বাংলাদেশ বিষয়াবলি
2351. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে ?
- ক. মাজহারুল হক
- খ. লুই আইক্যান
- গ. এফ . আর . খান
- ঘ. নভেরা আহম্মদ
উত্তরঃ লুই আইক্যান
2352. প্রাচীন চন্দদ্বীপের বর্তমান নাম কী ?
- ক. ব - দ্বীপ
- খ. হাতিয়া
- গ. সন্দ্বীপ
- ঘ. বরিশাল
উত্তরঃ বরিশাল
2353. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল ?
- ক. ১২ টি
- খ. ৯ টি
- গ. ৮ টি
- ঘ. ১১ টি
উত্তরঃ ১১ টি
2354. পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 'ম্যাগসাসে' পুরস্কার ২০১২ প্রাপ্ত হন __
- ক. অধ্যাপক আব্দুল্লাহ্ আবু সাঈদ
- খ. ড . আইনুন নিশাত
- গ. সৈয়দা রেজোয়ানা হাসান
- ঘ. ড . হাসান মাহমুদ
উত্তরঃ সৈয়দা রেজোয়ানা হাসান
2357. বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত ?
- ক. ঢাকার শাহবাগে
- খ. ঢাকার আগারগাঁয়ে
- গ. সোনারগাঁয়ে
- ঘ. ঢাকার ইসলামপুরে
উত্তরঃ ঢাকার আগারগাঁয়ে
2358. বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎকেন্দ্র অবস্থিত ______
- ক. ভেড়ামারা
- খ. আশুগঞ্জ
- গ. সিদ্ধিরগঞ্জ
- ঘ. গোয়ালপাড়া
উত্তরঃ ভেড়ামারা
2359. পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত ?
- ক. কক্সবাজার
- খ. চট্রগ্রাম
- গ. বরিশাল
- ঘ. ফেনী
উত্তরঃ চট্রগ্রাম
2360. ১৯৫২ সাল বাংলাদেশের ইতিহাসে যে জন্য বিখ্যাত _
- ক. মুক্তিযুদ্ধ
- খ. ভাষা আন্দোলন
- গ. গণঅভ্যুত্থান
- ঘ. আগরতলা ষড়যন্ত্র মামলা
উত্তরঃ ভাষা আন্দোলন
2362. চট্টগ্রামের নাম 'ইসলামবাদ' কে রাখেন ?
- ক. ইসলাম খান
- খ. শায়েস্তা খান
- গ. ঈশা খাঁ
- ঘ. মীর জুমলা
উত্তরঃ শায়েস্তা খান
2364. বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন ?
- ক. পলাশী যুদ্ধে
- খ. সিপাহি বিদ্রোহে
- গ. বক্সারের যুদ্ধে
- ঘ. কর্ণাটকের যুদ্ধে
উত্তরঃ পলাশী যুদ্ধে
2366. Bkash কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে ?
- ক. ব্যাক ব্যাংক
- খ. গ্রামীণ ব্যাংক
- গ. জনতা ব্যাংক
- ঘ. ডাচ - বাংলা ব্যাংক
উত্তরঃ ব্যাক ব্যাংক
2367. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে ?
- ক. কক্সবাজার
- খ. খাগড়াছড়ি
- গ. বান্দরবান
- ঘ. রাঙামাটি
উত্তরঃ রাঙামাটি
2368. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এডভোকেট কততম রাষ্ট্রপতি ?
- ক. ১৬ তম
- খ. ১৭ তম
- গ. ২০ তম
- ঘ. ২৯ তম
উত্তরঃ ২০ তম
2369. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ কোনটি?
- ক. ১০/১২/১৯৭২
- খ. ১০/১২/১৯৭১
- গ. ১০/১১/১৯৭১
- ঘ. কোনটি নয়
উত্তরঃ কোনটি নয়
2371. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার লেখা?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. নজরুল
- গ. বঙ্গবন্ধু
- ঘ. আলাওল
উত্তরঃ বঙ্গবন্ধু
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..