বাংলাদেশ বিষয়াবলী

651. দেশব্যাপী চলমান ফিন্যান্সিয়াল লিটারেসি কর্মসূচীর শুভেচ্ছা দূত কে?

  • ক. মাশরাফি বিন মর্তুজা
  • খ. মুশফিকুর রহিম
  • গ. সাকিব আল হাসান
  • ঘ. তামিম ইকবাল

উত্তরঃ সাকিব আল হাসান

বিস্তারিত

652. জাতীয় সংসদে 'স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল বিল ২০১৭' পাস হয় কবে?

  • ক. ২৫ মে ২০১৭
  • খ. ১০ জুলাই ২০১৭
  • গ. ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ঘ. ১৪ সেপ্টেম্বর ২০১৭

উত্তরঃ ১৪ সেপ্টেম্বর ২০১৭

বিস্তারিত

653. ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (FRC) প্রতিষ্ঠা হয় কবে?

  • ক. ১৫ জুলাই, ২০১৭
  • খ. ৬ জুলাই, ২০১৭
  • গ. ১০ মে, ২০১৭
  • ঘ. ১৯ এপ্রিল, ২০১৭

উত্তরঃ ১৯ এপ্রিল, ২০১৭

বিস্তারিত

654. মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?

  • ক. ৭.৫৫ কিলো মিটার
  • খ. ৮.২৫ কিলো মিটার
  • গ. ৮.৫০ কিলো মিটার
  • ঘ. ৭.৭৫ কিলো মিটার

উত্তরঃ ৮.২৫ কিলো মিটার

বিস্তারিত

655. দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পূর্ণাঙ্গ পুলিশ ফোর্স আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কবে?

  • ক. ১০ সেপ্টেম্বর ২০১৭
  • খ. ৮ সেপ্টেম্বর ২০১৭
  • গ. ১২ সেপ্টেম্বর ২০১৭
  • ঘ. ৭ সেপ্টেম্বর ২০১৭

উত্তরঃ ৭ সেপ্টেম্বর ২০১৭

বিস্তারিত

656. FRC'র প্রথম চেয়ারম্যান কে?

  • ক. হেদায়েতুল্লাহ আল মামুন
  • খ. ফজলে কবির
  • গ. মাহবুব আহমেদ
  • ঘ. সি.কিউ.কে মুশতাক আহমেদ

উত্তরঃ সি.কিউ.কে মুশতাক আহমেদ

বিস্তারিত

657. ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?

  • ক. ২৩ কিলো মিটার
  • খ. ২২ কিলো মিটার
  • গ. ২৪ কিলো মিটার
  • ঘ. ২০ কিলো মিটার

উত্তরঃ ২৪ কিলো মিটার

বিস্তারিত

658. দেশের প্রথম ছয় লেনবিশিষ্ট ফ্লাইওভার কোথায়?

  • ক. চৌদ্দগ্রাম, কুমিল্লা
  • খ. আশুলিয়া, ঢাকা
  • গ. মহীপাল, ফেনী
  • ঘ. সীতাকুণ্ড, চট্টগ্রাম

উত্তরঃ মহীপাল, ফেনী

বিস্তারিত

659. ৪ জুলাই ২০১৭ ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ব্যাক্তিকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করে?

  • ক. নরেন্দ্র মোদি
  • খ. অমর্ত্য সেন
  • গ. শিনজো আবে
  • ঘ. ইউকিয়ো আমানো

উত্তরঃ ইউকিয়ো আমানো

বিস্তারিত

660. দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়?

  • ক. ১২ সেপ্টেম্বর ২০১৭
  • খ. ১৮ আগস্ট ২০১৭
  • গ. ১৫ সেপ্টেম্বর ২০১৭
  • ঘ. ১০ সেপ্টেম্বর ২০১৭

উত্তরঃ ১০ সেপ্টেম্বর ২০১৭

বিস্তারিত

661. বর্তমানে (২০১৭) দেশে মোট শিক্ষা বোর্ড কতটি?

  • ক. ৮টি
  • খ. ১২টি
  • গ. ১০টি
  • ঘ. ১১টি

উত্তরঃ ১১টি

বিস্তারিত

662. ভাসানচর কোথায় অবস্থিত?

  • ক. টেকনাফ, কক্সবাজার
  • খ. কয়রা, খুলনা
  • গ. হাতিয়া, নোয়াখালী
  • ঘ. হাতিবান্ধা, লালমনিরহাট

উত্তরঃ হাতিয়া, নোয়াখালী

বিস্তারিত

663. দেশের প্রথম স্মার্টফোন কারখানা কোথায় অবস্থিত?

  • ক. তেজগাঁও, ঢাকা
  • খ. বন্দর, চট্টগ্রাম
  • গ. চন্দ্রা, গাজীপুর
  • ঘ. সাভার, ঢাকা

উত্তরঃ চন্দ্রা, গাজীপুর

বিস্তারিত

665. দেশের নবম সাধারণ শিক্ষা বোর্ড কোনটি?

  • ক. রংপুর
  • খ. খুলনা
  • গ. ফরিদপুর
  • ঘ. ময়মনসিংহ

উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

666. ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠন করা হয় কবে?

  • ক. ৩০ আগস্ট ২০১৭
  • খ. ২৮ আগস্ট ২০১৭
  • গ. ২৬ আগস্ট ২০১৭
  • ঘ. ২৪ আগস্ট ২০১৭

উত্তরঃ ২৪ আগস্ট ২০১৭

বিস্তারিত

667. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান (২০১৭) ২৮তম উপাচার্য কে?

  • ক. অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
  • খ. অধ্যাপক এম আমজাদ আলী
  • গ. অধ্যাপক মো. কামাল উদ্দীন
  • ঘ. অধ্যাপক মাহবুবুর রহমান

উত্তরঃ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

বিস্তারিত

668. প্রথম বাংলাদেশি হিসেবে কে 'মিস ওয়ার্ল্ড' প্রতিযোগিতায় অংশগ্রহণ করে?

  • ক. জান্নাতুল নাঈম
  • খ. জেসিয়া ইসলাম
  • গ. জান্নাতুন সুমাইয়া
  • ঘ. সঞ্চিতা দত্ত

উত্তরঃ জেসিয়া ইসলাম

বিস্তারিত

669. ২ নভেম্বর ২০১৭ কোন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যের সম্মানসূচক উপাধি 'নাইটহুড' লাভ করেন?

  • ক. টিউলিপ রেজয়ানা সিদ্দিক
  • খ. আখলাকুর রহমান চৌধুরী
  • গ. রুশনারা আলী
  • ঘ. ড. রূপা হক

উত্তরঃ আখলাকুর রহমান চৌধুরী

বিস্তারিত

670. ২৭ অক্টোবর ২০১৭ পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে কোন স্থলবন্দর?

  • ক. তামাবিল (সিলেট)
  • খ. নাকুগাঁও (শেরপুর)
  • গ. ভোমরা (সাতক্ষীরা)
  • ঘ. আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

উত্তরঃ তামাবিল (সিলেট)

বিস্তারিত

671. BBS'র এর চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে দেশের মাথাপিছু আয় কত?

  • ক. ১৬১৫ মা.ড.
  • খ. ১৬১২ মা.ড.
  • গ. ১৬০৫ মা.ড.
  • ঘ. ১৬০২ মা.ড.

উত্তরঃ ১৬০২ মা.ড.

বিস্তারিত

673. জাতীয় গ্রন্থাগার দিবস কবে?

  • ক. ১০ ফেব্রুয়ারি
  • খ. ১৫ ফেব্রুয়ারি
  • গ. ২১ ফেব্রুয়ারি
  • ঘ. ৫ ফেব্রুয়ারি

উত্তরঃ ৫ ফেব্রুয়ারি

বিস্তারিত

674. বর্তমানে নভেম্বর (২০১৭) পর্যন্ত বাংলাদেশের মোট উপজেলা কতটি?

  • ক. ৪৯০টি
  • খ. ৪৯৩টি
  • গ. ৪৯২টি
  • ঘ. ৪৯১টি

উত্তরঃ ৪৯২টি

বিস্তারিত

675. বাংলাদেশের ৪৯২তম উপজেলার নাম কি?

  • ক. বকশীগঞ্জ (জামালপুর)
  • খ. শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
  • গ. ডাসার (জামালপুর)
  • ঘ. বেলপুকুর (রাজশাহী)

উত্তরঃ শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects