বাংলাদেশের সাগর নদী পাহাড় পর্বত হাওড় বিল চর ও দ
126. 'হালদা ভ্যালি' কোথায় অবস্থিত ?
- ক. রাঙ্গামাটি
- খ. খাগড়াছড়ি
- গ. বান্দরবান
- ঘ. সন্দ্বীপ
উত্তরঃ খাগড়াছড়ি
127. কক্সবাজারের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
- ক. ১২০ কি.মি.
- খ. ১২৫ কি.মি.
- গ. ১৫৫ কি.মি.
- ঘ. ১৭০ কি.মি.
উত্তরঃ ১২০ কি.মি.
128. Which of the following is the longest beach in the world ?
- ক. Miami
- খ. Kuakata
- গ. California
- ঘ. Cox's Bazar
উত্তরঃ Cox's Bazar
129. বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায় ?
- ক. কক্সবাজার
- খ. কুয়াকাটা
- গ. দীঘা
- ঘ. পাটায়া
উত্তরঃ কক্সবাজার
131. কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত -
- ক. নোয়াখালীর ছাগলনাইয়া
- খ. চট্টগ্রামের বাঁশখালী
- গ. খুলনার মংলা
- ঘ. পটুয়াখালীর কুয়াকাটা
উত্তরঃ পটুয়াখালীর কুয়াকাটা
132. 'সোয়াচ অব নো গ্রাউন্ড' (Swatch of no ground ) এর মানে-
- ক. একটি খেলার মাঠ
- খ. ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম
- গ. একটি প্লাবন ভূমির নাম
- ঘ. বঙ্গোপসাগরের একটি খাদের নাম
উত্তরঃ বঙ্গোপসাগরের একটি খাদের নাম
133. Which is the largest riverine delta in the world ?
- ক. Bangladesh
- খ. Vietnam
- গ. Egypt
- ঘ. Laos
উত্তরঃ Bangladesh
135. বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে কোনটি ?
- ক. ব্রহ্মপুত্র
- খ. পদ্মা
- গ. মেঘনা
- ঘ. যমুনা
উত্তরঃ ব্রহ্মপুত্র
136. গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব-
- ক. নেপালে জলাধার নির্মান
- খ. গঙ্গা - ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
- গ. বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মান
- ঘ. গঙ্গার শাখা নদীসমূহের পানি প্রবাহ বৃদ্ধি
উত্তরঃ নেপালে জলাধার নির্মান
138. সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত ?
- ক. যমুনা নদীতে
- খ. বঙ্গোপসাগরে
- গ. মেঘনার মোহনায়
- ঘ. সন্দ্বীপ চেনেল
উত্তরঃ বঙ্গোপসাগরে
139. অলিভ টারটল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়
- ক. সেন্টমার্টিন
- খ. রাঙ্গাবালি
- গ. চর আলেকজান্ডার
- ঘ. ছেড়া দ্বীপ
উত্তরঃ সেন্টমার্টিন
141. পায়রা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
- ক. রামনাবাদ চ্যানেল
- খ. পায়রা নদী
- গ. শ্যালা নদী
- ঘ. তেতুলিয়া নদী
উত্তরঃ রামনাবাদ চ্যানেল
142. কোন নদীর উৎপত্তি সিকিমের পাহাড়ি এলাকা থেকে-
- ক. তিস্তা
- খ. মেঘনা
- গ. পদ্মা
- ঘ. কর্ণফুলী
উত্তরঃ তিস্তা