বাংলাদেশ বিষয়াবলি
2326. 'জয় বাংলা, বাংলার জয়' গানটির সুরকার কে?
- ক. আলতাফ মাহমুদ
- খ. গাজী মাজহারুল আনোয়ার
- গ. সমর দাস
- ঘ. আনোয়ার পারভেজ
উত্তরঃ আনোয়ার পারভেজ
2327. The Special Powers Act, 1974 অনুযায়ী চোরাচালানের সর্বোচ্চ শাস্তি কী?
- ক. যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড
- খ. যাবজ্জীবন কারাদন্ড
- গ. মৃত্যুদন্ড ও অর্থদন্ড
- ঘ. ১৪ বৎসর কারাদন্ড
উত্তরঃ মৃত্যুদন্ড ও অর্থদন্ড
2328. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর অধীন অপরাধসমূহ —
- ক. অ-আপোষযোগ্য ও অ-জামিনযোগ্য
- খ. আমলযোগ্য ও জামিনযোগ্য
- গ. আমলযোগ্য ও আপোষযোগ্য
- ঘ. অ-জামিনযোগ্য ও আপোষযোগ্য
উত্তরঃ অ-আপোষযোগ্য ও অ-জামিনযোগ্য
2329. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী নারী অর্থ _ বয়সের নারী।
- ক. যে-কোনো
- খ. ১৪ বৎসর
- গ. ১৮ বৎসর
- ঘ. ১৬ বৎসর
উত্তরঃ যে-কোনো
- ক. ৫৮(২)
- খ. ৫৮(১)
- গ. ৫৬(৩)
- ঘ. ৫৫(১)
উত্তরঃ ৫৬(৩)
2331. বাংলাদেশে শীতল পানির ঝরনা কোথায় অবস্থিত
- ক. সীতাকুণ্ড
- খ. মাধবকুণ্ড
- গ. কক্সবাজার
- ঘ. রাঙ্গামাটি
উত্তরঃ কক্সবাজার
2332. বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের হাতে বন্দি করার অভিযানের নাম কী?
- ক. Operation Big Bird
- খ. Operation Searchlight
- গ. Operation Blitz.
- ঘ. Operation Close Door
উত্তরঃ Operation Big Bird
2333. কলকাতা হাইকোর্টে প্রথম মুসলিম বিচারপতি কে ছিলেন?
- ক. সৈয়দ মাহমুদ
- খ. সৈয়দ আহমদ খান
- গ. সৈয়দ আমীর আলী
- ঘ. সৈয়দ আবদুল মনির
উত্তরঃ সৈয়দ আমীর আলী
2335. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
- ক. দিনাজপুর
- খ. ঠাকুরগাঁও
- গ. লালমনিরহাট
- ঘ. পঞ্চগড়
উত্তরঃ পঞ্চগড়
2337. বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচের যেগুলো রয়েছে?
- ক. ধান, পান, শাপলা
- খ. ধান, পাট, শাপলা
- গ. ধান, পান, পাট
- ঘ. পাট, পান, শাপলা
উত্তরঃ ধান, পাট, শাপলা
2338. বাংলাদেশের আইন সভার নাম কি?
- ক. জাতীয় পরিষদ
- খ. পার্লামেন্ট
- গ. জাতীয় সংসদ
- ঘ. গণপরিষদ
উত্তরঃ জাতীয় সংসদ
2339. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
- ক. ১৬ই ডিসেম্বর
- খ. ৭ই মার্চ
- গ. ২৬শে মার্চ
- ঘ. ১৭ই এপ্রিল
উত্তরঃ ২৬শে মার্চ
2340. EPZ এর পূর্ণরূপ কোনটি?
- ক. Export Promotion Zone.
- খ. Export Processing Zone.
- গ. Export Production Zone.
- ঘ. Export Procurement Zone.
উত্তরঃ Export Processing Zone.
2341. ১৭ মার্চ, ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কততম জন্মবার্ষিকী পালিত হলো?
- ক. ১০১
- খ. ১০২
- গ. ১০৩
- ঘ. ১০৪
উত্তরঃ ১০৩
2342. পাঁচ টাকার নোটে স্বাক্ষর থাকে-
- ক. অর্থ মন্ত্রীর
- খ. রাষ্ট্রপতির
- গ. অর্থ সচিবের
- ঘ. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের
উত্তরঃ অর্থ সচিবের
2343. মূল্য সংযোজন কর (মূসক) একটি-
- ক. প্রত্যক্ষ কর
- খ. পরোক্ষ কর
- গ. পরিপূরক কর
- ঘ. সম্পূরক কর
উত্তরঃ পরোক্ষ কর
2344. বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে ?
- ক. ১৯৭২
- খ. ১৯৭৩
- গ. ১৯৭৪
- ঘ. ১৯৭৫
উত্তরঃ ১৯৭৪
2345. ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
- ক. খুলনা
- খ. যশোর
- গ. বাগেরহাট
- ঘ. রাজশাহী
উত্তরঃ বাগেরহাট
2346. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সনে ?
- ক. ১৭০০ সনে
- খ. ১৭৬২ সনে
- গ. ১৯৬৫ সনে
- ঘ. ১৭৯৩ সনে
উত্তরঃ ১৭৯৩ সনে
2348. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কী ?
- ক. রেডিমেড গার্মেন্টস
- খ. পাট
- গ. চামড়া
- ঘ. তুলা
উত্তরঃ রেডিমেড গার্মেন্টস
2349. সাগর কন্যা কোন জেলায় ভৌগোলিক নাম ?
- ক. ভোলা
- খ. খুলনা
- গ. কক্সবাজার
- ঘ. পটুয়াখালী
উত্তরঃ পটুয়াখালী
2350. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ?
- ক. ৯ : ৬
- খ. ১১ : ৭
- গ. ১০ : ৬
- ঘ. ৮ : ৬
উত্তরঃ ১০ : ৬
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..