বাংলাদেশ বিষয়াবলী

401. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'শ্বেতপদ্ম' গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. আনোয়ার পাশা
  • খ. শওকত আলী
  • গ. তাবারক হোসেন
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ তাবারক হোসেন

বিস্তারিত

402. BIDA -এর পূর্ণরূপ কি?

  • ক. Bangladesh Investment Development Authorities
  • খ. Bangladesh Investment Development Administration
  • গ. Bangladesh Investment Development Academy
  • ঘ. Bangladesh Investment Development Authority

উত্তরঃ Bangladesh Investment Development Authority

বিস্তারিত

403. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) যাত্রা শুরু করে কবে?

  • ক. ১০ আগস্ট ২০১৬
  • খ. ১২ আগস্ট ২০১৬
  • গ. ৫ সেপ্টেম্বর ২০১৬
  • ঘ. ১ সেপ্টেম্বর ২০১৬

উত্তরঃ ১ সেপ্টেম্বর ২০১৬

বিস্তারিত

404. BIDA কোন মন্ত্রণালয়ের অধীন?

  • ক. বাণিজ্য মন্ত্রণালয়
  • খ. শিল্প মন্ত্রণালয়
  • গ. অর্থ মন্ত্রণালয়
  • ঘ. প্রধানমন্ত্রীর কার্যালয়

উত্তরঃ প্রধানমন্ত্রীর কার্যালয়

বিস্তারিত

405. বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন বিলুপ্ত করা হয় কবে?

  • ক. ১০ আগস্ট ২০১৬
  • খ. ১২ আগস্ট ২০১৬
  • গ. ২৫ আগস্ট ২০১৬
  • ঘ. ১ সেপ্টেম্বর ২০১৬

উত্তরঃ ১ সেপ্টেম্বর ২০১৬

বিস্তারিত

406. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ জাতীয় সংসদে পাশ হয় কবে?

  • ক. ১৯ জুন ২০১৬
  • খ. ২৫ জুলাই ২০১৬
  • গ. ৩০ জুলাই ২০১৬
  • ঘ. ১৫ আগস্ট ২০১৬

উত্তরঃ ২৫ জুলাই ২০১৬

বিস্তারিত

407. BIDA'র প্রথম নির্বাহী চেয়ারম্যান কে?

  • ক. মাহতাব হোসেন চৌধুরী
  • খ. এস এ সামাদ
  • গ. কাজী মো. আমিনুল ইসলাম
  • ঘ. মোল্লা ওয়াহিদুজ্জামান

উত্তরঃ কাজী মো. আমিনুল ইসলাম

বিস্তারিত

408. BIDA'র গভর্নিং বোর্ডের সদস্য কতজন?

  • ক. ১৫
  • খ. ১৪
  • গ. ১৭
  • ঘ. ১৬

উত্তরঃ ১৭

বিস্তারিত

409. উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড গঠন করা হয় কবে?

  • ক. ২৫ জুলাই ২০১৬
  • খ. ১৫ আগস্ট ২০১৬
  • গ. ২৩ আগস্ট ২০১৬
  • ঘ. ৩০ আগস্ট ২০১৬

উত্তরঃ ২৩ আগস্ট ২০১৬

বিস্তারিত

410. উপানুষ্ঠানিক শিক্ষা আইন জাতীয় সংসদে পাস হয় কবে?

  • ক. ২৫ মে ২০১৩
  • খ. ১৮ নভেম্বর ২০১৪
  • গ. ১৫ নভেম্বর ২০১৫
  • ঘ. ১৫ আগস্ট ২০১৬

উত্তরঃ ১৮ নভেম্বর ২০১৪

বিস্তারিত

411. জাতীয় ক্রীড়া দিবস কবে?

  • ক. ৯ মে
  • খ. ৬ এপ্রিল
  • গ. ৬ মে
  • ঘ. ১০ এপ্রিল

উত্তরঃ ৬ এপ্রিল

বিস্তারিত

412. কবি শহীদ কাদরী রচিত কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. কোথাও কোন ক্রন্দন নেই
  • খ. উত্তরাধিকার
  • গ. তোমাকে অভিবাদন প্রিয়তম
  • ঘ. ওপরের সবকয়টি

উত্তরঃ ওপরের সবকয়টি

বিস্তারিত

413. সম্প্রতি 'সব্যসাচী শিল্পী' খেতাব দেওয়া হয় কাকে?

  • ক. নিতুন কুণ্ড
  • খ. মোস্তফা মনোয়ার
  • গ. আহসান হাবীব
  • ঘ. ওপরের কেউ না

উত্তরঃ মোস্তফা মনোয়ার

বিস্তারিত

414. দেশের প্রথম এলিভেটেড ওয়াকওয়ে বা উড়াল ফুটপাত কোথায়?

  • ক. একে খান, চট্টগ্রাম
  • খ. এলেঙ্গা, টাঙ্গাইল
  • গ. গুলিস্তান, ঢাকা
  • ঘ. যাত্রাবাড়ী, ঢাকা

উত্তরঃ গুলিস্তান, ঢাকা

বিস্তারিত

415. বাংলাদেশের প্রথম স্বীকৃত কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন হলো--

  • ক. ডট বিএল (.bl)
  • খ. ডট বাংলা (.bangla)
  • গ. ডট বিডি (.bd)
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ ডট বিডি (.bd)

বিস্তারিত

416. বাংলাদেশের দ্বিতীয় স্বীকৃত কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন হল--

  • ক. ডট বিএল (.bl)
  • খ. ডট বাংলা (.bangla)
  • গ. ডট বিডি (.bd)
  • ঘ. ডট বাংলা বিডি (.banglabd)

উত্তরঃ ডট বাংলা (.bangla)

বিস্তারিত

417. বাংলাদেশের প্রথম ভৌগলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে নিবন্ধন পায়--

  • ক. ফজলি আম
  • খ. কারুপণ্য
  • গ. ইলিশ
  • ঘ. জামদানি

উত্তরঃ জামদানি

বিস্তারিত

418. বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ড-এর বর্তমান নাম কী?

  • ক. বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন একাডেমি
  • খ. বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন ইন্সটিটিউট
  • গ. বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন পরিদপ্তর
  • ঘ. বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর

উত্তরঃ বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর

বিস্তারিত

419. সেবা পরিদপ্তর-এর বর্তমান (২০১৬) নাম কী?

  • ক. নার্সিং ও মিডওয়াইফারি পরিদপ্তর
  • খ. নার্সিং অধিদপ্তর
  • গ. নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর
  • ঘ. সেবা অধিদপ্তর

উত্তরঃ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর

বিস্তারিত

420. সেবা পরিদপ্তর-এর বর্তমান (২০১৬) নাম 'নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর' করা হয় কবে?

  • ক. ১৯ নভেম্বর ২০১৬
  • খ. ৩ নভেম্বর ২০১৬
  • গ. ১৫ নভেম্বর ২০১৬
  • ঘ. ১৬ নভেম্বর ২০১৬

উত্তরঃ ১৬ নভেম্বর ২০১৬

বিস্তারিত

421. বর্তমানে (২০১৭) গেজেটপ্রাপ্ত শব্দসৈনিক মুক্তিযোদ্ধার সংখ্যা কত?

  • ক. ২৫৩ জন
  • খ. ২৪০ জন
  • গ. ২৫০ জন
  • ঘ. ২৩৫ জন

উত্তরঃ ২৫৩ জন

বিস্তারিত

425. বাংলাদেশের প্রথম সাবমেরিন দুটির নাম কী?

  • ক. বঙ্গবন্ধু ও বঙ্গমাতা
  • খ. নবযাত্রা ও জয়যাত্রা
  • গ. অভিযাত্রা ও বঙ্গযাত্রা
  • ঘ. কোনোটি নয়

উত্তরঃ নবযাত্রা ও জয়যাত্রা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects