বাংলাদেশ বিষয়াবলী
351. বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন, ২০১৬ কার্যকর হয় কবে?
- ক. ৫ এপ্রিল ২০১৬
- খ. ৫ মে ২০১৬
- গ. ২ মে ২০১৬
- ঘ. ৬ মে ২০১৬
উত্তরঃ ২ মে ২০১৬
352. বর্তমানে (২০১৬) রাষ্ট্রপতির বেতন কত?
- ক. ১ লাখ ১৫ হাজার টাকা
- খ. ১ লাখ ২৫ হাজার টাকা
- গ. ১ লাখ ২০ হাজার টাকা
- ঘ. ১ লাখ ১০ হাজার টাকা
উত্তরঃ ১ লাখ ২০ হাজার টাকা
353. বর্তমানে (২০১৬) প্রধানমন্ত্রীর বেতন কত?
- ক. ১ লাখ ১৫ হাজার টাকা
- খ. ১ লাখ ২৫ হাজার টাকা
- গ. ১ লাখ ২০ হাজার টাকা
- ঘ. ১ লাখ ১০ হাজার টাকা
উত্তরঃ ১ লাখ ১৫ হাজার টাকা
354. বর্তমানে (২০১৬) জাতীয় সংসদের স্পিকারের বেতন কত?
- ক. ১ লাখ ১৫ হাজার টাকা
- খ. ১ লাখ ২৫ হাজার টাকা
- গ. ১ লাখ ১২ হাজার টাকা
- ঘ. ১ লাখ ১০ হাজার টাকা
উত্তরঃ ১ লাখ ১২ হাজার টাকা
355. বর্তমানে (২০১৬) জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের বেতন কত?
- ক. ১ লাখ ০৫ হাজার টাকা
- খ. ১ লাখ ২৫ হাজার টাকা
- গ. ১ লাখ ২০ হাজার টাকা
- ঘ. ১ লাখ ১০ হাজার টাকা
উত্তরঃ ১ লাখ ০৫ হাজার টাকা
356. বর্তমানে (২০১৬) জাতীয় সংসদ সদস্যদের বেতন কত?
- ক. ৬৫ হাজার টাকা
- খ. ৬০ হাজার টাকা
- গ. ৫৫ হাজার টাকা
- ঘ. ৪৫ হাজার টাকা
উত্তরঃ ৫৫ হাজার টাকা
357. ভারতীয় উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক 'বেগম' পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম কবে মৃত্যু বরণ করেন?
- ক. ১০ মে ২০১৬
- খ. ১২ মে ২০১৬
- গ. ২০ মে ২০১৬
- ঘ. ২৩ মে ২০১৬
উত্তরঃ ২৩ মে ২০১৬
358. বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায়?
- ক. হাতিয়া (নোয়াখালী)
- খ. সীতাকুণ্ড (চট্টগ্রাম)
- গ. সন্দ্বীপ (কক্সবাজার)
- ঘ. কুয়াকাটা (পটুয়াখালী)
উত্তরঃ কুয়াকাটা (পটুয়াখালী)
359. নিম্নের কোন অপটিক্যাল ফাইবার সাবমেরিন কমিউনিকেশন্স ক্যাবলের সাথে বাংলাদেশ যুক্ত?
- ক. SEA-ME-WE 5
- খ. SEA-ME-WE 3
- গ. SEA-ME-WE 4
- ঘ. ক অ গ উভয়ই
উত্তরঃ ক অ গ উভয়ই
360. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) কোথায় স্থাপিত হচ্ছে?
- ক. লালপুর (নাটোর)
- খ. মিঠাপুকুর (রংপুর)
- গ. সাঁথিয়া (পাবনা)
- ঘ. নশিপুর (দিনাজপুর)
উত্তরঃ নশিপুর (দিনাজপুর)
361. তাহমিমা আনাম রচিত উপন্যাস কোনটি?
- ক. A Bones of Grace
- খ. A Golden Age
- গ. The Good Muslim
- ঘ. ওপরের সবকয়টি
উত্তরঃ ওপরের সবকয়টি
362. সরকারী নোটে প্রথমে কি লিখা থাকে?
- ক. অর্থ বিভাগ
- খ. অর্থ মন্ত্রণালয়
- গ. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
- ঘ. বাংলাদেশ ব্যাংক
উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
365. সর্বশেষ তফসিলি ব্যাংক কোনটি?
- ক. পদ্মা ব্যাংক লিমিটেড
- খ. নিরাপত্তা ব্যাংক লিমিটেড
- গ. মেরিটাইম ব্যাংক লিমিটেড
- ঘ. সীমান্ত ব্যাংক লিমিটেড
উত্তরঃ সীমান্ত ব্যাংক লিমিটেড
366. সর্বশেষ অনুমোদন পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?
- ক. রূপায়ণ এ কে এম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়
- খ. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়
- গ. ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ
- ঘ. ওপরের সবকয়টি
উত্তরঃ ওপরের সবকয়টি
367. সাধারণ অর্থ বিভাগের প্রক্ষেপণ (২০১৬) অনুযায়ী, দারিদ্র্যের উর্ধ্বসীমা কত?
- ক. ২৫.৬৯%
- খ. ২৯.৬৫%
- গ. ২৪.৮%
- ঘ. ২৬.৮%
উত্তরঃ ২৪.৮%
368. সাধারণ অর্থ বিভাগের প্রক্ষেপণ (২০১৬) অনুযায়ী, দারিদ্র্যের নিম্নসীমা কত?
- ক. ১০.৯%
- খ. ১১.৫%
- গ. ১৩.৭%
- ঘ. ১২.৯%
উত্তরঃ ১২.৯%
369. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত?
- ক. ১৪৬৬ মা.ড.
- খ. ১৪৩৫ মা.ড.
- গ. ১৪৮৫ মা.ড.
- ঘ. ১৪২৫ মা.ড.
উত্তরঃ ১৪৬৬ মা.ড.
370. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী স্বাক্ষরতার হার (৭+) কত?
- ক. ৭৫%
- খ. ৭০.২৫%
- গ. ৬৪.৭৫%
- ঘ. ৬২.৩%
উত্তরঃ ৬২.৩%
372. জাতীয় বাজেট ২০১৬-১৭ এর বাজেটের পরিমাণ কত?
- ক. ৩,৬৫,৬৫০ কোটি টাকা
- খ. ৩,৫৫,৬৫০ কোটি টাকা
- গ. ৩,৪০,৬০৫ কোটি টাকা
- ঘ. ৩,৩৫,৫৫০ কোটি টাকা
উত্তরঃ ৩,৪০,৬০৫ কোটি টাকা
373. জাতীয় বাজেট ২০১৬-১৭ অনুযায়ী সাধারণ করমুক্ত আয়সীমা কত?
- ক. ২ লাখ ৫০ হাজার
- খ. ২ লাখ ৭৫ হাজার
- গ. ৩ লাখ ২৫ হাজার
- ঘ. ২ লাখ ২৫ হাজার
উত্তরঃ ২ লাখ ৫০ হাজার
374. নারী ও ৬৫ বছরের উর্ধ্ব বয়সীদের করমুক্ত আয়সীমা কত?
- ক. ২.৭৫ লাখ
- খ. ২.২৫ লাখ
- গ. ৩.২৫ লাখ
- ঘ. ৩ লাখ
উত্তরঃ ৩ লাখ
375. সরকারী নোট হিসেবে পাঁচ টাকার নোট প্রথমে বাজারে ছাড়া হয় কবে?
- ক. ১০ মে ২০১৬
- খ. ২৫ মে ২০১৬
- গ. ৫ জুন ২০১৬
- ঘ. ১০ জুন ২০১৬
উত্তরঃ ৫ জুন ২০১৬