বাংলাদেশের সাগর নদী পাহাড় পর্বত হাওড় বিল চর ও দ

101. বাংলাদেশের মিঠা পানির মাছের উৎস-

  • ক. চলন বিল
  • খ. হাকালুকি
  • গ. হাইল
  • ঘ. সবগুলোই

উত্তরঃ সবগুলোই

বিস্তারিত

102. ভবদহ বিল অবস্থিত -

  • ক. ফরিদপুর
  • খ. জামালপুরে
  • গ. যশোরে
  • ঘ. পটুয়াখালীতে

উত্তরঃ যশোরে

বিস্তারিত

103. বাংলাদেশের বৃহত্তম হাওড়-

  • ক. পাথরচাওলি
  • খ. হাইল
  • গ. চলন বিল
  • ঘ. হাকালুকি

উত্তরঃ হাকালুকি

বিস্তারিত

104. 'হাকালুকি' একটি -

  • ক. বনভূমি
  • খ. নদী
  • গ. হাওড়
  • ঘ. পাহাড়

উত্তরঃ হাওড়

বিস্তারিত

105. বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি কোন জেলায় অবস্থিত?

  • ক. হবিগঞ্জ
  • খ. সুনামগঞ্জ
  • গ. রাজশাহী
  • ঘ. মৌলভীবাজার

উত্তরঃ মৌলভীবাজার

বিস্তারিত

106. 'হাইল হাওড়' কোন জেলায় অবস্থিত ?

  • ক. নেত্রকোনা
  • খ. সুনামগঞ্জ
  • গ. হবিগঞ্জ
  • ঘ. মৌলভীবাজার

উত্তরঃ সুনামগঞ্জ

বিস্তারিত

107. টাঙ্গুয়ার হাওড় কোন জেলায় অবস্থিত?

  • ক. সুনামগঞ্জ
  • খ. হবিগঞ্জ
  • গ. টাঙ্গাইল
  • ঘ. সিলেট

উত্তরঃ সুনামগঞ্জ

বিস্তারিত

108. মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?

  • ক. রাঙ্গামাটি
  • খ. সিলেট
  • গ. বরগুনা
  • ঘ. মৌলভীবাজার

উত্তরঃ মৌলভীবাজার

বিস্তারিত

109. বাংলাদেশে জলপ্রপাত রয়েছে -

  • ক. জাফলং
  • খ. রাঙ্গামাটি
  • গ. মাধবকুণ্ড
  • ঘ. ইমছড়ি

উত্তরঃ মাধবকুণ্ড

বিস্তারিত

110. 'হিমছড়ি' কোন শহরের নিকট অবস্থিত?

  • ক. কক্সবাজার
  • খ. খাগড়াছড়ি
  • গ. রাঙ্গামাটি
  • ঘ. কাপ্তাই

উত্তরঃ কক্সবাজার

বিস্তারিত

111. বংলাদেশের শীতল পানির ঝর্না কোন জেলায় অবস্থিত?

  • ক. মৌলভীবাজার
  • খ. কক্সবাজার
  • গ. চট্টগ্রাম
  • ঘ. সিলেট

উত্তরঃ কক্সবাজার

বিস্তারিত

112. বাংলাদেশ উষ্ণজলের ঝর্ণাধারা অবস্থিত -

  • ক. রামু
  • খ. হাকালুকি
  • গ. সীতাকুণ্ড
  • ঘ. হিমছড়ি

উত্তরঃ সীতাকুণ্ড

বিস্তারিত

113. নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না?

  • ক. মালভূমি
  • খ. প্লাবন সমভূমি
  • গ. পাহাড়
  • ঘ. দ্বীপ

উত্তরঃ মালভূমি

বিস্তারিত

114. ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উচু ভূমিকে বলে -

  • ক. বরেন্দ্রভূমি
  • খ. মধুপুরের
  • গ. ভাওয়ালের গড়
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ভাওয়ালের গড়

বিস্তারিত

115. বরেন্দ্রভূমি হলো -

  • ক. সাম্প্রতিককালে প্লাবন সমভূমি
  • খ. টারশিয়ারী যুগের পাহাড়
  • গ. প্লাইস্টোসিনকালের সোপান
  • ঘ. পাদদেশীয় পলল সমভূমি

উত্তরঃ প্লাইস্টোসিনকালের সোপান

বিস্তারিত

116. বাংলাদেশের পাহাড় শ্রেনীর ভূ-তাত্বিক যুগের ভূমিরুপ হচ্ছে -

  • ক. প্লাইসটোসিন যুগের
  • খ. টারশিয়ারী যুগের
  • গ. মায়োসিন যুগের
  • ঘ. ডেবোনিয়ান যুগের

উত্তরঃ টারশিয়ারী যুগের

বিস্তারিত

117. চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ?

  • ক. হিমালয়
  • খ. আরাকান ইয়োমা
  • গ. কারাকোরাম
  • ঘ. তিয়েনশান

উত্তরঃ আরাকান ইয়োমা

বিস্তারিত

118. Where is the' Chimbuk Hill' situated ?

  • ক. Bangladesh
  • খ. India
  • গ. Pakistan
  • ঘ. Endland

উত্তরঃ Bangladesh

বিস্তারিত

119. বাংলাদেশর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?

  • ক. লালমাই
  • খ. বাটালি
  • গ. কেওক্রাডং
  • ঘ. বিজয়

উত্তরঃ বিজয়

বিস্তারিত

120. The highest mountain peak in Bangladesh is -

  • ক. Tajingdong
  • খ. Bijoy Tajingdong
  • গ. Bijoy Odong
  • ঘ. Caocradong

উত্তরঃ Tajingdong

বিস্তারিত

121. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত 'বিজয়' -এর পূর্ণ নাম -

  • ক. কেউক্রেডং
  • খ. তাজিংডং
  • গ. বাটালি
  • ঘ. ক-১২

উত্তরঃ তাজিংডং

বিস্তারিত

122. বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি ?

  • ক. গারো পাহাড়
  • খ. লালমাই পাহাড়
  • গ. চিম্বুক পাহাড়
  • ঘ. কুলাউড়া পাহাড়

উত্তরঃ গারো পাহাড়

বিস্তারিত

123. চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত?

  • ক. সীতাকুন্ডুতে
  • খ. খাগড়াছড়িতে
  • গ. মৌলভীবাজারে
  • ঘ. টেকনাফে

উত্তরঃ সীতাকুন্ডুতে

বিস্তারিত

124. লালমাই পাহাড় নিচের কোন অঞ্চলে অবস্থিত?

  • ক. রাজশাহী
  • খ. বগুড়া
  • গ. বরিশাল
  • ঘ. কুমিল্লা

উত্তরঃ কুমিল্লা

বিস্তারিত

125. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা-

  • ক. মারিস্যা ভ্যালি
  • খ. খাগড়া ভ্যালি
  • গ. জাবরি ভ্যালি
  • ঘ. ভেঙ্গি ভ্যালি

উত্তরঃ ভেঙ্গি ভ্যালি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects