বাংলাদেশ বিষয়াবলী

301. বর্তমানে (২০১৬) দেশে ঘোষিত স্থলবন্দরের সংখ্যা কতটি?

  • ক. ২৩টি
  • খ. ২০টি
  • গ. ২৫টি
  • ঘ. ২৪টি

উত্তরঃ ২৩টি

বিস্তারিত

302. দেশের ২৩তম স্থলবন্দর কোনটি?

  • ক. বাল্লা
  • খ. আখাউড়া
  • গ. বিয়ানীবাজার
  • ঘ. শেওলা

উত্তরঃ বাল্লা

বিস্তারিত

303. বাল্লা স্থলবন্দর কোথায় অবস্থিত?

  • ক. বিয়ানীবাজার (সিলেট)
  • খ. আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
  • গ. ছাতক (সুনামগঞ্জ)
  • ঘ. চুনারুঘাট (হবিগঞ্জ)

উত্তরঃ চুনারুঘাট (হবিগঞ্জ)

বিস্তারিত

304. বাল্লা স্থলবন্দর ঘোষণা করা হয় কবে?

  • ক. ২০ মার্চ ২০১৬
  • খ. ১৮ মার্চ ২০১৬
  • গ. ২৩ মার্চ ২০১৬
  • ঘ. ২৭ মার্চ ২০১৬

উত্তরঃ ২৩ মার্চ ২০১৬

বিস্তারিত

305. ২১তম মন্ত্রীপরিষদ সচীব কে?

  • ক. ড. এনামুল হক
  • খ. ড. আসাদুল করিম
  • গ. মোহাম্মদ শফিউল আলম
  • ঘ. ওপরের কেউ না

উত্তরঃ মোহাম্মদ শফিউল আলম

বিস্তারিত

306. বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক কে?

  • ক. ড. সালেহ উদ্দিন আহমেদ
  • খ. ড. মুহাম্মদ ইউনূস
  • গ. ড. এ আতিক রহমান
  • ঘ. মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূইঞা

উত্তরঃ মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূইঞা

বিস্তারিত

307. ৯ অক্টোবর ২০১৫ কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের ভাস্কর্য উদ্বোধন করা হয়?

  • ক. মাদার্স ওয়াক্স মিউজিয়াম
  • খ. গিমে জাদুঘর
  • গ. বাংলাদেশ জাতীয় যাদুঘর
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ মাদার্স ওয়াক্স মিউজিয়াম

বিস্তারিত

308. নিউমুরিং কনটেইনার টার্মিনাল যাত্রা শুরু করে কবে?

  • ক. ১০ সেপ্টেম্বর ২০১৫
  • খ. ১৯ অক্টোবর ২০১৫
  • গ. ১৭ অক্টোবর ২০১৫
  • ঘ. ১৩ অক্টোবর ২০১৫

উত্তরঃ ১৭ অক্টোবর ২০১৫

বিস্তারিত

310. দেশে বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু হয় কবে?

  • ক. ১৯৯০ সালে
  • খ. ১৯৮৩ সালে
  • গ. ১৯৮৫ সালে
  • ঘ. ১৯৮০ সালে

উত্তরঃ ১৯৮৩ সালে

বিস্তারিত

311. বর্তমানে (২০১৬) বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি ফুল উৎপাদন হয় কোথায়?

  • ক. মুন্সিগঞ্জ
  • খ. মানিকগঞ্জ
  • গ. যশোর
  • ঘ. পটুয়াখালী

উত্তরঃ যশোর

বিস্তারিত

312. সরকার 'ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল' প্রতিষ্ঠা করে কবে?

  • ক. ১৯ মার্চ ২০১৬
  • খ. ১৯ এপ্রিল ২০১৬
  • গ. ১৯ মার্চ ২০১৫
  • ঘ. ১৯ জানুয়ারি ২০১৬

উত্তরঃ ১৯ এপ্রিল ২০১৬

বিস্তারিত

313. দেশের সর্ববৃহৎ বীজ খামার কোথায় অবস্থিত?

  • ক. কয়রা, খুলনা
  • খ. পত্নীতলা, নওগাঁ
  • গ. দশমিনা, পটুয়াখালী
  • ঘ. নলছীটি, ঝালকাঠি

উত্তরঃ দশমিনা, পটুয়াখালী

বিস্তারিত

314. দেশের সর্ববৃহৎ চুনাপাথর খনির সন্ধান পাওয়া যায় কোথায়?

  • ক. কয়রা, খুলনা
  • খ. বদলগাছি, নওগাঁ
  • গ. দশমিনা, পটুয়াখালী
  • ঘ. নলছীটি, ঝালকাঠি

উত্তরঃ বদলগাছি, নওগাঁ

বিস্তারিত

315. বাংলাদেশ থেকে কোন নারী আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করে?

  • ক. সারা হোসেন
  • খ. জাকিয়া সুলতানা
  • গ. নাজবিন সুলতানা
  • ঘ. সুলতানা হোসেন

উত্তরঃ সারা হোসেন

বিস্তারিত

316. বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (BFSA) কোন মন্ত্রণালয়ের অধীন?

  • ক. বাণিজ্য মন্ত্রণালয়
  • খ. প্রধানমন্ত্রীর কার্যালয়
  • গ. কৃষি মন্ত্রণালয়
  • ঘ. খাদ্য মন্ত্রণালয়

উত্তরঃ খাদ্য মন্ত্রণালয়

বিস্তারিত

317. বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের বর্তমান (২০১৬) পদবি কি?

  • ক. কমান্ডার অব আর্মি
  • খ. চিফ অব আর্মি স্টাফ
  • গ. কমান্ডার ইন চিফ
  • ঘ. ওপরের কোনটিই নয়

উত্তরঃ চিফ অব আর্মি স্টাফ

বিস্তারিত

318. বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের বর্তমান (২০১৬) পদবি কি?

  • ক. কমান্ডার অব এয়ার
  • খ. চিফ অব এয়ার স্টাফ
  • গ. কমান্ডার ইন চিফ
  • ঘ. ওপরের কোনটিই নয়

উত্তরঃ চিফ অব এয়ার স্টাফ

বিস্তারিত

319. সমুদ্র পরিবহন অধিদপ্তর (Department of Shipping)-এর বর্তমান নাম কি?

  • ক. সামুদ্রিক পরিবহন অধিদপ্তর
  • খ. নৌ পরিবহন অধিদপ্তর
  • গ. নদী পরিবহন অধিদপ্তর
  • ঘ. উপকূলবর্তী পরিবহন অধিদপ্তর

উত্তরঃ নৌ পরিবহন অধিদপ্তর

বিস্তারিত

321. নৌ বাণিজ্য অধিদপ্তর এর বর্তমান (২০১৬) নাম কি?

  • ক. সামুদ্রিক বাণিজ্য দপ্তর
  • খ. নৌ পরিবহন অধিদপ্তর
  • গ. নৌ বাণিজ্য দপ্তর
  • ঘ. সমুদ্র বাণিজ্য দপ্তর

উত্তরঃ নৌ বাণিজ্য দপ্তর

বিস্তারিত

322. নৌ বাণিজ্য অধিদপ্তর এর ইংরেজি নাম কি?

  • ক. Mercantile of Shipping
  • খ. Department of Mercantile
  • গ. Office of Mercantile
  • ঘ. Mercantile Marine Office

উত্তরঃ Mercantile Marine Office

বিস্তারিত

324. প্রাথমিক শিক্ষা কোন শ্রেণি পর্যন্ত?

  • ক. প্রথম - অষ্টম শ্রেণি
  • খ. প্রথম - সপ্তম শ্রেণি
  • গ. প্রথম - ষষ্ঠ শ্রেণি
  • ঘ. প্রথম - পঞ্চম শ্রেণি

উত্তরঃ প্রথম - অষ্টম শ্রেণি

বিস্তারিত

325. ৯ মে ২০১৬ NICAR-এর ১১২তম বৈঠকে কোন উপজেলার অনুমোদন দেয়া হয়?

  • ক. কর্ণফুলী (চট্টগ্রাম)
  • খ. তালতলী (বরগুনা)
  • গ. ওসমানীনগর (সিলেট)
  • ঘ. গুইমারা (খাগড়াছড়ি)

উত্তরঃ কর্ণফুলী (চট্টগ্রাম)

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects