শতকরাসুদকষা ও লাভ ক্ষতি
1. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
- ক. ২০%
- খ. ১৬%
- গ. ১১%
- ঘ. ৯%
উত্তরঃ ২০%
- ক. ১২০০
- খ. ১৫০০
- গ. ৮০০
- ঘ. ১০০০
উত্তরঃ ১০০০
- ক. ৪০০ জন
- খ. ৩০০ জন
- গ. ৫০০ জন
- ঘ. ২০০ জন
উত্তরঃ ৫০০ জন
5. বর্তমানে ৫ কেজি আলুর দাম আগের ৪ কেজি আলুর দামের সমান হলে আলুর দাম কমেছে--
- ক. ২০%
- খ. ২৫%
- গ. ২১%
- ঘ. ১৯%
উত্তরঃ ২৫%
- ক. ০.০২৬ জন
- খ. ০.২৬ জন
- গ. ২.৬ জন
- ঘ. ২৬ জন
উত্তরঃ ২.৬ জন
- ক. ১১৯০ টাকা
- খ. ১১৯০.৫০ টাকা
- গ. ১১৯৫ টাকা
- ঘ. ১১৯৫.৫০ টাকা
উত্তরঃ ১১৯০ টাকা
11. ১০ টাকায় ১২টি হিসেবে পেয়ারা কিনে, ১২ টাকায় ১০টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
- ক. ৪৪%
- খ. ৪০%
- গ. ৩৪%
- ঘ. ৩০%
উত্তরঃ ৪৪%
12. একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতি কত?
- ক. ৫%
- খ. ৪%
- গ. ২০%
- ঘ. ২৫%
উত্তরঃ ২০%
13. একটি দ্রব্য ১৭৫ টাকায় ক্রয় করে ১৮৯ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে?
- ক. ক্ষতি ১২%
- খ. লাভ ১৬%
- গ. ক্ষতি ৮%
- ঘ. লাভ ৮%
উত্তরঃ লাভ ৮%
- ক. ৭৫/২%
- খ. ৭৩/২%
- গ. ১০০/৩%
- ঘ. ৩০%
উত্তরঃ ১০০/৩%
15. এক ব্যাক্তি ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। ঐ ব্যাংকে বছরে সুদের হার কত?
- ক. ৮%
- খ. ৮.২৫%
- গ. ৮.৫০%
- ঘ. ৮.৭৫%
উত্তরঃ ৮.৫০%
16. বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছরে আসলের তিনগুণ হবে?
- ক. ১০ বছর
- খ. ২০ বছর
- গ. ১৫ বছর
- ঘ. ১২ বছর
উত্তরঃ ২০ বছর
17. সুদের হার কত হলে ১০০ টাকা সরল সুদে ৮ বছরে দ্বিগুণ হবে?
- ক. ১০.৫%
- খ. ১৬%
- গ. ১২.৫%
- ঘ. ১০%
উত্তরঃ ১২.৫%
18. কোন আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা ও ৫ বছরে সুদাসলে ৫০০ টাকা হয়। আসল কত?
- ক. ৪৫০ টাকা
- খ. ৪০০ টাকা
- গ. ৪৩০ টাকা
- ঘ. ৫০০ টাকা
উত্তরঃ ৪০০ টাকা
19. কোন মূলধন ৩ বছরের জন্য বিনিয়োগ করা হলো। সুদের হার ৫ টাকা হলে, সুদ আসলের কত অংশ?
- ক. ১/৩ অংশ
- খ. ১/৪ অংশ
- গ. ১/৫ অংশ
- ঘ. ৩/২০ অংশ
উত্তরঃ ৩/২০ অংশ
21. শতকরা বার্ষিক ২ টাকা হার সুদে কত টাকার ১০ বছরের সুদ ২০০ টাকা?
- ক. ৮০০ টাকা
- খ. ১২০০ টাকা
- গ. ২০০০ টাকা
- ঘ. ১০০০ টাকা
উত্তরঃ ১০০০ টাকা
22. শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
- ক. ২৫ বছর
- খ. ১৮ বছর
- গ. ১৫ বছর
- ঘ. ২০ বছর
উত্তরঃ ২০ বছর
24. টাকা প্রতি মাসিক ৪০ পয়সা সুদ, শতকরা বার্ষিক কত টাকা সুদের সমান?
- ক. ২৪%
- খ. ২৫%
- গ. ৪৮%
- ঘ. ৫০%
উত্তরঃ ৪৮%
25. শতকরা মাসিক ২ টাকা সুদ, শতকরা বার্ষিক কত টাকা হার সুদের সমান?
- ক. ৪২%
- খ. ৪৮%
- গ. ২৪%
- ঘ. ২০%
উত্তরঃ ২৪%