বাংলাদেশের সাগর নদী পাহাড় পর্বত হাওড় বিল চর ও দ

76. গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে ?

  • ক. গোমতী
  • খ. সুরমা
  • গ. বুড়িগঙ্গা
  • ঘ. পদ্মা

উত্তরঃ পদ্মা

বিস্তারিত

77. কোন নদীর অপর নাম কীর্তিনাশা ?

  • ক. পদ্মা
  • খ. যমুনা
  • গ. মেঘনা
  • ঘ. ব্রহ্মপুত্র

উত্তরঃ পদ্মা

বিস্তারিত

78. 'দোলাই' কোন নদীর পূর্বনাম ?

  • ক. যমুনা
  • খ. পদ্মা
  • গ. বুড়িগঙ্গা
  • ঘ. সুরমা

উত্তরঃ বুড়িগঙ্গা

বিস্তারিত

79. মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত ?

  • ক. শরীয়তপুর
  • খ. মাদারীপুর
  • গ. ঢাকা
  • ঘ. মুন্সিগঞ্জ

উত্তরঃ মুন্সিগঞ্জ

বিস্তারিত

80. মাওয়া ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত ?

  • ক. ভৈরব
  • খ. মেঘনা
  • গ. রূপসা
  • ঘ. পদ্মা

উত্তরঃ পদ্মা

বিস্তারিত

81. ঢাকা যে নদীর তীরে অবস্থিত-

  • ক. ইরাবতী
  • খ. বুড়িগঙ্গা
  • গ. শীতলক্ষ্যা
  • ঘ. ব্রহ্মপুত্র

উত্তরঃ বুড়িগঙ্গা

বিস্তারিত

82. বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?

  • ক. কীর্তনখোলা
  • খ. মেঘনা
  • গ. আড়িয়াল খাঁ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কীর্তনখোলা

বিস্তারিত

83. যশোর কোন নদীর তীরে অবস্থিত ?

  • ক. পশুর
  • খ. গড়াই
  • গ. কপোতাক্ষ
  • ঘ. যমুনা

উত্তরঃ কপোতাক্ষ

বিস্তারিত

84. কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত ?

  • ক. গড়াই
  • খ. আত্রাই
  • গ. পদ্মা
  • ঘ. মহানন্দা

উত্তরঃ গড়াই

বিস্তারিত

85. মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত?

  • ক. মধুমতি
  • খ. আড়িয়াল খাঁ
  • গ. পদ্মা
  • ঘ. কুমার

উত্তরঃ আড়িয়াল খাঁ

বিস্তারিত

86. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

  • ক. করতোয়া
  • খ. গঙ্গা
  • গ. ব্রহ্মপুত্র
  • ঘ. মহানন্দা

উত্তরঃ করতোয়া

বিস্তারিত

87. বাংলাদেশের মহাস্থানগড়ের পুর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কি?

  • ক. কাঞ্চন
  • খ. কালীগঙ্গা
  • গ. কপোতাক্ষ
  • ঘ. করতোয়া

উত্তরঃ করতোয়া

বিস্তারিত

88. গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত ?

  • ক. ভৈরব
  • খ. মেঘনা
  • গ. রূপসা
  • ঘ. সুরমা

উত্তরঃ ভৈরব

বিস্তারিত

89. সারদা পুলিশ একাডেমী কোন নদীর তীরে অবস্থিত ?

  • ক. পদ্মা
  • খ. যমুনা
  • গ. করতোয়া
  • ঘ. আত্রাই

উত্তরঃ পদ্মা

বিস্তারিত

90. নদীর তীরবর্তী শহর-বন্দর নিম্নের কোনটি সঠিক ?

  • ক. শিলাইদহ-মেঘনা
  • খ. চালনা-যমুনা
  • গ. সারদা-পদ্মা
  • ঘ. ঠাকুরগাঁও-পশুর

উত্তরঃ সারদা-পদ্মা

বিস্তারিত

91. পুরাতন ব্রহ্মপুত্র নদটি কোন জেলার উপর দিয়ে প্রবাহিত ?

  • ক. জামালপুর
  • খ. সিরাজগঞ্জ
  • গ. মানিকগঞ্জ
  • ঘ. ময়মনসিংহ

উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

92. 'মহানন্দা' নদী কোন জেলায় ?

  • ক. দিনাজপুর
  • খ. রংপুর
  • গ. বগুড়া
  • ঘ. পাবনা

উত্তরঃ দিনাজপুর

বিস্তারিত

93. 'ভৈরব' নদীর তীরে কোন শহর অবস্থিত ?

  • ক. ভৈরব বাজার
  • খ. আশুগঞ্জ
  • গ. মুন্সীগঞ্জ
  • ঘ. খুলনা

উত্তরঃ খুলনা

বিস্তারিত

94. 'ভৈরব' নদীর অবস্থান কোথায় ?

  • ক. কিশোরগঞ্জ
  • খ. পঞ্চগড়
  • গ. বরিশাল
  • ঘ. ঝিনাইদহ

উত্তরঃ ঝিনাইদহ

বিস্তারিত

95. 'চেঙ্গী নদী' কোন জেলায় অবস্থিত?

  • ক. বান্দরবান
  • খ. খাগড়াছড়ি
  • গ. পটুয়াখালী
  • ঘ. সিলেট

উত্তরঃ খাগড়াছড়ি

বিস্তারিত

96. প্রস্তাবিত টিপাইমুখ বাঁধটি যে দুই নদীর সংযোগস্থলে তৈরী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে -

  • ক. বরাক, তুইভাই
  • খ. সুরমা, কুশিয়ারা
  • গ. খোয়াই, কুশিয়ারা
  • ঘ. সুরমা, বরাক

উত্তরঃ বরাক, তুইভাই

বিস্তারিত

97. টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

  • ক. আসাম
  • খ. মনিপুর
  • গ. মিজোরাম
  • ঘ. নাগাল্যাণ্ড

উত্তরঃ মনিপুর

বিস্তারিত

98. চলন বিল কোথায় অবস্থিত?

  • ক. নাটোর
  • খ. নাটোর ও বগুড়া
  • গ. পাবনা ও নাটোর
  • ঘ. সিরাজগঞ্জ ও নাটোর

উত্তরঃ পাবনা ও নাটোর

বিস্তারিত

99. চলন বিল বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত ?

  • ক. সিলেট
  • খ. রাজশাহী-পাবনা
  • গ. ময়মনসিংহ
  • ঘ. যশোর-কুষ্টিয়া

উত্তরঃ রাজশাহী-পাবনা

বিস্তারিত

100. The major part of Chalan Beel cover which of the following districts ?

  • ক. Pabna
  • খ. Bogra
  • গ. Dinajpur
  • ঘ. Rangpur

উত্তরঃ Pabna

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects