. ২০ মে ২০১৫
উত্তরঃ ২১ মে ২০১৫
181. কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (CPA) -এর ৬২তম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
- ক. ১ - ১০ সেপ্টেম্বর, ২০১৬
- খ. ১ - ১০ জুলাই, ২০১৬
- গ. ১ - ১০ আগস্ট, ২০১৬
- ঘ. ১৫ - ২২ আগস্ট, ২০১৬
উত্তরঃ ১ - ১০ সেপ্টেম্বর, ২০১৬
182. দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্পের নাম কি?
- ক. হাতির ঝিল প্রকল্প
- খ. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প
- গ. মেট্রোরেল প্রকল্প
- ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প
183. বাংলাদেশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরসের চেয়ারপারসন কে?
- ক. পরিকল্পনা মন্ত্রী
- খ. মন্ত্রিপরিষদ সচিব
- গ. অর্থমন্ত্রী
- ঘ. প্রধানমন্ত্রী
উত্তরঃ প্রধানমন্ত্রী
184. 'ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন আইন ২০১৫' জাতীয় সংসদে পাস হয় কবে?
- ক. ৮ সেপ্টেম্বর ২০১৫
- খ. ৬ সেপ্টেম্বর ২০১৫
- গ. ৪ সেপ্টেম্বর ২০১৫
- ঘ. ২ সেপ্টেম্বর ২০১৫
উত্তরঃ ২ সেপ্টেম্বর ২০১৫
185. বাংলাদেশের প্রথম নারী বন্যপ্রাণীবিদের নাম কি?
- ক. ড. কামরুন্নেসা হাসান
- খ. ড. নুরজাহান সরকার
- গ. ড. নীলিমা ইব্রাহিম
- ঘ. ড. সেতারা খানম
উত্তরঃ ড. নুরজাহান সরকার
186. 'বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন- ২০১৫' জাতীয় সংসদে পাশ হয় কবে?
- ক. ১০ সেপ্টেম্বর ২০১৫
- খ. ১২ সেপ্টেম্বর ২০১৫
- গ. ৮ সেপ্টেম্বর ২০১৫
- ঘ. ৭ সেপ্টেম্বর ২০১৫
উত্তরঃ ৭ সেপ্টেম্বর ২০১৫
187. 'পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আইন, ২০১৫' জাতীয় সংসদে পাস হয় কবে?
- ক. ১০ সেপ্টেম্বর ২০১৫
- খ. ১২ সেপ্টেম্বর ২০১৫
- গ. ৮ সেপ্টেম্বর ২০১৫
- ঘ. ৭ সেপ্টেম্বর ২০১৫
উত্তরঃ ৮ সেপ্টেম্বর ২০১৫
188. বর্তমানে (২০১৫) দেশে উচ্চ দারিদ্র্য রেখার নিচে বসবাস করে কত লোক?
- ক. ৩.৯৪ কোটি
- খ. ৩.৯৬ কোটি
- গ. ৩.৯০ কোটি
- ঘ. ৩.৯২ কোটি
উত্তরঃ ৩.৯২ কোটি
189. বর্তমানে (২০১৫) দেশে নিম্ন দারিদ্র্য রেখার নিচে বসবাস করে কত লোক?
- ক. ২.৫ কোটি
- খ. ২.৪ কোটি
- গ. ২.৩ কোটি
- ঘ. ২.২ কোটি
উত্তরঃ ২.৪ কোটি
191. বর্তমানে (২০১৫) দেশে এইডস বা এইচআইভি রোগে আক্রান্তের হার কত?
- ক. ০.৪%
- খ. ০.৩%
- গ. ০.১%
- ঘ. ০.২%
উত্তরঃ ০.১%
192. সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু কোথায় অবস্থিত?
- ক. মাদারীপুর
- খ. রাজশাহী
- গ. পাবনা
- ঘ. মাগুরা
উত্তরঃ মাদারীপুর
193. সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর দৈর্ঘ্য কত?
- ক. ৬৫০.৭৫ মিটার
- খ. ৬৭৫.২৫ মিটার
- গ. ৬৯৪.৩৬ মিটার
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ৬৯৪.৩৬ মিটার
194. অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু কোন নদীর ওপর নির্মিত হচ্ছে?
- ক. কচা
- খ. ঘাগর
- গ. ফেনী
- ঘ. মহানন্দা
উত্তরঃ কচা
195. অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু কোথায় নির্মিত হচ্ছে?
- ক. মাদারীপুর
- খ. পিরোজপুর
- গ. পটুয়াখালী
- ঘ. রংপুর
উত্তরঃ পিরোজপুর
196. অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর দৈর্ঘ্য কত?
- ক. ১.২৫ কি.মি.
- খ. ১.৭৫ কি.মি.
- গ. ১.৪৮ কি.মি.
- ঘ. ১.৬৫ কি.মি.
উত্তরঃ ১.৪৮ কি.মি.
197. ২০১৪-২০১৫ অর্থবছরে রপ্তানিতে শীর্ষ পণ্য কোনটি?
- ক. পাদুকা
- খ. হোম টেক্সটাইল
- গ. পাট ও পাটজাত পণ্য
- ঘ. তৈরি পোশাক
উত্তরঃ তৈরি পোশাক
198. বাংলাদেশে নিরক্ষর মানুষের সংখ্যা কত?
- ক. ৪ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার
- খ. ৪ কোটি ৩০ লাখ ৫০ হাজার
- গ. ৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার
- ঘ. ৩ কোটি ৩০ লাখ ৫০ হাজার
উত্তরঃ ৪ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার
199. ২০১৪-২০১৫ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
- ক. ৩১২০ কোটি মা. ড.
- খ. ৩২৫০ কোটি মা. ড.
- গ. ৩২৮০ কোটি মা. ড.
- ঘ. ৩৩৫০ কোটি মা. ড.
উত্তরঃ ৩১২০ কোটি মা. ড.
200. From Two Economics to Two Nations: My Journey to Bangladesh গ্রন্থের লেখক কে?
- ক. ড. সালেহ উদ্দিন আহমেদ
- খ. ড. মুহাম্মদ ইউনূস
- গ. ড. এ আতিক রহমান
- ঘ. অধ্যাপক রেহমান সোবহান
উত্তরঃ অধ্যাপক রেহমান সোবহান