বাংলাদেশ বিষয়াবলি

2227. ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু -

  • ক. ভাষা আন্দোলন
  • খ. মুক্তিযুদ্ধ
  • গ. গণঅভ্যুত্থান
  • ঘ. আগরতলা মামলা

উত্তরঃ মুক্তিযুদ্ধ

বিস্তারিত

2228. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে RTC এর পূর্ণরূপ কী?

  • ক. Road and Transport Corporation
  • খ. Round Table Conference
  • গ. Royal Technical Committee
  • ঘ. Rawalpindi

উত্তরঃ Round Table Conference

বিস্তারিত

2229. স্বাধীন বাংলা কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?

  • ক. চরমপত্র
  • খ. সংবাদ পরিক্রমা
  • গ. বজ্রসাহস
  • ঘ. চরমপাঠ

উত্তরঃ চরমপত্র

বিস্তারিত

2230. শেখ রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই কোনটি?

  • ক. আমাদের ছোট রাসেল সোনা
  • খ. মমতামাখা একটি নাম রাসেল
  • গ. রাসেলের দিনগুলি
  • ঘ. আমাদের ছোট রাজকুমার

উত্তরঃ আমাদের ছোট রাসেল সোনা

বিস্তারিত

2231. নিচের কোনটি জিংক সমৃদ্ধ ধানের জাত?

  • ক. বাংলামন্ডি
  • খ. ব্রি বঙ্গবন্ধু ১০০
  • গ. ডি এল
  • ঘ. সোনার বাংলা ১

উত্তরঃ ব্রি বঙ্গবন্ধু ১০০

বিস্তারিত

2233. ‘বাউল গানকে’ হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে -

  • ক. ইউএনডিপি
  • খ. এইএনএফপিএ
  • গ. ইউনেস্কো
  • ঘ. ইউনিসেফ

উত্তরঃ ইউনেস্কো

বিস্তারিত

2234. ভাস্কর্য ‘জননী ও গর্বিত বর্ণমালা’ এর স্থপতি কে?

  • ক. মর্তুজা বশীর
  • খ. মৃণাল হক
  • গ. হামিদুজ্জামান খান
  • ঘ. অখিল পাল

উত্তরঃ মৃণাল হক

বিস্তারিত

2235. পদ্মা সেতুর উদ্বোধন হবে কত তারিখে?

  • ক. ২৫ জুন, ২০২২
  • খ. ৩০ জুন, ২০২২
  • গ. ১ জুলাই, ২০২২
  • ঘ. ১৬ ডিসেম্বর, ২০২২

উত্তরঃ ২৫ জুন, ২০২২

বিস্তারিত

2237. ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?

  • ক. চিরঞ্জীব মুজিব
  • খ. মজিব একটি জাতির রূপকার
  • গ. ছিটমহল
  • ঘ. টুঙ্গিপাড়ার মিয়া ভাই

উত্তরঃ মজিব একটি জাতির রূপকার

বিস্তারিত

2238. বঙ্গবন্ধু কবে 'ছয় দফা' ঘোষণা করেন?

  • ক. ৩ জানুয়ারি ১৯৬৬
  • খ. ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
  • গ. ১ ফেব্রুয়ারি ১৯৬৬
  • ঘ. ১৫ জুন ১৯৬৬

উত্তরঃ ৫ ফেব্রুয়ারি ১৯৬৬

বিস্তারিত

2239. কোনটি জংশন স্টেশন?

  • ক. ঢাকা
  • খ. রাজশাহী
  • গ. আখাউড়া
  • ঘ. খুলনা

উত্তরঃ আখাউড়া

বিস্তারিত

2240. কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন?

  • ক. মার্শাল জোসেফ টিটো
  • খ. ইন্দিরা গান্ধী
  • গ. রিচার্ড নিক্সন
  • ঘ. লিওনিড ব্রেজনেভ

উত্তরঃ মার্শাল জোসেফ টিটো

বিস্তারিত

2241. ‘September on Jessor Road' কবিতার রচয়িতা কে?

  • ক. Juliam Spilsberg
  • খ. Julian Ginsberg
  • গ. Allen Spilsberg
  • ঘ. Allen Ginsberg

উত্তরঃ Allen Ginsberg

বিস্তারিত

2242. বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনালের কে ছিলেন?

  • ক. লর্ড ওয়েলেসলি
  • খ. লর্ড কার্জন
  • গ. লর্ড ডালহৌসী
  • ঘ. লর্ড মাউন্টব্যাটেন

উত্তরঃ লর্ড কার্জন

বিস্তারিত

2244. মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত?

  • ক. ১২৯তম
  • খ. ১৩৩তম
  • গ. ১৩১তম
  • ঘ. ১৪২তম

উত্তরঃ ১২৯তম

বিস্তারিত

2245. মুক্তিযুদ্ধে মুজিবনগর কোন সেক্টরের অধীন ছিল?

  • ক. ২ নং
  • খ. ৮নং
  • গ. ১০নং
  • ঘ. ১১নং

উত্তরঃ ৮নং

বিস্তারিত

2246. কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?

  • ক. বাবর
  • খ. হুমায়ূন
  • গ. জাহাঙ্গীর
  • ঘ. আকবর

উত্তরঃ হুমায়ূন

বিস্তারিত

2247. সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় -

  • ক. পাগমার্ক
  • খ. কোয়ার্ড
  • গ. ফুটমার্ক
  • ঘ. ক্যামেরা ম্যাপিং

উত্তরঃ পাগমার্ক

বিস্তারিত

2249. বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে?

  • ক. মোগলয়েড
  • খ. অস্ট্রালয়েড
  • গ. ককেশয়েড
  • ঘ. নিগ্রয়েড

উত্তরঃ অস্ট্রালয়েড

বিস্তারিত

2250. . প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কী?

  • ক. কনিষ্ক
  • খ. শশাঙ্ক
  • গ. ধর্মপাল
  • ঘ. গোপাল

উত্তরঃ শশাঙ্ক

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects