বাংলাদেশের সাগর নদী পাহাড় পর্বত হাওড় বিল চর ও দ
31. The river Naf runs in Bangladesh along the border of -
- ক. India
- খ. Nepal
- গ. Myanmar
- ঘ. Thailand
উত্তরঃ Myanmar
34. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী 'নাফ' নদীর দৈর্ঘ্য কত ?
- ক. ৫০ কি.মি.
- খ. ৭৫ কি.মি.
- গ. ৫৬ কি.মি.
- ঘ. ৬৫ কি.মি.
উত্তরঃ ৫৬ কি.মি.
35. সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী নিচের কোনটি ?
- ক. নাফ নদী
- খ. রায়মঙ্গল নদী
- গ. হাড়িয়াভাঙ্গা নদী
- ঘ.
উত্তরঃ হাড়িয়াভাঙ্গা নদী
36. যে নদীর উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে -
- ক. মাতামুহুরী
- খ. নাফ
- গ. কর্ণফুলী
- ঘ. সাঙ্গু
উত্তরঃ সাঙ্গু
37. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি ?
- ক. গোমতী
- খ. মহানন্দা
- গ. কর্ণফুলী
- ঘ. হালদা
উত্তরঃ হালদা
39. কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশ প্রবেশ করেছে ?
- ক. হাড়িয়াভাঙ্গা
- খ. কুলিখ
- গ. আত্রাই
- ঘ. তিস্তা
উত্তরঃ আত্রাই
41. ব্রহ্মপুত্র নদ কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত নয় ?
- ক. ভারত
- খ. বাংলাদেশ
- গ. নেপাল
- ঘ. চীন
উত্তরঃ নেপাল
- ক. সুরমা
- খ. কপোতাক্ষ
- গ. ব্রহ্মপুত্র
- ঘ. মেঘনা
উত্তরঃ ব্রহ্মপুত্র
43. বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয় ?
- ক. হালদা
- খ. তিস্তা
- গ. তিতাস
- ঘ. করতোয়া
উত্তরঃ হালদা
44. এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি ?
- ক. হালদা নদী
- খ. হাইল হাওড়
- গ. চলনবিল
- ঘ. হাকালুকি
উত্তরঃ হালদা নদী
46. বাংলাদেশের নদী গবেষণা ইন্সিটিউট কোথায়?
- ক. ফরিদপুর
- খ. চাঁদপুর
- গ. চট্টগ্রাম
- ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ ফরিদপুর
47. শিকস্তি-পয়স্তি কিসের সাথে সম্পর্কিত ?
- ক. চর প্রশাসনের আইন
- খ. নদী তীরবর্তী ভূমির ভাঙা গড়া
- গ. নদী অববাহিকার উৎসব
- ঘ. শিবের স্ত্রীর নাম
উত্তরঃ নদী তীরবর্তী ভূমির ভাঙা গড়া
- ক. নদীর চর জাগলে যারা চর দখল করতে যারা
- খ. পূজা-পার্বণে যারা নদীতে স্নান করতে যায়
- গ. নদীর ভাঙনে সর্বস্বান্ত জনগণ
- ঘ. নদীতে জাল দিয়ে মাছ ধরার কাজে নিয়োজিত জনগণ
উত্তরঃ নদীর ভাঙনে সর্বস্বান্ত জনগণ
49. গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত ?
- ক. ৪
- খ. ১৪
- গ. ৭
- ঘ. ৩৩
উত্তরঃ ৩৩
50. ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোথায় ?
- ক. নেপাল
- খ. মানস সরোবর
- গ. গঙ্গোত্রী
- ঘ. হিমালয় পর্বত
উত্তরঃ মানস সরোবর