বাংলাদেশ বিষয়াবলী

526. বাংলাদেশ উন্নয়ন গবেষণা বিল ২০১৭ জাতীয় সংসদে পাশ হয় কবে?

  • ক. ১০ মার্চ ২০১৭
  • খ. ৮ মার্চ ২০১৭
  • গ. ৪ মার্চ ২০১৭
  • ঘ. ১ মার্চ ২০১৭

উত্তরঃ ১ মার্চ ২০১৭

বিস্তারিত

527. বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিল ২০১৭ জাতীয় সংসদে পাশ হয় কবে?

  • ক. ১০ মার্চ ২০১৭
  • খ. ৮ মার্চ ২০১৭
  • গ. ৪ মার্চ ২০১৭
  • ঘ. ৭ মার্চ ২০১৭

উত্তরঃ ৭ মার্চ ২০১৭

বিস্তারিত

528. বাংলাদেশ শিপিং করপোরেশন বিল ২০১৭ জাতীয় সংসদে পাশ হয় কবে?

  • ক. ১০ মার্চ ২০১৭
  • খ. ৮ মার্চ ২০১৭
  • গ. ৪ মার্চ ২০১৭
  • ঘ. ১ মার্চ ২০১৭

উত্তরঃ ৮ মার্চ ২০১৭

বিস্তারিত

529. জাতীয় সংসদে কবে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে গৃহীত হয়?

  • ক. ১১ মার্চ ২০১৭
  • খ. ৮ মার্চ ২০১৭
  • গ. ৪ মার্চ ২০১৭
  • ঘ. ৭ মার্চ ২০১৭

উত্তরঃ ১১ মার্চ ২০১৭

বিস্তারিত

530. 'কারাগারের রোজনামচা' আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়?

  • ক. ১০ মার্চ ২০১৭
  • খ. ৮ মার্চ ২০১৭
  • গ. ৪ মার্চ ২০১৭
  • ঘ. ১৭ মার্চ ২০১৭

উত্তরঃ ১৭ মার্চ ২০১৭

বিস্তারিত

531. 'কারাগারের রোজনামচা' গ্রন্থটিতে বঙ্গবন্ধুর কোন সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে?

  • ক. ১৯৬৯-১৯৭১ সাল
  • খ. ১৯৬৬-১৯৬৮ সাল
  • গ. ১৯৬৫-১৯৬৭ সাল
  • ঘ. ১৯৫০-১৯৫২ সাল

উত্তরঃ ১৯৬৬-১৯৬৮ সাল

বিস্তারিত

532. বিশ্বের ধনীর তালিকায় প্রথম বাংলদেশি কে?

  • ক. ড. মুহাম্মদ ইউনূস
  • খ. ড. ফজলে হোসেন আবেদ
  • গ. সালমান এফ রহমান
  • ঘ. মূসা বিন শমসের

উত্তরঃ সালমান এফ রহমান

বিস্তারিত

533. বেসরকারি অর্থনৈতিক অঞ্চল 'আমান অর্থনৈতিক অঞ্চল' কোথায় অবস্থিত?

  • ক. মধুপুর, টাঙ্গাইল
  • খ. সীতাকুণ্ড, চট্টগ্রাম
  • গ. সোনারগাঁও, নারায়ণগঞ্জ
  • ঘ. গজারিয়া, মুন্সিগঞ্জ

উত্তরঃ সোনারগাঁও, নারায়ণগঞ্জ

বিস্তারিত

534. মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র 'ভুবন মাঝি'-এর পরিচালক কে?

  • ক. মোরসেদুল ইসলাম
  • খ. অমিতাভ রেজা
  • গ. মোস্তফা সারয়ার ফারুকী
  • ঘ. ফখরুল আরেফীন খান

উত্তরঃ ফখরুল আরেফীন খান

বিস্তারিত

536. শেখ হাসিনা পানি শোধনাগার কোথায় অবস্থিত?

  • ক. সীতাকুণ্ড, চট্টগ্রাম
  • খ. হাটহাজারী, চট্টগ্রাম
  • গ. রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
  • ঘ. পাহাড়তলী, চট্টগ্রাম

উত্তরঃ রাঙ্গুনিয়া, চট্টগ্রাম

বিস্তারিত

537. নীলফামারীতে অবস্থিত 'নীলসাগর' এর পূর্ব নাম কি?

  • ক. রাম সাগর
  • খ. বিন্নাদীঘি
  • গ. আলতাদীঘি
  • ঘ. দিবর দীঘি

উত্তরঃ বিন্নাদীঘি

বিস্তারিত

538. দেশের প্রথম কাঁকড়া হ্যাচারি কোথায় অবস্থিত?

  • ক. কয়রা, খুলনা
  • খ. শ্যামনগর, সাতক্ষীরা
  • গ. গলাচিপা, পটুয়াখালী
  • ঘ. নলছিটি, ঝালকাঠি

উত্তরঃ শ্যামনগর, সাতক্ষীরা

বিস্তারিত

539. ১৪ এপ্রিল ২০১৭ কোন বিশ্ববিদ্যালয় দাপ্তরিক কাজে ইংরেজির পাশাপাশি বাংলা সন ও তারিখ ব্যবহার বাধ্যতামূলক করে?

  • ক. জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

540. রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?

  • ক. অধ্যাপক ডা. কামরুল হাসান খান
  • খ. অধ্যাপক ডা. আনোয়ার হোসেন
  • গ. অধ্যাপক ডা. ইসমাইল খান
  • ঘ. অধ্যাপক ডা. মাসুম হাবিব

উত্তরঃ অধ্যাপক ডা. মাসুম হাবিব

বিস্তারিত

541. চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?

  • ক. অধ্যাপক ডা. কামরুল হাসান খান
  • খ. অধ্যাপক ডা. আনোয়ার হোসেন
  • গ. অধ্যাপক ডা. ইসমাইল খান
  • ঘ. অধ্যাপক ডা. মাসুম হাবিব

উত্তরঃ অধ্যাপক ডা. ইসমাইল খান

বিস্তারিত

542. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি)-এর প্রথম এমেরিটাস অধ্যাপক কে?

  • ক. ড.শহীদ উল্লাহ তালুকদার
  • খ. ড. সাখাওয়াত হোসেন
  • গ. ড. এ এস মাহফুজুল বারী
  • ঘ. ড. এম এ সাত্তার মণ্ডল

উত্তরঃ ড. এম এ সাত্তার মণ্ডল

বিস্তারিত

543. ফরাসি ভাষায় 'অসমাপ্ত আত্মজীবনী' প্রকাশিত হয় কবে?

  • ক. ২০ মার্চ ২০১৭
  • খ. ২৬ মার্চ ২০১৭
  • গ. ৩১ মার্চ ২০১৭
  • ঘ. ২৫ মার্চ ২০১৭

উত্তরঃ ২৬ মার্চ ২০১৭

বিস্তারিত

544. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' ফরাসি ভাষায় অনুবাদ করেন কে?

  • ক. চাই শি
  • খ. অধ্যাপক ড. ফখরুল আলম
  • গ. কাজুহিরো ওয়াতানাবে
  • ঘ. প্রফেসর ফ্রান্স ভট্রাচারিয়া

উত্তরঃ প্রফেসর ফ্রান্স ভট্রাচারিয়া

বিস্তারিত

545. হিন্দি ভাষায় 'অসমাপ্ত আত্মজীবনী' প্রকাশিত হয় কবে?

  • ক. ৪ এপ্রিল ২০১৭
  • খ. ৬ এপ্রিল ২০১৭
  • গ. ৮ এপ্রিল ২০১৭
  • ঘ. ১০ এপ্রিল ২০১৭

উত্তরঃ ৮ এপ্রিল ২০১৭

বিস্তারিত

546. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' হিন্দি ভাষায় অনুবাদ করেন কে?

  • ক. বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়
  • খ. ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়
  • গ. ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
  • ঘ. বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়

উত্তরঃ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

বিস্তারিত

547. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' আরবি ভাষায় অনুবাদ করে কে?

  • ক. মিশর পররাষ্ট্র মন্ত্রণালয়
  • খ. সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়
  • গ. ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়
  • ঘ. বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়

উত্তরঃ ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়

বিস্তারিত

548. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' কোন কোন ভাষায় অনুবাদ হয়েছে?

  • ক. ফরাসি ও হিন্দি
  • খ. ইংরেজি ও জাপানি
  • গ. চীনা ও আরবি
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ উপরের সবগুলো

বিস্তারিত

549. বে অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপিত হবে?

  • ক. চট্টগ্রাম
  • খ. ঢাকা
  • গ. গাজীপুর
  • ঘ. সিলেট

উত্তরঃ গাজীপুর

বিস্তারিত

550. দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করা হয় কোনটিকে?

  • ক. মনপুরা
  • খ. কুতুবদিয়া
  • গ. সেন্টমার্টিন
  • ঘ. মহেশখালী

উত্তরঃ মহেশখালী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects