বাংলাদেশ বিষয়াবলী

576. ভৌগলিক নির্দেশক পণ্য হিসেবে জামদানির নিবন্ধন পায় কোন সংস্থা?

  • ক. ন্যাশনাল প্রডাকটিভিটি অ্যান্ড অর্গানাইজেশন (NPD)
  • খ. পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক (DPTD)
  • গ. বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (BITAC)
  • ঘ. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (BSCIC)

উত্তরঃ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (BSCIC)

বিস্তারিত

577. ভৌগলিক নির্দেশক পণ্য হিসেবে ইলিশের নিবন্ধন পায় কোন সংস্থা?

  • ক. বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (BFRI)
  • খ. মৎস্য অধিদপ্তর (DOF)
  • গ. বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI)
  • ঘ. বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন (BFDC)

উত্তরঃ মৎস্য অধিদপ্তর (DOF)

বিস্তারিত

578. ১ জুন ২০১৭ বাংলাদেশের কোন কূটনীতিক প্রথম সিনিয়র সচিবের মর্যাদা লাভ করে?

  • ক. মাহমুদা হক চৌধুরী
  • খ. জাকিয়া আকতার
  • গ. তাহমিনা হক ডলি
  • ঘ. ইসমাত জাহান

উত্তরঃ ইসমাত জাহান

বিস্তারিত

579. WIPO বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্য নিবন্ধন দেয়ার এখতিয়ার দেয় কোন সংস্থাকে?

  • ক. ন্যাশনাল প্রডাকটিভিটি অ্যান্ড অর্গানাইজেশন (NPD)
  • খ. পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক (DPTD)
  • গ. বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (BITAC)
  • ঘ. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (BIM)

উত্তরঃ পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক (DPTD)

বিস্তারিত

580. বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী আব্দুল জাব্বার কবে মৃত্যু বরণ করেন?

  • ক. ২৫ আগস্ট ২০১৭
  • খ. ২৮ আগস্ট ২০১৭
  • গ. ৩০ আগস্ট ২০১৭
  • ঘ. ৩ সেপ্টেম্বর ২০১৭

উত্তরঃ ৩০ আগস্ট ২০১৭

বিস্তারিত

581. প্রখ্যাত প্রকৃতিপ্রেমী দ্বিজেন শর্মা কবে মৃত্যু বরণ করেন?

  • ক. ১০ সেপ্টেম্বর ২০১৭
  • খ. ১৩ সেপ্টেম্বর ২০১৭
  • গ. ১৫ সেপ্টেম্বর ২০১৭
  • ঘ. ১৯ সেপ্টেম্বর ২০১৭

উত্তরঃ ১৫ সেপ্টেম্বর ২০১৭

বিস্তারিত

582. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (Bank and Financial Institutions Division)-এর বর্তমান নাম কি?

  • ক. ব্যাংক ও বীমা বিভাগ
  • খ. আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
  • গ. ব্যাংক ও বীমা অধিদপ্তর
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ

বিস্তারিত

583. বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয় কবে?

  • ক. ৭ জুন ২০১৭
  • খ. ৩ জুন ২০১৭
  • গ. ৫ জুন ২০১৭
  • ঘ. ৪ জুন ২০১৭

উত্তরঃ ৪ জুন ২০১৭

বিস্তারিত

584. মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে নির্মিত স্মৃতি ভাস্কর্য 'দুর্বার বাংলা' কোথায় অবস্থিত?

  • ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • খ. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • গ. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়

উত্তরঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

585. জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে?

  • ক. ২৫ জুন
  • খ. ২৪ অক্টোবর
  • গ. ২০ অক্টোবর
  • ঘ. ২২ অক্টোবর

উত্তরঃ ২২ অক্টোবর

বিস্তারিত

586. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে কবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নামকরণ করা হয়?

  • ক. ৩০ এপ্রিল ২০১৭
  • খ. ২৫ এপ্রিল ২০১৭
  • গ. ২২ এপ্রিল ২০১৭
  • ঘ. ২০ এপ্রিল ২০১৭

উত্তরঃ ২৫ এপ্রিল ২০১৭

বিস্তারিত

587. Melbourne Cricket Club (MCC) কমিটিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্থান পান কে?

  • ক. মিনহাজুল আবেদিন
  • খ. সাকিব আল হাসান
  • গ. মাশরাফি বিন মর্তুজা
  • ঘ. আমিনুল ইসলাম

উত্তরঃ সাকিব আল হাসান

বিস্তারিত

588. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে 'আহমেদ শরীফ অধ্যাপক চেয়ার' পদে প্রথম নিয়োগ পান কে?

  • ক. অধ্যাপক ড. আনিসুজ্জামান
  • খ. ড. সন্জীদা খাতুন
  • গ. অধ্যাপক শামসুজ্জামান খান
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ ড. সন্জীদা খাতুন

বিস্তারিত

589. জাপানের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠিত হবে কোথায়?

  • ক. রুপপুর, নারায়ণগঞ্জ
  • খ. আড়াইহাজার, নারায়ণগঞ্জ
  • গ. লালমাই, কুমিল্লা
  • ঘ. সীতাকুণ্ড, চট্টগ্রাম

উত্তরঃ আড়াইহাজার, নারায়ণগঞ্জ

বিস্তারিত

590. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT)-এর বর্তমান (অক্টোবর ২০১৭) চেয়ারম্যান কে?

  • ক. বিচারপতি আমির হোসেন
  • খ. বিচারপতি মো. শাহিনুর ইসলাম
  • গ. বিচারপতি মো. সোহরাওয়ার্দী
  • ঘ. বিচারপতি আনোয়ারুল হক

উত্তরঃ বিচারপতি মো. শাহিনুর ইসলাম

বিস্তারিত

591. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?

  • ক. অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ
  • খ. অধ্যাপক ডা. আনোয়ার হোসেন
  • গ. অধ্যাপক ডা. ইসমাইল খান
  • ঘ. অধ্যাপক ডা. মাসুম হাবিব

উত্তরঃ অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ

বিস্তারিত

592. মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ জাতীয় সংসদে পাস হয় কবে?

  • ক. ২৫ নভেম্বর ২০১২
  • খ. ২৭ নভেম্বর ২০১২
  • গ. ২২ নভেম্বর ২০১২
  • ঘ. ৩০ নভেম্বর ২০১২

উত্তরঃ ২৭ নভেম্বর ২০১২

বিস্তারিত

593. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

  • ক. দক্ষিণডিহি, খুলনা
  • খ. পতিসর, নওগাঁ
  • গ. শিলাইদহ, কুষ্টিয়া
  • ঘ. শাহাজাদপুর, সিরাজগঞ্জ

উত্তরঃ শাহাজাদপুর, সিরাজগঞ্জ

বিস্তারিত

595. মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ কার্যকর হবে কবে?

  • ক. ২৫ জুন ২০১৭
  • খ. ১ জুলাই ২০১৭
  • গ. ৩১ মে ২০১৭
  • ঘ. ৩০ এপ্রিল ২০১৭

উত্তরঃ ১ জুলাই ২০১৭

বিস্তারিত

596. অনলাইনে ইস্যুকৃত৯ ডিজিটের নিবন্ধন নম্বর বা ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা (BIN) কর্যকর হবে কবে থেকে?

  • ক. ২৫ জুন ২০১৭
  • খ. ১ জুলাই ২০১৭
  • গ. ৩১ মে ২০১৭
  • ঘ. ৩০ এপ্রিল ২০১৭

উত্তরঃ ১ জুলাই ২০১৭

বিস্তারিত

597. ২০১৭-২০১৮ সালের জাতীয় বাজেট কততম?

  • ক. ৪৫তম
  • খ. ৪৬তম
  • গ. ৪৪তম
  • ঘ. ৪৭তম

উত্তরঃ ৪৭তম

বিস্তারিত

599. ২০১৭-২০১৮ সালের জাতীয় বাজেটের মোট পরিমাণ কত?

  • ক. ৪,০০,২৯৯ কোটি টাকা
  • খ. ৪,০০,২৮৮ কোটি টাকা
  • গ. ৪,০০,২৭৭ কোটি টাকা
  • ঘ. ৪,০০,২৬৬ কোটি টাকা

উত্তরঃ ৪,০০,২৬৬ কোটি টাকা

বিস্তারিত

600. ২০১৭-২০১৮ সালের জাতীয় বাজেটে সাধারণ করমুক্ত আয়সীমা কত?

  • ক. ২ লাখ ৮০ হাজার টাকা
  • খ. ২ লাখ ৭০ হাজার টাকা
  • গ. ২ লাখ ৬০ হাজার টাকা
  • ঘ. ২ লাখ ৫০ হাজার টাকা

উত্তরঃ ২ লাখ ৫০ হাজার টাকা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects