সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা
53. ০.১২ + ০.০০১২ + ০.০০০০১২ + ..........ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল -
- ক. ৪/৩৩
- খ. ৪/৯৯
- গ. ১১২/৯৯
- ঘ. ১৪/৯৯
উত্তরঃ ৪/৩৩
56. ০.০৩, ০.১২, ০.৪৮ ....... শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
- ক. ০.৯৬
- খ. ১.৪৮
- গ. ১.৯২
- ঘ. ১.৫০
উত্তরঃ ১.৯২
61. ৮, ১১, ১৭, ২৪, ২৯, ৫৩, ৭৮ .....। ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
- ক. ৯১
- খ. ৯২
- গ. ১০১
- ঘ. ১০২
উত্তরঃ ১০১
64. একটি সমান্তরাল ধারায় ১২তম পদ ৭৭ হলে, তার প্রথম ২৩ পদের সমষ্টি কত?
- ক. ১০৫৬
- খ. ২০২৫
- গ. ১৭৭১
- ঘ. ১১৭৬
উত্তরঃ ১৭৭১
65. যদি -5, p, q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে
- ক. - 2, 9
- খ. 2, 9
- গ. - 2, - 9
- ঘ. 2, - 9
উত্তরঃ 2, 9
67. 1 - 1 + 1 - 1 + 1 - 1 +.......+n সংখ্যক পদের যোগফল হবে -
- ক. 0
- খ. 1
- গ. [1 + (-1)n]
- ঘ. 1/2 [ 1 - (-1)n]
উত্তরঃ 1/2 [ 1 - (-1)n]
68. একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 9 এবং 7ম পদ 60 হলে 12 তম পদটি কত?
- ক. 89
- খ. 100
- গ. 108
- ঘ. 105
উত্তরঃ 105
70. 1 + 1/3 + 1/9......ধারাটির ১ম 5টি পদের সমষ্টি কত?
- ক. 121/81
- খ. 119/81
- গ. 81/121
- ঘ. - 121/81
উত্তরঃ 121/81
There are no comments yet.