বাংলাদেশ বিষয়াবলি

2501. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর তারিখ -

  • ক. ১ জুলাই ১৯২১
  • খ. ১ জানুয়ারি ১৯২১
  • গ. ১ জানুয়ারি ১৯২২
  • ঘ. ১ জুলাই ১৯২০

উত্তরঃ ১ জুলাই ১৯২১

বিস্তারিত

2502. সবচেয়ে বেশি সংখ্যক চা-বাগান বাংলাদেশের কোন জেলায়?

  • ক. হবিগঞ্জ
  • খ. মৌলভীবাজার
  • গ. সিলেট
  • ঘ. পঞ্চগড়

উত্তরঃ মৌলভীবাজার

বিস্তারিত

2503. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কোন তারিখে স্বাক্ষরিত হয়?

  • ক. ৩ ডিসেম্বর ১৯৯৭
  • খ. ৫ ডিসেম্বর ১৯৯৮
  • গ. ২ ডিসেম্বর ১৯৯৭
  • ঘ. ১ ডিসেম্বর ১৯৯৬

উত্তরঃ ২ ডিসেম্বর ১৯৯৭

বিস্তারিত

2504. রাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন—

  • ক. প্রধানমন্ত্রী
  • খ. জাতীয় সংসদের স্পিকার
  • গ. জাতীয় সংসদের হুইপ
  • ঘ. প্রধান বিচারপতি

উত্তরঃ জাতীয় সংসদের স্পিকার

বিস্তারিত

2505. বাংলাদেশে সবচেয়ে বেশি কর্মজীবী নারী রয়েছেন কোন বিভাগে? 

  • ক. রাজশাহী
  • খ. রংপুর
  • গ. ঢাকা
  • ঘ. সিলেট

উত্তরঃ রংপুর

বিস্তারিত

2506. দেশের কোন নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ' ঘোষণা করা হয়েছে?

  • ক. সাঙ্গু
  • খ. হালদা
  • গ. ইছামতী
  • ঘ. মধুমতী

উত্তরঃ হালদা

বিস্তারিত

2507. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?

  • ক. লিথিয়াম
  • খ. পারদ 
  • গ. ইউরেনিয়াম
  • ঘ. পটাশিয়াম

উত্তরঃ পারদ 

বিস্তারিত

2508. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়—

  • ক. ১৯৪৮ সালে
  • খ. ১৯৫০ সালে
  • গ. ১৯৫২ সালে
  • ঘ. ১৯৫৪ সালে

উত্তরঃ ১৯৫২ সালে

বিস্তারিত

2509. ঐতিহাসিক 'ছয়-দফা' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন - 

  • ক. ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
  • খ. ২৩ মার্চ ১৯৬৬
  • গ. ২৬ মার্চ ১৯৬৬
  • ঘ. ৩১ মার্চ ১৯৬৬

উত্তরঃ ২৩ মার্চ ১৯৬৬

বিস্তারিত

2510. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? 

  • ক. রাষ্ট্রপতি
  • খ. চীফ হুইপ
  • গ. স্পীকার
  • ঘ. প্রধানমন্ত্রী

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

2511. 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক-

  • ক. শেখ মুজিবুর রহমান
  • খ. শামছুল হক
  • গ. আতাউর রহমান খান
  • ঘ. আবুল হাশিম

উত্তরঃ শামছুল হক

বিস্তারিত

2512. 'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা' কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে ? 

  • ক. অনুচ্ছেদ ২
  • খ. অনুচ্ছেদ ৩
  • গ. অনুচ্ছেদ ৪
  • ঘ. অনুচ্ছেদ ৫

উত্তরঃ অনুচ্ছেদ ৩

বিস্তারিত

2513. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? 

  • ক. চতুর্থ তফসিল
  • খ. পঞ্চম তফসিল
  • গ. ষষ্ঠ তফসিল
  • ঘ. সপ্তম তফসিল

উত্তরঃ পঞ্চম তফসিল

বিস্তারিত

2514. বাংলাদেশের সংবিধান অনুযায়ী "কোর্ট অব রেকর্ড" হিসাবে গণ্য – 

  • ক. লেবার কোর্ট
  • খ. হাই কোর্ট
  • গ. জজ কোর্ট
  • ঘ. সুপ্রীম কোর্ট

উত্তরঃ সুপ্রীম কোর্ট

বিস্তারিত

2515. বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?

  • ক. ৮ (আট) টি
  • খ. ৭ (সাত) টি
  • গ. ৬ (ছয়) টি
  • ঘ. ৯ (নয়) টি

উত্তরঃ ৮ (আট) টি

বিস্তারিত

2516. বাংলাদেশের কয়টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে ? 

  • ক. ৪ (চার) টি
  • খ. ৫ (পাঁচ) টি
  • গ. ৭ (সাত) টি
  • ঘ. ৬ (ছয়) টি

উত্তরঃ ৫ (পাঁচ) টি

বিস্তারিত

2517. মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

  • ক. ২(দুই)নম্বর
  • খ. ৩ (তিন)নম্বর
  • গ. ৫ (পাঁচ) নম্বর
  • ঘ. ৪ (চার)নম্বর

উত্তরঃ ২(দুই)নম্বর

বিস্তারিত

2518. 'জয় বাংলা' কে জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়? 

  • ক. ২ মার্চ, ২০২২
  • খ. ৪ মার্চ, ২০২২
  • গ. ৩ মার্চ, ২০২২
  • ঘ. ৫ মার্চ, ২০২২

উত্তরঃ ২ মার্চ, ২০২২

বিস্তারিত

2519. বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কবে গঠিত হয়?

  • ক. ৬ এপ্রিল ১৯৭২
  • খ. ৭ এপ্রিল ১৯৭২
  • গ. ৮ এপ্রিল ১৯৭২
  • ঘ. ৯ এপ্রিল ১৯৭২

উত্তরঃ ৮ এপ্রিল ১৯৭২

বিস্তারিত

2520. 'e-TIN' চালু করা হয় কত সালে?

  • ক. ২০১৩ সালে
  • খ. ২০১৪ সালে
  • গ. ২০১৫ সালে
  • ঘ. ২০১৬ সালে

উত্তরঃ ২০১৩ সালে

বিস্তারিত

2521. কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় ? 

  • ক. ২০১১ সালে
  • খ. ২০১৩ সালে
  • গ. ২০১৪ সালে
  • ঘ. ২০১২ সালে

উত্তরঃ ২০১২ সালে

বিস্তারিত

2522. দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?

  • ক. চট্টগ্রাম
  • খ. ময়মনসিংহ
  • গ. ফেনী
  • ঘ. নরসিংদী

উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

2523. বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? 

  • ক. রাজশাহী
  • খ. কুমিল্লা
  • গ. চট্টগ্রাম
  • ঘ. গাজীপুর

উত্তরঃ চট্টগ্রাম

বিস্তারিত

2524. বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত?

  • ক. চাঁদপুর
  • খ. ময়মনসিংহ
  • গ. ফরিদপুর
  • ঘ. ভোলা

উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

2525. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?

  • ক. চুনাপাথর
  • খ. প্রাকৃতিক গ্যাস
  • গ. চীনামাটি
  • ঘ. কয়লা

উত্তরঃ প্রাকৃতিক গ্যাস

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 9 months ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects