বাংলাদেশ বিষয়াবলী
451. ৯ জানুয়ারি ২০১৭ নিকার-এর ১১৩তম বৈঠকে কোন উপজেলার অনুমোদন দেয়া হয়?
- ক. কর্ণফুলী (চট্টগ্রাম)
- খ. তালতলী (বরগুনা)
- গ. ওসমানীনগর (সিলেট)
- ঘ. লালমাই (কুমিল্লা)
উত্তরঃ লালমাই (কুমিল্লা)
452. দেশের ৪৯১তম উপজেলার নাম কি?
- ক. কর্ণফুলী (চট্টগ্রাম)
- খ. লালমাই (কুমিল্লা)
- গ. ওসমানীনগর (সিলেট)
- ঘ. গুইমারা (খাগড়াছড়ি)
উত্তরঃ লালমাই (কুমিল্লা)
- ক. ১৪৫.০৩ বর্গকিমি
- খ. ১৪৮.৭৫ বর্গকিমি
- গ. ১৫১.৫০ বর্গকিমি
- ঘ. ১৪৭.০৩ বর্গকিমি
উত্তরঃ ১৪৭.০৩ বর্গকিমি
455. ৯ জানুয়ারি ২০১৭ নিকার-এর ১১৩তম বৈঠকে কোন পৌরসভার অনুমোদন দেয়া হয়?
- ক. আলফাডাঙ্গা (ফরিদপুর)
- খ. ভাণ্ডারিয়া (পিরোজপুর)
- গ. দোহাজারি (চট্টগ্রাম)
- ঘ. লালমাই (কুমিল্লা)
উত্তরঃ দোহাজারি (চট্টগ্রাম)
456. দেশের ৩২৭তম পৌরসভার নাম কি?
- ক. কর্ণফুলী (চট্টগ্রাম)
- খ. তালতলী (বরগুনা)
- গ. দোহাজারি (চট্টগ্রাম)
- ঘ. গুইমারা (খাগড়াছড়ি)
উত্তরঃ দোহাজারি (চট্টগ্রাম)
457. পর্তুগালের "গণতন্ত্রের জনক" কে?
- ক. মারিও সোয়ারেস
- খ. মার্সেলো সিলভা
- গ. মার্সোলো রেবেলো ডিসোসা
- ঘ. অ্যান্তোনিও ডি অলিভেইরা
উত্তরঃ মারিও সোয়ারেস
458. চাঁদের বুকে অবতরণকারী সর্বশেষ নভোচারীর নাম কি?
- ক. জিন কারম্যান
- খ. ইউজিন সারনেন
- গ. এডগার মিচেল
- ঘ. নীল আর্মস্ট্রং
উত্তরঃ ইউজিন সারনেন
459. আন্তর্জাতিক চিনি সংস্থা (ISO)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. লন্ডন, যুক্তরাজ্য
- খ. টোকিও, জাপান
- গ. সাও পাওলো, ব্রাজিল
- ঘ. দিল্লী, ভারত
উত্তরঃ লন্ডন, যুক্তরাজ্য
460. জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF)-এর সদর দপ্তর কোথায়?
- ক. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
- খ. ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
- গ. রোম, ইতালি
- ঘ. কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
461. যুক্তরাষ্ট্র কবে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (TTP) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়?
- ক. ২০ জানুয়ারি ২০১৭
- খ. ২২ জানুয়ারি ২০১৭
- গ. ২৬ জানুয়ারি ২০১৭
- ঘ. ২৩ জানুয়ারি ২০১৭
উত্তরঃ ২৩ জানুয়ারি ২০১৭
462. ১ জানুয়ারি ২০১৭ আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ (ISA)-এর মহাসচিব হিসেব দায়িত্ব গ্রহণ করেন কে?
- ক. মাইকেল ডব্লিউ লজ (যুক্তরাজ্য)
- খ. জোয়াহের চরফি (মরক্কো)
- গ. জোসেফিন ফীহিলি (আয়ারল্যান্ড)
- ঘ. মার্টিন জে ডান (নিউজিল্যান্ড)
উত্তরঃ মাইকেল ডব্লিউ লজ (যুক্তরাজ্য)
463. ১ জানুয়ারি ২০১৭ G-7এর চেয়ারম্যান হিসেব দায়িত্ব গ্রহণ করেন কে?
- ক. ডোনাল্ড ট্রাম্প (যুক্তরাষ্ট্র)
- খ. অ্যাঞ্জেলা মার্কেল (জার্মানি)
- গ. শিনজো অ্যাবে (জাপান)
- ঘ. পাওলো জোন্তিলোনি (ইতালি)
উত্তরঃ পাওলো জোন্তিলোনি (ইতালি)
464. WTO'র ১১তম মন্ত্রী পর্যায়ের বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
- ক. ১০-১৩ ডিসেম্বর ২০১৭
- খ. ১৬-১৯ ডিসেম্বর ২০১৭
- গ. ১২-১৫ ডিসেম্বর ২০১৭
- ঘ. ১১-১৪ ডিসেম্বর ২০১৭
উত্তরঃ ১০-১৩ ডিসেম্বর ২০১৭
465. WTO'র ১১তম মন্ত্রী পর্যায়ের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. বুয়েন্স আয়ার্স (আর্জেন্টিনা)
- খ. সান্তিয়াগো, (চিলি)
- গ. বেইজিং, চীন
- ঘ. লিমা, পেরু
উত্তরঃ বুয়েন্স আয়ার্স (আর্জেন্টিনা)
466. স্বর্ণদ্বীপ কোথায় অবস্থিত?
- ক. সন্দীপ, চট্টগ্রাম
- খ. হাতিয়া, নোয়াখালী
- গ. ময়নামতি, কুমিল্লা
- ঘ. ফুলগাজি, ফেনী
উত্তরঃ হাতিয়া, নোয়াখালী
467. স্বর্ণদ্বীপের পূর্ব নাম কি?
- ক. দুবলার চর
- খ. ময়নামতির চর
- গ. জাহাইজ্জার চর
- ঘ. চর জব্বার
উত্তরঃ জাহাইজ্জার চর
468. ইভিনিং প্রিমরোজ নামের সূর্যমূখী ফুলের নতুন জাতের উদ্ভাবক বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়?
- ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
- খ. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
- গ. ইসলামী বিশ্ববিদ্যালয়
- ঘ. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
উত্তরঃ ইসলামী বিশ্ববিদ্যালয়
469. দেশের প্রথম নারী তথ্য কর্মকর্তা কে?
- ক. এলিজা শারমিন
- খ. ফারজানা ইসলাম
- গ. কামরুন নাহার
- ঘ. বেগম কবিতা খানম
উত্তরঃ কামরুন নাহার
470. বর্তমান (অক্টোবর ২০১৭) অর্থ সচিব কে?
- ক. সুরাইয়া বেগম
- খ. সুরাইয়া বেগম
- গ. মোহাম্মদ মুসলিম চৌধুরী
- ঘ. শহীদুল হক
উত্তরঃ মোহাম্মদ মুসলিম চৌধুরী
471. বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থ দিয়ে সরকার কি নামে তহবিল গঠন করবে?
- ক. বাংলাদেশ রিজার্ভ ব্যাংক তহবিল
- খ. বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল
- গ. বাংলাদেশ বৈদেশিক সম্পদ তহবিল
- ঘ. বাংলাদেশ রিজার্ভ সম্পদ তহবিল
উত্তরঃ বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল
- ক. সৈয়দ সাইফুল কবির মঞ্জু
- খ. শ্যামল চৌধুরী
- গ. নিতুন কুণ্ডু
- ঘ. হামিদুজ্জামান খান
উত্তরঃ সৈয়দ সাইফুল কবির মঞ্জু
473. দেশের ২৭তম গ্যাসক্ষেত্র কোনটি?
- ক. মোবারকপুর গ্যাসক্ষেত্র
- খ. সুনেত্র গ্যাসক্ষেত্র
- গ. সিংগাইর গ্যাসক্ষেত্র
- ঘ. পাথরিয়া গ্যাসক্ষেত্র
উত্তরঃ মোবারকপুর গ্যাসক্ষেত্র
474. মোবারকপুর গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
- ক. সাপাহার, নওগাঁ
- খ. গুরুদাসপুর, নাটোর
- গ. কাহালু, বগুড়া
- ঘ. সুজানগর, পাবনা
উত্তরঃ সুজানগর, পাবনা
475. ২৪ জানুয়ারি ২০১৭ দেশের তৃতীয় বেসামরিক অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হয় কোনটিকে?
- ক. নাফ ট্যুরিজম পার্ক অর্থনৈতিক অঞ্চল
- খ. মেঘনা অর্থনৈতিক অঞ্চল
- গ. আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চল
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ নাফ ট্যুরিজম পার্ক অর্থনৈতিক অঞ্চল