বাংলাদেশ বিষয়াবলি
2376. বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি?
- ক. মহাস্থানগড়
- খ. ময়নামতি
- গ. পাহাড়পুর
- ঘ. সোনারগাঁও
উত্তরঃ মহাস্থানগড়
2377. বঙ্গবন্ধু কোন দেশ থেকে সাভার ডেইরী ফার্মে উন্নত জাতের গরু এনেছিলেন?
- ক. অস্ট্রেলিয়া
- খ. ডেনমার্ক
- গ. নিউজিল্যান্ড
- ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ অস্ট্রেলিয়া
2379. বঙ্গবন্ধু নিচের কোন পদকটি লাভ করেন।
- ক. কোনটি নয়
- খ. নোবেল
- গ. পদ্মভূষণ
- ঘ. জুলিও কুরি
উত্তরঃ জুলিও কুরি
2380. মহান মুক্তিযুদ্ধ চলাকালীন 'কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
- ক. নিউইয়র্ক
- খ. বোস্টন
- গ. লন্ডন
- ঘ. ক্যানবেরা
উত্তরঃ নিউইয়র্ক
2381. বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
- ক. কাপ্তাই
- খ. সাতার
- গ. সীতাকুণ্ড
- ঘ. বড়পুকুরিয়া
উত্তরঃ বড়পুকুরিয়া
2382. 'আমার দেখা নয়াচীন' কে লিখেছেন?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. শহীদুল্লাহ কায়সার
- গ. আবুল ফজল
- ঘ. মওলানা ভাসানী
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
2383. আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' কার লেখা?
- ক. আবুল হুসেন
- খ. আবুল মনসুর
- গ. আবুল হাসেম
- ঘ. এস. ওয়াজেদ আলী
উত্তরঃ আবুল মনসুর
2384. 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটির স্থপতি কে?
- ক. নিতুন কুণ্ড
- খ. আব্দুর রাজ্জাক
- গ. রবিউল হুসাইন
- ঘ. হামিদুজ্জামান খান
উত্তরঃ নিতুন কুণ্ড
2386. বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে পুরোপুরি বের হয়ে যাবে?
- ক. ২০২৬
- খ. ২০৩০
- গ. ২০৩৬
- ঘ. ২০৪১
উত্তরঃ ২০২৬
2387. নিচের সংস্থাসমূহের মধ্যে বাংলাদেশ কোনটির সদস্য নয়?
- ক. ASEAN
- খ. D-8
- গ. OIC
- ঘ. BIMSTEC
উত্তরঃ ASEAN
2388. আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে—
- ক. পার্বত্য চট্টগ্রাম
- খ. ঢাকা
- গ. ময়মনসিংহ
- ঘ. সিলেট
উত্তরঃ সিলেট
2389. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
- ক. শামীম শিকদার
- খ. মৃণাল হক
- গ. হামিদুর রহমান
- ঘ. কামরুল হাসান
উত্তরঃ হামিদুর রহমান
2392. ইউনেস্কো কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
- ক. ২১ ফেব্রুয়ারি, ১৯৯৯
- খ. ১৯ নভেম্বর, ২০০০
- গ. ১৭ নভেম্বর, ১৯৯৯
- ঘ. ২০ নভেম্বর, ২০০০
উত্তরঃ ১৭ নভেম্বর, ১৯৯৯
2393. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে ভর্তি হয়েছিলেন?
- ক. রাষ্ট্রবিজ্ঞান
- খ. আইন
- গ. অর্থনীতি
- ঘ. সমাজবিজ্ঞান
উত্তরঃ আইন
2394. মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীন ছিল?
- ক. ১ নম্বর
- খ. ৮ নম্বর
- গ. ১০ নম্বর
- ঘ. ৫ নম্বর
উত্তরঃ ৮ নম্বর
2395. 'জয় বাংলা, বাংলার জয়' গানটির সুরকার কে?
- ক. গাজী মাজহারুল আনোয়ার
- খ. আনোয়ার পারভেজ
- গ. আলতাফ মাহমুদ
- ঘ. সমর দাস
উত্তরঃ আনোয়ার পারভেজ
2397. রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের সম্ভাব্য উৎপাদন কত?
- ক. ২০০০ মেগাওয়াট
- খ. ২২০০ মেগাওয়াট
- গ. ২৪০০ মেগাওয়াট
- ঘ. ২৮০০ মেগাওয়াট
উত্তরঃ ২৪০০ মেগাওয়াট
2398. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
- ক. ৬.৮০ মি.মি.
- খ. ৬.৫ কি.মি.
- গ. ৬.১৫ কি.মি.
- ঘ. ৫.১০ কি.মি.
উত্তরঃ ৬.১৫ কি.মি.
2400. মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত?
- ক. চট্টগ্রাম
- খ. মৌলভীবাজার
- গ. সিলেট
- ঘ. সুনামগঞ্জ
উত্তরঃ মৌলভীবাজার
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..