শতকরাসুদকষা ও লাভ ক্ষতি

26. শতকরা বার্ষিক ৩ টাকা হার সুদে ৫০০ টাকায় ৫ বছরের সুদে মূলে কত হবে?

  • ক. ৬৭৫ টাকা
  • খ. ৬২০ টাকা
  • গ. ৫৭৫ টাকা
  • ঘ. ৫২৫ টাকা

উত্তরঃ ৫৭৫ টাকা

বিস্তারিত

28. শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে ৪০০ টাকার সুদ কত বছরে ১০০ টাকা হবে?

  • ক. ১০ বছরে
  • খ. ৮ বছরে
  • গ. ৬ বছরে
  • ঘ. ৫ বছরে

উত্তরঃ ৫ বছরে

বিস্তারিত

30. শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে আসলে ৫০০০০ টাকা হলে মূলধন কত?

  • ক. ৩৫০০০ টাকা
  • খ. ৩০০০০ টাকা
  • গ. ২৫০০০ টাকা
  • ঘ. ২০০০০ টাকা

উত্তরঃ ২৫০০০ টাকা

বিস্তারিত

31. শতকরা বার্ষিক ২৫/৪ টাকা হার সুদে ১৮০০ টাকার ৩ বছর ৪ মাসের সুদ কত?

  • ক. ৪০৫ টাকা
  • খ. ৩৮৫ টাকা
  • গ. ৩৭৫ টাকা
  • ঘ. ৩৫০ টাকা

উত্তরঃ ৩৭৫ টাকা

বিস্তারিত

32. ৩০ টাকা ৭৫ টাকার শতকরা কত?

  • ক. ৪০%
  • খ. ৩৫%
  • গ. ২৫%
  • ঘ. ৭৫/২%

উত্তরঃ ৪০%

বিস্তারিত

33. ৪৫০ এর ২২% = কত?

  • ক. ৬৬
  • খ. ৭৭
  • গ. ৮৮
  • ঘ. ৯৯

উত্তরঃ ৯৯

বিস্তারিত

38. বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?

  • ক. ১০০০০ টাকা
  • খ. ৯৫০০ টাকা
  • গ. ৮৫০০ টাকা
  • ঘ. ৮০০০ টাকা

উত্তরঃ ৮৫০০ টাকা

বিস্তারিত

42. আখের নমুনায় ১২.৫% চিনি রয়েছে। ৫০ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন?

  • ক. ৬০০ কেজি
  • খ. ৪০০ কেজি
  • গ. ২৫০ কেজি
  • ঘ. ৫০০ কেজি

উত্তরঃ ৪০০ কেজি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects