বাংলাদেশ বিষয়াবলী

626. বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের নিয়োগ দেন কে?

  • ক. প্রধানমত্রী
  • খ. প্রধান বিচারপতি
  • গ. রাষ্ট্রপতি
  • ঘ. স্পীকার

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

627. বাংলাদেশের ১৪তম রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস কবে মৃত্যু বরণ করেন?

  • ক. ৩০ আগস্ট ২০১৭
  • খ. ৫ নভেম্বর ২০১৭
  • গ. ১০ নভেম্বর ২০১৭
  • ঘ. ৩ নভেম্বর ২০১৭

উত্তরঃ ৩ নভেম্বর ২০১৭

বিস্তারিত

628. বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৭ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?

  • ক. ১৬.৪৭ কোটি
  • খ. ১৬.২৫ কোটি
  • গ. ১৬.১৭ কোটি
  • ঘ. ১৬.৩৭ কোটি

উত্তরঃ ১৬.৪৭ কোটি

বিস্তারিত

629. 'ব্রুনাই কিং' কোন জাতের ফলের নাম?

  • ক. কলা
  • খ. কাঁঠাল
  • গ. আম
  • ঘ. লিচু

উত্তরঃ আম

বিস্তারিত

631. বাংলাদেশের প্রখ্যাত সুরকার, গীতিকার, বংশীবাদক ও সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী কবে মৃত্যু বরণ করেন?

  • ক. ১০ সেপ্টেম্বর ২০১৭
  • খ. ১৫ নভেম্বর ২০১৭
  • গ. ২৪ নভেম্বর ২০১৭
  • ঘ. ৩০ নভেম্বর ২০১৭

উত্তরঃ ২৪ নভেম্বর ২০১৭

বিস্তারিত

632. ঘূর্ণিঝড় 'মোরা' বাংলাদেশে কবে আঘাত হানে?

  • ক. ২৫ মে ২০১৭
  • খ. ২৯ মে ২০১৭
  • গ. ৩০ মে ২০১৭
  • ঘ. ৩১ মে ২০১৭

উত্তরঃ ৩০ মে ২০১৭

বিস্তারিত

634. বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী কবে মৃত্যু বরণ করেন?

  • ক. ১০ সেপ্টেম্বর ২০১৭
  • খ. ১৫ নভেম্বর ২০১৭
  • গ. ১৯ নভেম্বর ২০১৭
  • ঘ. ৩ নভেম্বর ২০১৭

উত্তরঃ ১৯ নভেম্বর ২০১৭

বিস্তারিত

635. 'মোরা' কোন ভাষার শব্দ?

  • ক. বাংলা
  • খ. উর্দূ
  • গ. থাই
  • ঘ. সিংহলী

উত্তরঃ থাই

বিস্তারিত

636. রোয়াইলবাড়ি দূর্গ কোথায় অবস্থিত?

  • ক. ছাগলনাইয়া, ফেনী
  • খ. চরফ্যাশন, ভোলা
  • গ. কেন্দুয়া, নেত্রকোনা
  • ঘ. ফুলবাড়ি, দিনাজপুর

উত্তরঃ কেন্দুয়া, নেত্রকোনা

বিস্তারিত

637. ৬ জুন ২০১৭ কোন আর্থিক প্রতিষ্ঠানটিকে লাইসেন্স প্রদান করা হয়?

  • ক. বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি
  • খ. মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড
  • গ. সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড
  • ঘ. অ্যালায়েন্স লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানি লিমিটেড

উত্তরঃ অ্যালায়েন্স লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানি লিমিটেড

বিস্তারিত

638. বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা নায়করাজ রাজ্জাক কবে মৃত্যুবরণ করেন?

  • ক. ১৯ আগস্ট ২০১৭
  • খ. ১৮ আগস্ট ২০১৭
  • গ. ২১ আগস্ট ২০১৭
  • ঘ. ২২ আগস্ট ২০১৭

উত্তরঃ ২১ আগস্ট ২০১৭

বিস্তারিত

639. জাতীয় সংসদে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৭ পাস হয় কবে?

  • ক. ১৫ জুলাই, ২০১৭
  • খ. ১৮ জুলাই, ২০১৭
  • গ. ১০ জুলাই, ২০১৭
  • ঘ. ১২ জুলাই, ২০১৭

উত্তরঃ ১০ জুলাই, ২০১৭

বিস্তারিত

640. জাতীয় সংসদে বেসামরিক বিমান চলাচল বিল, ২০১৭ পাস হয় কবে?

  • ক. ১৫ জুলাই, ২০১৭
  • খ. ১৮ জুলাই, ২০১৭
  • গ. ১১ জুলাই, ২০১৭
  • ঘ. ১২ জুলাই, ২০১৭

উত্তরঃ ১১ জুলাই, ২০১৭

বিস্তারিত

641. বাংলাদেশে নির্মিত যুদ্ধজাহাজ--

  • ক. বিএন নিশান
  • খ. বিএন দূর্গম
  • গ. ক ও খ উভয়ই
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ক ও খ উভয়ই

বিস্তারিত

642. জাতীয় সংসদে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বিল, ২০১৭ পাস হয় কবে?

  • ক. ১৫ জুলাই, ২০১৭
  • খ. ১০ জুলাই, ২০১৭
  • গ. ১১ জুলাই, ২০১৭
  • ঘ. ১২ জুলাই, ২০১৭

উত্তরঃ ১১ জুলাই, ২০১৭

বিস্তারিত

643. জাতীয় সংসদে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৭ পাস হয় কবে?

  • ক. ১৫ জুলাই, ২০১৭
  • খ. ১০ জুলাই, ২০১৭
  • গ. ১১ জুলাই, ২০১৭
  • ঘ. ১২ জুলাই, ২০১৭

উত্তরঃ ১২ জুলাই, ২০১৭

বিস্তারিত

644. দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত কে?

  • ক. সাকিব আল হাসান
  • খ. মুশফিকুর রহিম
  • গ. আমিনুল ইসলাম
  • ঘ. মাশরাফি বিন মর্তুজা

উত্তরঃ সাকিব আল হাসান

বিস্তারিত

645. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কবে BIRDEM-কে তাদের সহযোগী কেন্দ্র হিসেবে মর্যাদা দেয়?

  • ক. ১৯৮৫ সালে
  • খ. ১৯৮৩ সালে
  • গ. ১৯৮৭ সালে
  • ঘ. ১৯৮২ সালে

উত্তরঃ ১৯৮২ সালে

বিস্তারিত

646. ২০ আগস্ট ২০১৭ নদী নিয়ে বাংলাদেশের প্রথম গবেষণাকেন্দ্র চালু হয় কোন বিশ্ববিদ্যালয়ে?

  • ক. বরিশাল বিশ্ববিদ্যালয়
  • খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ঘ. খুলনা বিশ্ববিদ্যালয়

উত্তরঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

647. ২৮ জুন ২০১৭ কোন বাংলাদেশি Academy of Motion Picture Atrs and Sciences-এর সদস্য হন?

  • ক. নাফিস বিন জাফর
  • খ. হানিফ সংকেত
  • গ. আবদুল্লাহ আবু সায়ীদ
  • ঘ. গাজি রাকায়েত

উত্তরঃ নাফিস বিন জাফর

বিস্তারিত

648. 'শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক' কোথায় অবস্থিত?

  • ক. কুমিল্লা
  • খ. সিলেট
  • গ. যশোর
  • ঘ. ঢাকা

উত্তরঃ যশোর

বিস্তারিত

649. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন নদী নিয়ে গবেষণা কেন্দ্র চালু করে?

  • ক. সাঙ্গু নদী
  • খ. হালদা নদী
  • গ. মুহুরী নদী
  • ঘ. কর্ণফুলী নদী

উত্তরঃ হালদা নদী

বিস্তারিত

650. জাতীয় মানব পাচার দমন সংস্থা গঠন করা হয় কবে?

  • ক. ১৫ জুলাই, ২০১৭
  • খ. ৬ জুলাই, ২০১৭
  • গ. ১০ জুন, ২০১৭
  • ঘ. ৬ জুন, ২০১৭

উত্তরঃ ৬ জুন, ২০১৭

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects