শতকরাসুদকষা ও লাভ ক্ষতি
52. একটি বইয়ের নির্ধারিত বিক্রয় মূল্য ৮০ টাকা। বইটি ৬০ টাকায় বিক্রয় করা হলে, শতকরা বাট্টার পরিমাণ কত?
- ক. ২৫%
- খ. ৩০%
- গ. ২০%
- ঘ. ১৭.৫%
উত্তরঃ ২৫%
53. জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারকে শতকরায় প্রকাশ করতে হলে--
- ক. ১০০ দিয়ে ভাগ করতে হয়
- খ. ১০০ দিয়ে গুণ করতে হয়
- গ. ১০ দিয়ে ভাগ করতে হয়
- ঘ. ১০ দিয়ে গুণ করতে হয়
উত্তরঃ ১০ দিয়ে ভাগ করতে হয়
- ক. ১৮ টি
- খ. ২২ টি
- গ. ২৪ টি
- ঘ. ২৬ টি
উত্তরঃ ২৪ টি
55. বাতাসে অক্সিজেনের পরিমাণ ২১% হলে ৮৪০ লিটার অক্সিজেন পেতে হলে কত লিটার বাতাসের প্রয়োজন?
- ক. ৪২০০ লিটার
- খ. ৪০০০ লিটার
- গ. ৩৬০০ লিটার
- ঘ. ৩৯০০ লিটার
উত্তরঃ ৩৬০০ লিটার
56. ক কিলো লবণ যদি খ কিলো পানির সাথে মেশানো হয় তাহলে এই দ্রবণে শতকরা কতটুকু লবণ আছে?
- ক. ১০০ক/(ক + খ)
- খ. ক/(ক + খ)
- গ. ১০০ক/খ
- ঘ. ১০০খ/(ক + খ)
উত্তরঃ ১০০ক/(ক + খ)
58. টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শরকরা কত লাভ হবে?
- ক. ২০%
- খ. ১০%
- গ. ২৫%
- ঘ. ২০%
উত্তরঃ ২৫%
59. ১০ টাকায় ১২টি দরে জিনিস ক্রয় করে ১০ টাকায় ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
- ক. ২৫% লাভ
- খ. ২৫% ক্ষতি
- গ. ৫০% ক্ষতি
- ঘ. ৫০% লাভ
উত্তরঃ ৫০% লাভ
60. P টাকায় P% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা P টাকা হলে, P এর মান কত?
- ক. 15
- খ. 20
- গ. 25
- ঘ. 50
উত্তরঃ 25
61. ১৫টি ছাগলের মূল্যে ৩টি গরুর মূল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
- ক. ১০টি
- খ. ৮টি
- গ. ৪টি
- ঘ. ৬টি
উত্তরঃ ৪টি
62. ৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
- ক. ১১ টাকা
- খ. ৮ টাকা
- গ. ১৪ টাকা
- ঘ. ১২ টাকা
উত্তরঃ ১১ টাকা
63. ১২টি ডিমের বিক্রয়মূল্য ১৫টি ডিমের ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে?
- ক. ২৫%
- খ. ২৭.৫%
- গ. ২২.৫%
- ঘ. ৪০%
উত্তরঃ ২৫%
- ক. শতকরা ১ ভাগ ক্ষতি
- খ. শতকরা ২ ভাগ ক্ষতি
- গ. শতকরা ২ ভাগ লাভ
- ঘ. শতকরা ১ ভাগ লাভ
উত্তরঃ শতকরা ১ ভাগ ক্ষতি
- ক. ১০২ টাকা
- খ. ১০৫ টাকা
- গ. ৯৮ টাকা
- ঘ. ১০৮ টাকা
উত্তরঃ ১০২ টাকা
- ক. ৩৫ টাকা
- খ. ৩০ টাকা
- গ. ৪২ টাকা
- ঘ. ৪০ টাকা
উত্তরঃ ৩৫ টাকা
67. কোন বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
- ক. ৬০ টাকা
- খ. ৭০ টাকা
- গ. ৫৫ টাকা
- ঘ. ৪৫ টাকা
উত্তরঃ ৭০ টাকা
- ক. ৪০০ টাকা
- খ. ৩৫০ টাকা
- গ. ৪২০ টাকা
- ঘ. ৩৬০ টাকা
উত্তরঃ ৪০০ টাকা
69. টাকায় ১২টি লেবু বিক্রয় করায় ৪% ক্ষতি হয়। ৪৪% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রয় করতে হবে?
- ক. ৬টি
- খ. ১৫টি
- গ. ৮টি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ৮টি
70. একটি ঘড়ি ৫৪০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। ঘড়িটি ৬৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
- ক. ক্ষতি ১৫%
- খ. লাভ ১৫%
- গ. ক্ষতি ১০%
- ঘ. লাভ ১০%
উত্তরঃ লাভ ১০%
71. প্রতি ডজন কমলা ৭৫ টাকায় কিনে হালি কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হবে?
- ক. ৩০
- খ. ৩৫
- গ. ৩২
- ঘ. ২৮
উত্তরঃ ৩০
- ক. ৩৫০টি
- খ. ৩২৫টি
- গ. ২৮০টি
- ঘ. ৩০০টি
উত্তরঃ ৩০০টি
- ক. ৩৫০ টাকা
- খ. ৩৭৫ টাকা
- গ. ৩৮০ টাকা
- ঘ. ৩৯৬ টাকা
উত্তরঃ ৩৯৬ টাকা
74. ৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে?
- ক. ৫%
- খ. ৯%
- গ. ৪%
- ঘ. ৭%
উত্তরঃ ৫%
- ক. আসল * সময়/১০০
- খ. ১০০ * সুদ/সময় * আসল
- গ. ১০০ * সুদাসল/ সময় * হার
- ঘ. সুদের হার * আসল * সময়/১০০
উত্তরঃ সুদের হার * আসল * সময়/১০০