বাংলাদেশ বিষয়াবলি
2251. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
- ক. নুরুল আমিন
- খ. লিয়াকত আলী খান
- গ. মোহাম্মদ আলী
- ঘ. খাজা নাজীমউদ্দীন
উত্তরঃ খাজা নাজীমউদ্দীন
2253. ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থের রচয়িতা কে?
- ক. মওলানা আবদুল হামি সানী
- খ. শেরে বাংলা এ কে ফজলুল হক
- গ. হোসেন শহীদ্হসোরাওয়ার্দী
- ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
2254. বাংলাদেশে VAT চালু হয় কত সালে?
- ক. ১লা জুলাই ১৯৮৯
- খ. ১লা জুলাই ১৯৯০
- গ. ১লা জুলাই ১৯৯১
- ঘ. ১লা জুলাই ১৯৯২
উত্তরঃ ১লা জুলাই ১৯৯১
2255. ভাষা শহিদদের স্মরণে 'জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্কর কে?
- ক. মৃণাল হক
- খ. শামীম শিকদার
- গ. হামিদুজ্জামান খান
- ঘ. নভেরা আহিমেদ
উত্তরঃ মৃণাল হক
2256. বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে শুরু হয়?
- ক. ১৭ই মার্চ ২০২০
- খ. ১৭ই মার্চ ২০১৯
- গ. ১৭ই মার্চ ২০২১
- ঘ. ১৭ই মার্চ ২০২২
উত্তরঃ ১৭ই মার্চ ২০২০
2257. বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন। কোন দেশের প্রবাসীরা?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. যুক্তরাজ্য
- গ. সৌদি আরব
- ঘ. আরব আমিরাত
উত্তরঃ সৌদি আরব
2259. পাটের জিনোম কে আবিষ্কার করেন?
- ক. জগদীশ চন্দ্র বসু
- খ. ড. কুদরত-ই-খুদা
- গ. লিউয়েন হুক
- ঘ. ড. মাকসুদুল আলম
উত্তরঃ ড. মাকসুদুল আলম
2260. বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে?
- ক. ২০১০ সালে
- খ. ২০১৩ সালে
- গ. ২০১৫ সালে
- ঘ. ২০১৭ সালে
উত্তরঃ ২০১০ সালে
2261. 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব কোন আন্দোলনের স্লোগান?
- ক. ভাষা আন্দোলন
- খ. শিক্ষা আন্দোলন
- গ. গণনাট্য আন্দোলন
- ঘ. বুদ্ধির মুক্তি আন্দোলন
উত্তরঃ বুদ্ধির মুক্তি আন্দোলন
2262. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি কার?
- ক. সাকিব আল হাসান
- খ. তামিম ইকবাল
- গ. মোহাম্মদ আশরাফুল
- ঘ. লিটন দাস
উত্তরঃ লিটন দাস
2263. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?
- ক. ২৪°৩০´ থেকে ২৮° ৩৪' দক্ষিণ অক্ষাংশ
- খ. ৮০°৩৪ থেকে ৪০ ৯০' পশ্চিম দ্রাঘিমাংশ
- গ. ৩৪°২৫ থেকে ২৮°৩৮' উত্তর অক্ষাংশ
- ঘ. ৮৮°০১´ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ
উত্তরঃ ৮৮°০১´ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ
2265. বাংলাদেশে ব-দ্বীপ মহাপরিকল্পনা-২১০০ কোন দেশের পরিকল্পনাকে অনুসরণ করে করা হয়েছে?
- ক. সুইজারল্যান্ড
- খ. নেদারল্যান্ড
- গ. আয়ারল্যান্ড
- ঘ. ফিনল্যান্ড
উত্তরঃ নেদারল্যান্ড
- ক. ৩০ শে অক্টোবর, ২০১৭ সাল
- খ. ৩০শে নভেম্বর, ২০১৭ সাল
- গ. ৩০শে সেপ্টেম্বর ২০১৮ সাল
- ঘ. ৩০শে অক্টোবর, ২০১৮ সাল
উত্তরঃ ৩০ শে অক্টোবর, ২০১৭ সাল
2270. দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় হওয়ার কথা?
- ক. সন্দ্বীপ
- খ. হাতিয়া
- গ. মনপুরা
- ঘ. সোনাদিয়া
উত্তরঃ সোনাদিয়া
2271. আসাদগেট নামের পটভূমির সাথে জড়িত কোন সোন?
- ক. ১৯৪৭ সন
- খ. ১৯৫২ সন
- গ. ১৯৬৯ সন
- ঘ. ১৯৭১ সন
উত্তরঃ ১৯৬৯ সন
2272. ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
- ক. হরমুজ
- খ. বসফরাস
- গ. পক
- ঘ. জিব্রাল্টার
উত্তরঃ জিব্রাল্টার
2273. বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?
- ক. কুতুবদিয়া
- খ. ভোলা
- গ. মহেশখালী
- ঘ. সেন্টমার্টিন
উত্তরঃ মহেশখালী
2274. বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে-
- ক. হবিগঞ্জ
- খ. মৌলভীবাজার
- গ. সিলেট
- ঘ. কুড়িগ্রাম
উত্তরঃ মৌলভীবাজার
2275. ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন—
- ক. আব্দুস সালাম
- খ. রফিক উদ্দিন
- গ. আবুল বরকত
- ঘ. সকলেই
উত্তরঃ আবুল বরকত
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..