প্রাথমিক আলোচনা ও সংখ্যা
33. How many prime numbers are there between 45 and 72?/৪৫ থেকে ৭২ এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে?
- ক. 5
- খ. 6
- গ. 7
- ঘ. 8
উত্তরঃ 6
36. ১০০ থেকে ১১০ পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে?
- ক. ৪টি
- খ. ১টি
- গ. ২টি
- ঘ. ৩টি
উত্তরঃ ৪টি
37. ১০০ এর চেয়ে বড় এবং ১৫০ এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে?
- ক. ৭টি
- খ. ৮টি
- গ. ৯টি
- ঘ. ১০টি
উত্তরঃ ১০টি
39. ৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত?
- ক. ৩৫
- খ. ৪২
- গ. ৪৮
- ঘ. ৫৫
উত্তরঃ ৪৮
40. ৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
- ক. ৫৮
- খ. ৪২
- গ. ৬৮
- ঘ. ৬২
উত্তরঃ ৫৮
- ক. একটি স্বাভাবিক সংখ্যা
- খ. একটি পূর্ণ সংখ্যা
- গ. একটি মূলদ সংখ্যা
- ঘ. একটি অমূলদ সংখ্যা
উত্তরঃ একটি অমূলদ সংখ্যা
- ক. একটি স্বাভাবিক সংখ্যা
- খ. একটি পূর্ণ সংখ্যা
- গ. একটি মূলদ সংখ্যা
- ঘ. একটি অমূলদ সংখ্যা
উত্তরঃ একটি অমূলদ সংখ্যা
- ক. একটি স্বাভাবিক সংখ্যা
- খ. একটি পূর্ণ সংখ্যা
- গ. একটি মূলদ সংখ্যা
- ঘ. একটি অমূলদ সংখ্যা
উত্তরঃ একটি অমূলদ সংখ্যা
44. যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে √p--
- ক. একটি স্বাভাবিক সংখ্যা
- খ. একটি পূর্ণ সংখ্যা
- গ. একটি মূলদ সংখ্যা
- ঘ. একটি অমূলদ সংখ্যা
উত্তরঃ একটি অমূলদ সংখ্যা
45. নিচের কোন সংখ্যাটি √২ ও √৩ এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
- ক. (√৩+√২)/২
- খ. (√৩x√২)/২
- গ. ১.৫
- ঘ. ১.৮
উত্তরঃ ১.৫
46. তিনটি ভিন্ন ভিন্ন ধনাত্নক পূর্ণসংখ্যার যোগফল তাদের গুণফলের সমান। ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
- ক. ৩
- খ. ২
- গ. ১
- ঘ. ০
উত্তরঃ ১
- ক. জোড় পূর্ণ সংখ্যা(an even integer)
- খ. বেজোড় সংখ্যা(an odd number)
- গ. মৌলিক সংখ্যা(a prime number)
- ঘ. একটি পূর্ণ সংখ্যার বর্গ(the square of an integer)
উত্তরঃ বেজোড় সংখ্যা(an odd number)
48. দুইটি ক্রমিক সংখ্যা নির্নয় করুন যাহাদের বর্গের অন্তর ৪৭?
- ক. ২১ এবং ২২
- খ. ২২ এবং ২৩
- গ. ২৩ এবং ২৪
- ঘ. ২৪ এবং ২৫
উত্তরঃ ২৩ এবং ২৪
49. পর পর দুটি পূর্ণ সংখ্যা নির্নয় কর যাদের বর্গের পার্থক্য ৫৩ ?
- ক. ২৫ এবং ২৬
- খ. ২৬ এবং ২৭
- গ. ২৭ এবং ২৮
- ঘ. ২৮ এবং ২৯
উত্তরঃ ২৬ এবং ২৭