বাংলাদেশ বিষয়াবলি

2351. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে ?

  • ক. মাজহারুল হক
  • খ. লুই আইক‍্যান
  • গ. এফ . আর . খান
  • ঘ. নভেরা আহম্মদ

উত্তরঃ লুই আইক‍্যান

বিস্তারিত

2352. প্রাচীন চন্দদ্বীপের বর্তমান নাম কী ?

  • ক. ব - দ্বীপ
  • খ. হাতিয়া
  • গ. সন্দ্বীপ
  • ঘ. বরিশাল

উত্তরঃ বরিশাল

বিস্তারিত

2354. পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 'ম‍্যাগসাসে' পুরস্কার ২০১২ প্রাপ্ত হন __

  • ক. অধ্যাপক আব্দুল্লাহ্ আবু সাঈদ
  • খ. ড . আইনুন নিশাত
  • গ. সৈয়দা রেজোয়ানা হাসান
  • ঘ. ড . হাসান মাহমুদ

উত্তরঃ সৈয়দা রেজোয়ানা হাসান

বিস্তারিত

2355. দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কয়টি ?

  • ক. ৪৯৫টি
  • খ. ৪৫৬ টি
  • গ. ৪৭১ টি
  • ঘ. ৪৮৭ টি

উত্তরঃ ৪৯৫টি

বিস্তারিত

2356. জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে ?

  • ক. ৫ টি
  • খ. ৬ টি
  • গ. ৭ টি
  • ঘ. ৯ টি

উত্তরঃ ৭ টি

বিস্তারিত

2357. বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত ?

  • ক. ঢাকার শাহবাগে
  • খ. ঢাকার আগারগাঁয়ে
  • গ. সোনারগাঁয়ে
  • ঘ. ঢাকার ইসলামপুরে

উত্তরঃ ঢাকার আগারগাঁয়ে

বিস্তারিত

2358. বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎকেন্দ্র অবস্থিত ______

  • ক. ভেড়ামারা
  • খ. আশুগঞ্জ
  • গ. সিদ্ধিরগঞ্জ
  • ঘ. গোয়ালপাড়া

উত্তরঃ ভেড়ামারা

বিস্তারিত

2359. পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত ?

  • ক. কক্সবাজার
  • খ. চট্রগ্রাম
  • গ. বরিশাল
  • ঘ. ফেনী

উত্তরঃ চট্রগ্রাম

বিস্তারিত

2360. ১৯৫২ সাল বাংলাদেশের ইতিহাসে যে জন্য বিখ্যাত _

  • ক. মুক্তিযুদ্ধ
  • খ. ভাষা আন্দোলন
  • গ. গণঅভ্যুত্থান
  • ঘ. আগরতলা ষড়যন্ত্র মামলা

উত্তরঃ ভাষা আন্দোলন

বিস্তারিত

2361. ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী ?

  • ক. পদ্মা
  • খ. যমুনা
  • গ. সুরমা
  • ঘ. মেঘনা

উত্তরঃ যমুনা

বিস্তারিত

2362. চট্টগ্রামের নাম 'ইসলামবাদ' কে রাখেন ?

  • ক. ইসলাম খান
  • খ. শায়েস্তা খান
  • গ. ঈশা খাঁ
  • ঘ. মীর জুমলা

উত্তরঃ শায়েস্তা খান

বিস্তারিত

2363. কত সালে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা চালু হয় ?

  • ক. ১৭৫৬
  • খ. ১৮৫৬
  • গ. ১৮৮৫
  • ঘ. ১৮৯৫

উত্তরঃ ১৮৫৬

বিস্তারিত

2364. বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন ?

  • ক. পলাশী যুদ্ধে
  • খ. সিপাহি বিদ্রোহে
  • গ. বক্সারের যুদ্ধে
  • ঘ. কর্ণাটকের যুদ্ধে

উত্তরঃ পলাশী যুদ্ধে

বিস্তারিত

2365. বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম ______

  • ক. মাওরি
  • খ. সাঁওতাল
  • গ. মুরং
  • ঘ. গারো

উত্তরঃ মাওরি

বিস্তারিত

2366. Bkash কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে ?

  • ক. ব্যাক ব্যাংক
  • খ. গ্রামীণ ব্যাংক
  • গ. জনতা ব্যাংক
  • ঘ. ডাচ - বাংলা ব্যাংক

উত্তরঃ ব্যাক ব্যাংক

বিস্তারিত

2367. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে ?

  • ক. কক্সবাজার
  • খ. খাগড়াছড়ি
  • গ. বান্দরবান
  • ঘ. রাঙামাটি

উত্তরঃ রাঙামাটি

বিস্তারিত

2369. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ কোনটি?

  • ক. ১০/১২/১৯৭২
  • খ. ১০/১২/১৯৭১
  • গ. ১০/১১/১৯৭১
  • ঘ. কোনটি নয়

উত্তরঃ কোনটি নয়

বিস্তারিত

2370. শেখ হাসিনা বাংলাদেশের কত বারের প্রধানমন্ত্রী

  • ক. ২ বার
  • খ. ৩ বার
  • গ. ৪ বার
  • ঘ. ৫ বার

উত্তরঃ ৪ বার

বিস্তারিত

2371. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার লেখা?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. নজরুল
  • গ. বঙ্গবন্ধু
  • ঘ. আলাওল

উত্তরঃ বঙ্গবন্ধু

বিস্তারিত

2372. জাতীয় শোক দিবস কবে?

  • ক. ২১ ফেব্রুয়ারি
  • খ. ১৫ আগস্ট
  • গ. ১৫ নভেম্বর
  • ঘ. ১৭ মার্চ

উত্তরঃ ১৫ আগস্ট

বিস্তারিত

2373. পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয়?

  • ক. ২৮ জুন
  • খ. ১ জুলাই
  • গ. ২৩ জুন
  • ঘ. ২৫ জুন

উত্তরঃ ২৫ জুন

বিস্তারিত

2374. কলা উৎপাদনে কোন জেলা শীর্ষে

  • ক. বগুড়া 
  • খ. বান্দরবন
  • গ. নরসিংদী
  • ঘ. চট্টগ্রাম

উত্তরঃ বগুড়া 

বিস্তারিত

2375. বঙ্গবন্ধুর জন্ম কোন জেলায়?

  • ক. ঢাকা
  • খ. বরিশাল
  • গ. ফরিদপুর
  • ঘ. টাঙ্গাইল

উত্তরঃ ফরিদপুর

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects