বাংলাদেশ বিষয়াবলী

176. ১০ জানুয়ারি ২০১৬ বাংলাদেশ নৌবাহিনীতে কোন দুটি যুদ্ধজাহাজ যুক্ত হয়?

  • ক. স্বাধীনতা ও পালকি
  • খ. প্রত্যয় ও অরুণ আলো
  • গ. স্বাধীনতা ও প্রত্যয়
  • ঘ. স্বাধীনতা ও মেঘদূত

উত্তরঃ স্বাধীনতা ও প্রত্যয়

বিস্তারিত

177. দেশের ২১তম স্থল বন্দর কোনটি?

  • ক. আখাউড়া
  • খ. বিয়ানীবাজার
  • গ. ছাতক
  • ঘ. ধানুয়া কামালপুর

উত্তরঃ ধানুয়া কামালপুর

বিস্তারিত

178. ধানুয়া কামালপুর স্থলবন্দর কোথায় অবস্থিত?

  • ক. বিয়ানীবাজার (সিলেট)
  • খ. ছাতক (সুনামগঞ্জ)
  • গ. সীতাকুণ্ড (চট্টগ্রাম)
  • ঘ. বকশীগঞ্জ (জামালপুর)

উত্তরঃ বকশীগঞ্জ (জামালপুর)

বিস্তারিত

179. বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী হাইকমিশনার কে?

  • ক. মেলিন্ডা রাইস
  • খ. অ্যালিশন ব্লেইক
  • গ. অ্যালিশন টেইলর
  • ঘ. এলিজা টেইলর

উত্তরঃ অ্যালিশন ব্লেইক

বিস্তারিত

180. ধানুয়া কামালপুর স্থলবন্দর ঘোষণা করা হয় কবে?

  • ক. ২৩ মে ২০১৫
  • খ. ২২ মে ২০১৫
  • গ. ২১ মে ২০১৫
  • ঘ. ২০ মে ২০১৫

উত্তরঃ ২১ মে ২০১৫

বিস্তারিত

181. কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (CPA) -এর ৬২তম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ১ - ১০ সেপ্টেম্বর, ২০১৬
  • খ. ১ - ১০ জুলাই, ২০১৬
  • গ. ১ - ১০ আগস্ট, ২০১৬
  • ঘ. ১৫ - ২২ আগস্ট, ২০১৬

উত্তরঃ ১ - ১০ সেপ্টেম্বর, ২০১৬

বিস্তারিত

182. দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্পের নাম কি?

  • ক. হাতির ঝিল প্রকল্প
  • খ. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প
  • গ. মেট্রোরেল প্রকল্প
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প

বিস্তারিত

183. বাংলাদেশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরসের চেয়ারপারসন কে?

  • ক. পরিকল্পনা মন্ত্রী
  • খ. মন্ত্রিপরিষদ সচিব
  • গ. অর্থমন্ত্রী
  • ঘ. প্রধানমন্ত্রী

উত্তরঃ প্রধানমন্ত্রী

বিস্তারিত

184. 'ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন আইন ২০১৫' জাতীয় সংসদে পাস হয় কবে?

  • ক. ৮ সেপ্টেম্বর ২০১৫
  • খ. ৬ সেপ্টেম্বর ২০১৫
  • গ. ৪ সেপ্টেম্বর ২০১৫
  • ঘ. ২ সেপ্টেম্বর ২০১৫

উত্তরঃ ২ সেপ্টেম্বর ২০১৫

বিস্তারিত

185. বাংলাদেশের প্রথম নারী বন্যপ্রাণীবিদের নাম কি?

  • ক. ড. কামরুন্নেসা হাসান
  • খ. ড. নুরজাহান সরকার
  • গ. ড. নীলিমা ইব্রাহিম
  • ঘ. ড. সেতারা খানম

উত্তরঃ ড. নুরজাহান সরকার

বিস্তারিত

186. 'বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন- ২০১৫' জাতীয় সংসদে পাশ হয় কবে?

  • ক. ১০ সেপ্টেম্বর ২০১৫
  • খ. ১২ সেপ্টেম্বর ২০১৫
  • গ. ৮ সেপ্টেম্বর ২০১৫
  • ঘ. ৭ সেপ্টেম্বর ২০১৫

উত্তরঃ ৭ সেপ্টেম্বর ২০১৫

বিস্তারিত

187. 'পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আইন, ২০১৫' জাতীয় সংসদে পাস হয় কবে?

  • ক. ১০ সেপ্টেম্বর ২০১৫
  • খ. ১২ সেপ্টেম্বর ২০১৫
  • গ. ৮ সেপ্টেম্বর ২০১৫
  • ঘ. ৭ সেপ্টেম্বর ২০১৫

উত্তরঃ ৮ সেপ্টেম্বর ২০১৫

বিস্তারিত

188. বর্তমানে (২০১৫) দেশে উচ্চ দারিদ্র্য রেখার নিচে বসবাস করে কত লোক?

  • ক. ৩.৯৪ কোটি
  • খ. ৩.৯৬ কোটি
  • গ. ৩.৯০ কোটি
  • ঘ. ৩.৯২ কোটি

উত্তরঃ ৩.৯২ কোটি

বিস্তারিত

189. বর্তমানে (২০১৫) দেশে নিম্ন দারিদ্র্য রেখার নিচে বসবাস করে কত লোক?

  • ক. ২.৫ কোটি
  • খ. ২.৪ কোটি
  • গ. ২.৩ কোটি
  • ঘ. ২.২ কোটি

উত্তরঃ ২.৪ কোটি

বিস্তারিত

190. দেশে বর্তমানে (২০১৫) দারিদ্র্যের হার কত?

  • ক. ২৭.৮%
  • খ. ২৬.৮%
  • গ. ২৫.৮%
  • ঘ. ২৪.৮%

উত্তরঃ ২৪.৮%

বিস্তারিত

192. সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু কোথায় অবস্থিত?

  • ক. মাদারীপুর
  • খ. রাজশাহী
  • গ. পাবনা
  • ঘ. মাগুরা

উত্তরঃ মাদারীপুর

বিস্তারিত

193. সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর দৈর্ঘ্য কত?

  • ক. ৬৫০.৭৫ মিটার
  • খ. ৬৭৫.২৫ মিটার
  • গ. ৬৯৪.৩৬ মিটার
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ৬৯৪.৩৬ মিটার

বিস্তারিত

195. অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু কোথায় নির্মিত হচ্ছে?

  • ক. মাদারীপুর
  • খ. পিরোজপুর
  • গ. পটুয়াখালী
  • ঘ. রংপুর

উত্তরঃ পিরোজপুর

বিস্তারিত

196. অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর দৈর্ঘ্য কত?

  • ক. ১.২৫ কি.মি.
  • খ. ১.৭৫ কি.মি.
  • গ. ১.৪৮ কি.মি.
  • ঘ. ১.৬৫ কি.মি.

উত্তরঃ ১.৪৮ কি.মি.

বিস্তারিত

197. ২০১৪-২০১৫ অর্থবছরে রপ্তানিতে শীর্ষ পণ্য কোনটি?

  • ক. পাদুকা
  • খ. হোম টেক্সটাইল
  • গ. পাট ও পাটজাত পণ্য
  • ঘ. তৈরি পোশাক

উত্তরঃ তৈরি পোশাক

বিস্তারিত

198. বাংলাদেশে নিরক্ষর মানুষের সংখ্যা কত?

  • ক. ৪ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার
  • খ. ৪ কোটি ৩০ লাখ ৫০ হাজার
  • গ. ৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার
  • ঘ. ৩ কোটি ৩০ লাখ ৫০ হাজার

উত্তরঃ ৪ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার

বিস্তারিত

199. ২০১৪-২০১৫ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?

  • ক. ৩১২০ কোটি মা. ড.
  • খ. ৩২৫০ কোটি মা. ড.
  • গ. ৩২৮০ কোটি মা. ড.
  • ঘ. ৩৩৫০ কোটি মা. ড.

উত্তরঃ ৩১২০ কোটি মা. ড.

বিস্তারিত

200. From Two Economics to Two Nations: My Journey to Bangladesh গ্রন্থের লেখক কে?

  • ক. ড. সালেহ উদ্দিন আহমেদ
  • খ. ড. মুহাম্মদ ইউনূস
  • গ. ড. এ আতিক রহমান
  • ঘ. অধ্যাপক রেহমান সোবহান

উত্তরঃ অধ্যাপক রেহমান সোবহান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects