প্রাথমিক আলোচনা ও সংখ্যা
102. কোন সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে ফলাফল হবে ৬০। তবে সংখ্যাটি কত?
- ক. ২৫০
- খ. ১০০
- গ. ২০০
- ঘ. ৩০০
উত্তরঃ ২০০
103. দুইটি সংখ্যার যোগফল ৪৮ এবং তাদের গুণফল ৪৩২। তবে বড় সংখ্যাটি কত?
- ক. ৩৬
- খ. ৩৭
- গ. ৩৮
- ঘ. ৪০
উত্তরঃ ৩৬
104. যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে ২০ এবং ৯৬ হয়, তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে?
- ক. ১/৮
- খ. ১/৬
- গ. ৩/৪
- ঘ. ৫/২৪
উত্তরঃ ৫/২৪
105. ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল -
- ক. ৩১৪৭
- খ. ২২৮৭
- গ. ২৯৮৭
- ঘ. ২১৮৭
উত্তরঃ ২১৮৭
- ক. অমূলদ সংখ্যা
- খ. পূর্ণ সংখ্যা
- গ. স্বাভাবিক সংখ্যা
- ঘ. মূলদ সংখ্যা
উত্তরঃ অমূলদ সংখ্যা
108. কোন সংখ্যার একক, দশক, শতক স্থানীয় অঙ্ক যথাক্রমে x, y, z হলে সংখ্যাটির রূপ হবে--
- ক. 100xyz
- খ. 100z + 10 x + y
- গ. 100z + 10y + x
- ঘ. 100x + 10y + z
উত্তরঃ 100z + 10y + x
109. একটি সংখ্যা ৭৫৭ থেকে যত ছোট ৫৫৫ থেকে তত বড়। সংখ্যাটি কত?
- ক. ১০১
- খ. ৬৫৬
- গ. ৬৫৮
- ঘ. ৫৬৫
উত্তরঃ ৬৫৬
110. একটি বোতলে ২০ লিটার পানি আছে। গ্যালনে উহা কত হবে?
- ক. ৫ গ্যালন
- খ. ৪ গ্যালন
- গ. ২.২ গ্যালন
- ঘ. ৪.৪ গ্যালন
উত্তরঃ ৪.৪ গ্যালন
111. ১ কিউসেক পানি দ্বারা কোনটি বুঝায়?
- ক. ৩০০০ গ্যালন/মিনিট
- খ. ৩৬০০০ গ্যালন/ঘন্টা
- গ. ৬৪৩৬০০ গ্যালন/দিন
- ঘ. ৬৪০০০ গ্যালন/দিন
উত্তরঃ ৩০০০ গ্যালন/মিনিট
112. এভারেস্ট শৃঙ্গের উচ্চতা ২৯১৪১ ফুট। মিটারে এর উচ্চতা কত?
- ক. ১২৬০ মিটার
- খ. ১০২৪ মিটার
- গ. ৮৮৮২ মিটার
- ঘ. ৮৮২২ মিটার
উত্তরঃ ৮৮৮২ মিটার
113. ২৫৭৩৯ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
- ক. ২.৫৭৩৯ কিলোগ্রাম
- খ. ২৫.৭৩৯ কিলোগ্রাম
- গ. ০.২৫৭৩৯ কিলোগ্রাম
- ঘ. ০.০২৫৭৩৯ কিলোগ্রাম
উত্তরঃ ০.০২৫৭৩৯ কিলোগ্রাম
114. দুই অংঙ্কবিশিষ্ট দুটি সংখ্যার অংকদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাদ্বয়ের পার্থক্য হয় ৯ ।ছোট সংখ্যাটি কত?
- ক. ১২
- খ. ২১
- গ. ১৩
- ঘ. ১৪
উত্তরঃ ১২
116. দুটি সংখ্যার যোগফল ৫৬ এবং ল.সা.গু ৯৬ হলে সংখ্যাদ্বয় কত?
- ক. ২৪ ও ৩২
- খ. ৪০ ও ১৬
- গ. ২৭ ও ৩০
- ঘ. ২৪ ও ৩২
উত্তরঃ ২৪ ও ৩২
119. একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/3 গুণ। সংখ্যা দুটির সমষ্টি 100 হলে, সংখ্যা দুইটি হবে--
- ক. 50, 40
- খ. 60, 50
- গ. 60, 40
- ঘ. 70, 60
উত্তরঃ 60, 40
- ক. একটি মৌলিক সংখ্যা
- খ. একটি পূর্ণ সংখ্যা
- গ. একটি মূলদ সংখ্যা
- ঘ. একটি অমূলদ সংখ্যা
উত্তরঃ একটি অমূলদ সংখ্যা
- ক. ৮ গুণ
- খ. ৭ গুণ
- গ. ৬ গুণ
- ঘ. ৫ গুণ
উত্তরঃ ৭ গুণ
125. ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে?
- ক. ৮
- খ. ১২
- গ. ১৮
- ঘ. ১৪০
উত্তরঃ ১৮