বাংলাদেশ বিষয়াবলী

451. ৯ জানুয়ারি ২০১৭ নিকার-এর ১১৩তম বৈঠকে কোন উপজেলার অনুমোদন দেয়া হয়?

  • ক. কর্ণফুলী (চট্টগ্রাম)
  • খ. তালতলী (বরগুনা)
  • গ. ওসমানীনগর (সিলেট)
  • ঘ. লালমাই (কুমিল্লা)

উত্তরঃ লালমাই (কুমিল্লা)

বিস্তারিত

452. দেশের ৪৯১তম উপজেলার নাম কি?

  • ক. কর্ণফুলী (চট্টগ্রাম)
  • খ. লালমাই (কুমিল্লা)
  • গ. ওসমানীনগর (সিলেট)
  • ঘ. গুইমারা (খাগড়াছড়ি)

উত্তরঃ লালমাই (কুমিল্লা)

বিস্তারিত

453. লালমাই উপজেলার আয়তন কত?

  • ক. ১৪৫.০৩ বর্গকিমি
  • খ. ১৪৮.৭৫ বর্গকিমি
  • গ. ১৫১.৫০ বর্গকিমি
  • ঘ. ১৪৭.০৩ বর্গকিমি

উত্তরঃ ১৪৭.০৩ বর্গকিমি

বিস্তারিত

454. বর্তমানে কুমিল্লা জেলায় উপজেলার সংখ্যা কত?

  • ক. ১২টি
  • খ. ১৪টি
  • গ. ১৬টি
  • ঘ. ১৭টি

উত্তরঃ ১৭টি

বিস্তারিত

455. ৯ জানুয়ারি ২০১৭ নিকার-এর ১১৩তম বৈঠকে কোন পৌরসভার অনুমোদন দেয়া হয়?

  • ক. আলফাডাঙ্গা (ফরিদপুর)
  • খ. ভাণ্ডারিয়া (পিরোজপুর)
  • গ. দোহাজারি (চট্টগ্রাম)
  • ঘ. লালমাই (কুমিল্লা)

উত্তরঃ দোহাজারি (চট্টগ্রাম)

বিস্তারিত

456. দেশের ৩২৭তম পৌরসভার নাম কি?

  • ক. কর্ণফুলী (চট্টগ্রাম)
  • খ. তালতলী (বরগুনা)
  • গ. দোহাজারি (চট্টগ্রাম)
  • ঘ. গুইমারা (খাগড়াছড়ি)

উত্তরঃ দোহাজারি (চট্টগ্রাম)

বিস্তারিত

457. পর্তুগালের "গণতন্ত্রের জনক" কে?

  • ক. মারিও সোয়ারেস
  • খ. মার্সেলো সিলভা
  • গ. মার্সোলো রেবেলো ডিসোসা
  • ঘ. অ্যান্তোনিও ডি অলিভেইরা

উত্তরঃ মারিও সোয়ারেস

বিস্তারিত

458. চাঁদের বুকে অবতরণকারী সর্বশেষ নভোচারীর নাম কি?

  • ক. জিন কারম্যান
  • খ. ইউজিন সারনেন
  • গ. এডগার মিচেল
  • ঘ. নীল আর্মস্ট্রং

উত্তরঃ ইউজিন সারনেন

বিস্তারিত

459. আন্তর্জাতিক চিনি সংস্থা (ISO)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. লন্ডন, যুক্তরাজ্য
  • খ. টোকিও, জাপান
  • গ. সাও পাওলো, ব্রাজিল
  • ঘ. দিল্লী, ভারত

উত্তরঃ লন্ডন, যুক্তরাজ্য

বিস্তারিত

460. জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF)-এর সদর দপ্তর কোথায়?

  • ক. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  • খ. ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
  • গ. রোম, ইতালি
  • ঘ. কেপটাউন, দক্ষিণ আফ্রিকা

উত্তরঃ ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া

বিস্তারিত

461. যুক্তরাষ্ট্র কবে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (TTP) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়?

  • ক. ২০ জানুয়ারি ২০১৭
  • খ. ২২ জানুয়ারি ২০১৭
  • গ. ২৬ জানুয়ারি ২০১৭
  • ঘ. ২৩ জানুয়ারি ২০১৭

উত্তরঃ ২৩ জানুয়ারি ২০১৭

বিস্তারিত

462. ১ জানুয়ারি ২০১৭ আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ (ISA)-এর মহাসচিব হিসেব দায়িত্ব গ্রহণ করেন কে?

  • ক. মাইকেল ডব্লিউ লজ (যুক্তরাজ্য)
  • খ. জোয়াহের চরফি (মরক্কো)
  • গ. জোসেফিন ফীহিলি (আয়ারল্যান্ড)
  • ঘ. মার্টিন জে ডান (নিউজিল্যান্ড)

উত্তরঃ মাইকেল ডব্লিউ লজ (যুক্তরাজ্য)

বিস্তারিত

463. ১ জানুয়ারি ২০১৭ G-7এর চেয়ারম্যান হিসেব দায়িত্ব গ্রহণ করেন কে?

  • ক. ডোনাল্ড ট্রাম্প (যুক্তরাষ্ট্র)
  • খ. অ্যাঞ্জেলা মার্কেল (জার্মানি)
  • গ. শিনজো অ্যাবে (জাপান)
  • ঘ. পাওলো জোন্তিলোনি (ইতালি)

উত্তরঃ পাওলো জোন্তিলোনি (ইতালি)

বিস্তারিত

464. WTO'র ১১তম মন্ত্রী পর্যায়ের বৈঠক কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ১০-১৩ ডিসেম্বর ২০১৭
  • খ. ১৬-১৯ ডিসেম্বর ২০১৭
  • গ. ১২-১৫ ডিসেম্বর ২০১৭
  • ঘ. ১১-১৪ ডিসেম্বর ২০১৭

উত্তরঃ ১০-১৩ ডিসেম্বর ২০১৭

বিস্তারিত

465. WTO'র ১১তম মন্ত্রী পর্যায়ের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. বুয়েন্স আয়ার্স (আর্জেন্টিনা)
  • খ. সান্তিয়াগো, (চিলি)
  • গ. বেইজিং, চীন
  • ঘ. লিমা, পেরু

উত্তরঃ বুয়েন্স আয়ার্স (আর্জেন্টিনা)

বিস্তারিত

466. স্বর্ণদ্বীপ কোথায় অবস্থিত?

  • ক. সন্দীপ, চট্টগ্রাম
  • খ. হাতিয়া, নোয়াখালী
  • গ. ময়নামতি, কুমিল্লা
  • ঘ. ফুলগাজি, ফেনী

উত্তরঃ হাতিয়া, নোয়াখালী

বিস্তারিত

467. স্বর্ণদ্বীপের পূর্ব নাম কি?

  • ক. দুবলার চর
  • খ. ময়নামতির চর
  • গ. জাহাইজ্জার চর
  • ঘ. চর জব্বার

উত্তরঃ জাহাইজ্জার চর

বিস্তারিত

468. ইভিনিং প্রিমরোজ নামের সূর্যমূখী ফুলের নতুন জাতের উদ্ভাবক বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়?

  • ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
  • খ. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • গ. ইসলামী বিশ্ববিদ্যালয়
  • ঘ. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

উত্তরঃ ইসলামী বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

469. দেশের প্রথম নারী তথ্য কর্মকর্তা কে?

  • ক. এলিজা শারমিন
  • খ. ফারজানা ইসলাম
  • গ. কামরুন নাহার
  • ঘ. বেগম কবিতা খানম

উত্তরঃ কামরুন নাহার

বিস্তারিত

470. বর্তমান (অক্টোবর ২০১৭) অর্থ সচিব কে?

  • ক. সুরাইয়া বেগম
  • খ. সুরাইয়া বেগম
  • গ. মোহাম্মদ মুসলিম চৌধুরী
  • ঘ. শহীদুল হক

উত্তরঃ মোহাম্মদ মুসলিম চৌধুরী

বিস্তারিত

471. বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থ দিয়ে সরকার কি নামে তহবিল গঠন করবে?

  • ক. বাংলাদেশ রিজার্ভ ব্যাংক তহবিল
  • খ. বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল
  • গ. বাংলাদেশ বৈদেশিক সম্পদ তহবিল
  • ঘ. বাংলাদেশ রিজার্ভ সম্পদ তহবিল

উত্তরঃ বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল

বিস্তারিত

472. টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে নির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘বিজয় একাত্তর’ এর ভাস্কর কে?

  • ক. সৈয়দ সাইফুল কবির মঞ্জু
  • খ. শ্যামল চৌধুরী
  • গ. নিতুন কুণ্ডু
  • ঘ. হামিদুজ্জামান খান

উত্তরঃ সৈয়দ সাইফুল কবির মঞ্জু

বিস্তারিত

473. দেশের ২৭তম গ্যাসক্ষেত্র কোনটি?

  • ক. মোবারকপুর গ্যাসক্ষেত্র
  • খ. সুনেত্র গ্যাসক্ষেত্র
  • গ. সিংগাইর গ্যাসক্ষেত্র
  • ঘ. পাথরিয়া গ্যাসক্ষেত্র

উত্তরঃ মোবারকপুর গ্যাসক্ষেত্র

বিস্তারিত

474. মোবারকপুর গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?

  • ক. সাপাহার, নওগাঁ
  • খ. গুরুদাসপুর, নাটোর
  • গ. কাহালু, বগুড়া
  • ঘ. সুজানগর, পাবনা

উত্তরঃ সুজানগর, পাবনা

বিস্তারিত

475. ২৪ জানুয়ারি ২০১৭ দেশের তৃতীয় বেসামরিক অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হয় কোনটিকে?

  • ক. নাফ ট্যুরিজম পার্ক অর্থনৈতিক অঞ্চল
  • খ. মেঘনা অর্থনৈতিক অঞ্চল
  • গ. আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চল
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ নাফ ট্যুরিজম পার্ক অর্থনৈতিক অঞ্চল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects