বাংলাদেশ বিষয়াবলী

377. 'পল্লী সঞ্চয় ব্যাংক' আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে কবে?

  • ক. ১২ জুন ২০১৬
  • খ. ২২ জুন ২০১৬
  • গ. ১৫ জুন ২০১৬
  • ঘ. ওপরের কোনটিই নয়

উত্তরঃ ২২ জুন ২০১৬

বিস্তারিত

378. ২০১৬ - ১৭ সালের জাতীয় বাজেট জাতীয় সংসদে কবে পেশ করা হয়?

  • ক. ৩ জুন ২০১৬
  • খ. ২ জুন ২০১৬
  • গ. ৫ জুন ২০১৬
  • ঘ. ৭ জুন ২০১৬

উত্তরঃ ২ জুন ২০১৬

বিস্তারিত

379. জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিল ২০১৬ পাস হয় কবে?

  • ক. ১০ জুলাই ২০১৬
  • খ. ১৫ জুলাই ২০১৬
  • গ. ১৭ জুলাই ২০১৬
  • ঘ. ২২ জুলাই ২০১৬

উত্তরঃ ১৭ জুলাই ২০১৬

বিস্তারিত

380. জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ বিল ২০১৬ পাস হয় কবে?

  • ক. ১০ জুলাই ২০১৬
  • খ. ১৫ জুলাই ২০১৬
  • গ. ১৭ জুলাই ২০১৬
  • ঘ. ২২ জুলাই ২০১৬

উত্তরঃ ১৭ জুলাই ২০১৬

বিস্তারিত

381. বর্তমানে (২০১৬) দেশে কতটি কমিউনিটি রেডিও চালু আছে?

  • ক. ১২টি
  • খ. ১০টি
  • গ. ১৪টি
  • ঘ. ১৭টি

উত্তরঃ ১৭টি

বিস্তারিত

382. দেশের ১৭তম কমিউনিটি রেডিও কোনটি?

  • ক. দেশ রেডিও
  • খ. রেডিও মহানন্দা
  • গ. রেডিও সারাবেলা
  • ঘ. রেডিও মুক্তি

উত্তরঃ রেডিও সারাবেলা

বিস্তারিত

383. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর চেয়ারম্যান কে?

  • ক. বাণিজ্যমন্ত্রী
  • খ. অর্থমন্ত্রী
  • গ. প্রধানমন্ত্রী
  • ঘ. রাষ্ট্রপতি

উত্তরঃ প্রধানমন্ত্রী

বিস্তারিত

384. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর কার্যালয় কোথায়?

  • ক. সিলেট
  • খ. নারায়ণগঞ্জ
  • গ. চট্টগ্রাম
  • ঘ. ঢাকা

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

385. বাংলাদেশ কবে যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি শুরু করে?

  • ক. ৩০ জুলাই ২০১৬
  • খ. ৪ আগস্ট ২০১৬
  • গ. ২৫ মে ২০১৬
  • ঘ. ৬ আগস্ট ২০১৬

উত্তরঃ ৪ আগস্ট ২০১৬

বিস্তারিত

386. বাংলাদেশের কোন কোম্পানি যুক্তরাষ্ট্রে প্রথম ওষুধ রপ্তানি শুরু করে?

  • ক. এসকেএফ ফার্মা বাংলাদেশ লিমিটেড
  • খ. বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড
  • গ. একমি ল্যাবরেটরিস লিমিটেড
  • ঘ. স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড

উত্তরঃ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড

বিস্তারিত

387. বাংলাদেশ কবে ওষুধ রপ্তানি শুরু করে?

  • ক. ১৯৯৫
  • খ. ১৯৯৪
  • গ. ১৯৯৩
  • ঘ. ১৯৯২

উত্তরঃ ১৯৯২

বিস্তারিত

388. বর্তমানে (২০১৬) কোন দেশে সর্বাধিক ওষুধ রপ্তানি হয়?

  • ক. মায়ানমার
  • খ. শ্রীলংকা
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. জাপান

উত্তরঃ মায়ানমার

বিস্তারিত

390. দেশের পঞ্চম নগর উন্নয়ন কর্তৃপক্ষ কোনটি?

  • ক. বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ
  • খ. নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ
  • গ. গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ
  • ঘ. কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

উত্তরঃ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

বিস্তারিত

391. কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয় কবে?

  • ক. ২০১৩ সালে
  • খ. ২০১৪ সালে
  • গ. ২০১৫ সালে
  • ঘ. ২০১৬ সালে

উত্তরঃ ২০১৬ সালে

বিস্তারিত

392. কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ-এর প্রথম চেয়ারম্যান কে?

  • ক. লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ
  • খ. রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন
  • গ. রিয়াল এডমিরাল এম খালেদ ইকবাল
  • ঘ. ক্যাপ্টেন সাইদুর রহমান

উত্তরঃ লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ

বিস্তারিত

393. দেশের তৃতীয় সমুদ্রবন্দরের যাত্রা শুরু হয় কবে?

  • ক. ১০ আগস্ট ২০১৬
  • খ. ১২ আগস্ট ২০১৬
  • গ. ১৪ আগস্ট ২০১৬
  • ঘ. ১৩ আগস্ট ২০১৬

উত্তরঃ ১৩ আগস্ট ২০১৬

বিস্তারিত

394. আখাউড়া-আগরতলা রেলপথের মোট দৈর্ঘ্য কত কিমি?

  • ক. ২৫ কিমি
  • খ. ২০ কিমি
  • গ. ১৫ কিমি
  • ঘ. ১০ কিমি

উত্তরঃ ১৫ কিমি

বিস্তারিত

395. দেশের প্রথম ৮ লেনের মহাসড়ক উদ্বোধন করা হয় কবে?

  • ক. ১০ আগস্ট ২০১৬
  • খ. ১২ আগস্ট ২০১৬
  • গ. ১৪ আগস্ট ২০১৬
  • ঘ. ১৩ আগস্ট ২০১৬

উত্তরঃ ১৩ আগস্ট ২০১৬

বিস্তারিত

396. দেশের প্রথম ৮ লেনের মহাসড়ক কোনটি?

  • ক. যাত্রাবাড়ি-মাওয়া
  • খ. যাত্রাবাড়ি-কাঁচপুর
  • গ. ঢাকা-সিলেট
  • ঘ. ঢাকা-চট্টগ্রাম

উত্তরঃ যাত্রাবাড়ি-কাঁচপুর

বিস্তারিত

397. দেশের প্রথম ৮ লেন মহাসড়কের দৈর্ঘ্য কত কিমি?

  • ক. ৯.৫ কিমি (প্রায়)
  • খ. ৮.৫ কিমি (প্রায়)
  • গ. ৭.৫ কিমি (প্রায়)
  • ঘ. ৬.৫ কিমি (প্রায়)

উত্তরঃ ৭.৫ কিমি (প্রায়)

বিস্তারিত

398. দেশের প্রথম চার লেন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে?

  • ক. ১০ আগস্ট ২০১৬
  • খ. ১২ আগস্ট ২০১৬
  • গ. ১৪ আগস্ট ২০১৬
  • ঘ. ১৩ আগস্ট ২০১৬

উত্তরঃ ১৩ আগস্ট ২০১৬

বিস্তারিত

399. দেশের প্রথম চার লেন এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত কিমি?

  • ক. ৫৫ কিমি
  • খ. ৫২ কিমি
  • গ. ৫০ কিমি
  • ঘ. ৪৮ কিমি

উত্তরঃ ৫৫ কিমি

বিস্তারিত

400. 'From Rebel to Founding Father: Sheikh Mujibur Rahman' গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. কামাল চৌধুরী
  • খ. আনিসুজ্জামান
  • গ. সেলিনা হোসেন
  • ঘ. সৈয়দ বদরুল আহসান

উত্তরঃ সৈয়দ বদরুল আহসান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects