বাংলাদেশের সাগর নদী পাহাড় পর্বত হাওড় বিল চর ও দ

51. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?

  • ক. বরাইল
  • খ. কৈলাস
  • গ. কাঞ্চনজঙ্ঘা
  • ঘ. গডউইন অস্টিন

উত্তরঃ কৈলাস

বিস্তারিত

52. আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?

  • ক. ফেনী নদী
  • খ. সাঙ্গু নদী
  • গ. নাফ নদী
  • ঘ. কর্ণফুলী নদী

উত্তরঃ সাঙ্গু নদী

বিস্তারিত

53. কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল -

  • ক. তিব্বতের মানস সরোবর হ্রদ
  • খ. লামার মইভার পর্বত
  • গ. সিকিমের পার্বত্য অঞ্চল
  • ঘ. আসামের লুসাই পাহাড়ের লংলেহ

উত্তরঃ আসামের লুসাই পাহাড়ের লংলেহ

বিস্তারিত

54. মাতামহুরী নদী নিম্নের কোথা হতে উৎপন্ন হয়েছে ?

  • ক. লামার মইভার পর্বত
  • খ. খাগড়াছড়ির বাদনাতলী পর্বত
  • গ. আসামের লুসাই পর্বত
  • ঘ.

উত্তরঃ লামার মইভার পর্বত

বিস্তারিত

55. সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে ?

  • ক. মনু
  • খ. কর্ণফুলী
  • গ. করতোয়া
  • ঘ. সাঙ্গু

উত্তরঃ করতোয়া

বিস্তারিত

56. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?

  • ক. চাঁদপুর
  • খ. সিরাজগঞ্জ
  • গ. গোয়ালন্দ
  • ঘ. ভোলা

উত্তরঃ গোয়ালন্দ

বিস্তারিত

57. বাংলাদেশে ঢুকার পর গঙ্গা নদী , ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে -

  • ক. গোয়ালন্দ
  • খ. বাহাদুরাবাদ
  • গ. ভৈরববাজার
  • ঘ. নারায়ণগঞ্জ

উত্তরঃ গোয়ালন্দ

বিস্তারিত

58. যমুনা নদী কোথায় পতিত হয়েছে?

  • ক. পদ্মা
  • খ. বঙ্গোপসাগর
  • গ. ব্রহ্মপুত্র
  • ঘ. মেঘনা

উত্তরঃ পদ্মা

বিস্তারিত

59. পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?

  • ক. গোয়ালন্দ
  • খ. চাঁদপুর
  • গ. ভৈরব
  • ঘ. নরসিংদী

উত্তরঃ চাঁদপুর

বিস্তারিত

60. সুরমা ও কুশিয়ারা এ দুটি নদীর মিলিত শ্রোতের নাম কি ?

  • ক. কুশিয়ারা
  • খ. বরাক
  • গ. মেঘনা
  • ঘ. নবগঙ্গা

উত্তরঃ মেঘনা

বিস্তারিত

61. বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?

  • ক. ভৈরব
  • খ. চাঁদপুর
  • গ. দেওয়ানগঞ্জ
  • ঘ. আজমিরীগন্জ

উত্তরঃ ভৈরব

বিস্তারিত

62. তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে?

  • ক. পদ্মা
  • খ. মেঘনা
  • গ. যমুনা
  • ঘ. কর্ণফুলী

উত্তরঃ যমুনা

বিস্তারিত

63. বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?

  • ক. রাজশাহী
  • খ. পাবনা
  • গ. বগুড়া
  • ঘ. সিরাজগঞ্জ

উত্তরঃ বগুড়া

বিস্তারিত

64. পদ্মা নদীর উপনদী কোনটি ?

  • ক. মধুমতি
  • খ. কুমার
  • গ. আত্রাই
  • ঘ. মহানন্দা

উত্তরঃ মহানন্দা

বিস্তারিত

65. উত্তর -পূর্ব দিক থেকে আগত পদ্মার উপ-নদী কোনটি ?

  • ক. পুনর্ভবা
  • খ. আত্রাই
  • গ. বরাল
  • ঘ. মহানন্দা

উত্তরঃ মহানন্দা

বিস্তারিত

66. পুনর্ভবা,নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?

  • ক. মহানন্দা
  • খ. ভৈরব
  • গ. কুমার
  • ঘ. বড়াল

উত্তরঃ মহানন্দা

বিস্তারিত

67. পুনর্ভবা কোন নদীর উপনদী ?

  • ক. মহানন্দা
  • খ. ভৈরব
  • গ. কুমার
  • ঘ. বড়াল

উত্তরঃ মহানন্দা

বিস্তারিত

68. শীতলক্ষ্যা নদী কোন নদীর উপনদী ?

  • ক. মেঘনা
  • খ. ধলেশ্বরী
  • গ. পুরাতন ব্রহ্মপুত্র
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কোনটিই নয়

বিস্তারিত

69. গড়াই কোন নদীর শাখা নদী?

  • ক. পদ্মা
  • খ. ব্রহ্মপুত্র
  • গ. যমুনা
  • ঘ. মেঘনা

উত্তরঃ পদ্মা

বিস্তারিত

70. ধলেশ্বরী কোন নদীর শাখা নদী ?

  • ক. পদ্মা
  • খ. বুড়িগঙ্গা
  • গ. যমুনা
  • ঘ. মেঘনা

উত্তরঃ যমুনা

বিস্তারিত

71. শীতলক্ষ্যা নদীর উৎপত্তি হয়েছে -

  • ক. ব্রহ্মপুত্র নদ থেকে
  • খ. যমুনা নদী থেকে
  • গ. পদ্মা নদী থেকে
  • ঘ. মেঘনা নদী থেকে

উত্তরঃ ব্রহ্মপুত্র নদ থেকে

বিস্তারিত

72. কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে ?

  • ক. জামালপুর
  • খ. কুড়িগ্রাম
  • গ. দেওয়ানগঞ্জ
  • ঘ. সিরাজগঞ্জ

উত্তরঃ দেওয়ানগঞ্জ

বিস্তারিত

74. The river Padma enters Bangladesh through -

  • ক. Khulna
  • খ. Rajshahi
  • গ. Kushtia
  • ঘ. Dinajpur

উত্তরঃ Rajshahi

বিস্তারিত

75. ব্রহ্মপুত্র নদী কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ?

  • ক. গাইবান্ধা
  • খ. নীলফামারী
  • গ. ঠাকুরগাঁও
  • ঘ. কুড়িগ্রাম

উত্তরঃ কুড়িগ্রাম

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects