প্রাথমিক আলোচনা ও সংখ্যা

101. নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

  • ক. ০.৩
  • খ. √০.৩
  • গ. ১/৩
  • ঘ. ২/৫

উত্তরঃ ০.৩

বিস্তারিত

106. ১০ এর চেয়ে বড় এবং ৫০ এর চেয়ে ছোট কয়টি সংখ্যা আছে?

  • ক. ৯টি
  • খ. ১০টি
  • গ. ১১টি
  • ঘ. ১২টি

উত্তরঃ ১১টি

বিস্তারিত

107. e এবং Π কী ধরনের সংখ্যা?

  • ক. অমূলদ সংখ্যা
  • খ. পূর্ণ সংখ্যা
  • গ. স্বাভাবিক সংখ্যা
  • ঘ. মূলদ সংখ্যা

উত্তরঃ অমূলদ সংখ্যা

বিস্তারিত

110. একটি বোতলে ২০ লিটার পানি আছে। গ্যালনে উহা কত হবে?

  • ক. ৫ গ্যালন
  • খ. ৪ গ্যালন
  • গ. ২.২ গ্যালন
  • ঘ. ৪.৪ গ্যালন

উত্তরঃ ৪.৪ গ্যালন

বিস্তারিত

111. ১ কিউসেক পানি দ্বারা কোনটি বুঝায়?

  • ক. ৩০০০ গ্যালন/মিনিট
  • খ. ৩৬০০০ গ্যালন/ঘন্টা
  • গ. ৬৪৩৬০০ গ্যালন/দিন
  • ঘ. ৬৪০০০ গ্যালন/দিন

উত্তরঃ ৩০০০ গ্যালন/মিনিট

বিস্তারিত

112. এভারেস্ট শৃঙ্গের উচ্চতা ২৯১৪১ ফুট। মিটারে এর উচ্চতা কত?

  • ক. ১২৬০ মিটার
  • খ. ১০২৪ মিটার
  • গ. ৮৮৮২ মিটার
  • ঘ. ৮৮২২ মিটার

উত্তরঃ ৮৮৮২ মিটার

বিস্তারিত

113. ২৫৭৩৯ মিলিগ্রামে কত কিলোগ্রাম?

  • ক. ২.৫৭৩৯ কিলোগ্রাম
  • খ. ২৫.৭৩৯ কিলোগ্রাম
  • গ. ০.২৫৭৩৯ কিলোগ্রাম
  • ঘ. ০.০২৫৭৩৯ কিলোগ্রাম

উত্তরঃ ০.০২৫৭৩৯ কিলোগ্রাম

বিস্তারিত

115. এক বর্গমাইল=কত একর?

  • ক. ৬৪০
  • খ. ৬৪২
  • গ. ৪৬০
  • ঘ. ৬৪৮

উত্তরঃ ৬৪০

বিস্তারিত

116. দুটি সংখ্যার যোগফল ৫৬ এবং ল.সা.গু ৯৬ হলে সংখ্যাদ্বয় কত?

  • ক. ২৪ ও ৩২
  • খ. ৪০ ও ১৬
  • গ. ২৭ ও ৩০
  • ঘ. ২৪ ও ৩২

উত্তরঃ ২৪ ও ৩২

বিস্তারিত

117. ১০৮ এর ৪ ⁄ ৯ অংশ = কত?

  • ক. ২৪
  • খ. ৩৬
  • গ. ৪৮
  • ঘ. ৬৪

উত্তরঃ ৪৮

বিস্তারিত

118. ১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

  • ক. ২৩টি
  • খ. ২৫টি
  • গ. ২৭টি
  • ঘ. ২৯টি

উত্তরঃ ২৫টি

বিস্তারিত

120. কোন সংখ্যা হ্রাস পেলে ৩/৮ হবে?

  • ক. ২৫/৪২
  • খ. ৫/৪২
  • গ. ২৫/২৪
  • ঘ. ১৫/৪০

উত্তরঃ ১৫/৪০

বিস্তারিত

121. 53 সংখ্যাটি কি সংখ্যা?

  • ক. একটি মৌলিক সংখ্যা
  • খ. একটি পূর্ণ সংখ্যা
  • গ. একটি মূলদ সংখ্যা
  • ঘ. একটি অমূলদ সংখ্যা

উত্তরঃ একটি অমূলদ সংখ্যা

বিস্তারিত

123. ৪ ÷ ০.১২৫ = কত?

  • ক. ৬৪
  • খ. ৬.৪
  • গ. ৩২
  • ঘ. ৩.২

উত্তরঃ ৩২

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects