বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (BCIC) এর সহকারী রসায়নবিদ ২০১৮ প্রশ্ন সমাধান

১. কোন বানানটি শুদ্ধ? – গীতাঞ্জলি

২. কোন বানানটি শুদ্ধ? –A. নির্মীলিক B. নির্মীলীত C. নির্মিলিত D. নীর্মিলিত [সঠিক উত্তর হবে নিমীলিত]

৩. কোন বানান শদ্ধ? – অভ্যন্তরীণ

৪. ‘বারোয়ারি’ শব্দটির অর্থ কী?    - A.  সার্বজনীন B. বারোমাসি C. উঠান D. সুন্দর [সঠিক উত্তর হবে সর্বজনীন]

৫. ‘আমড়া গাছি করা’ বাগধারাটির অর্থ কী? – তোষামোদি করা

৬. ‘নীপ’ শব্দের অর্থ কী ? – কদম

৭. ‘গরীয়ান’ শব্দটির অর্থ কী? – মহান

৮. ‘নিনাদ’ শব্দের অর্থ কী ? গর্জন

৯. ‘অনুসৃতি’ শব্দের অর্থ কী ? অনুকরণ

১০. ‘তিতিক্ষা’ শব্দের অর্থ কী? - ধৈ র্য্য

১১ – ১৩ : Identify the correct sentence.

১১. Have you ever been to Kuakata?

12. Let us discuss the matter.

13. He entrusted me with this responsibility.

14 – 21 Fill in the gap(s)

14. The old gentleman tumed. – out

15. The new government took – last year. – upon

16. She was remarably – in singing and dancing. – accomplished

17. Javed is annoyed – me. – with

18. A through search of the aircraft was carried – in the airport. – out

19. After initial setback, all – programmers were successful sue to the initiatives of the new dynamic team. – subsequent.

20. A number of refuges – been tumed back at the border. – have

21. They have – their support for our case. – pledged

22-25 : select the appropriate meaning of the word.

22. Ordeal – suffering

23. Tranquil – Calm

24. Pertinent – Relevant

25. Astute – Shrewd

26. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তেলিত হয়েছিল – ১৯৭১ সালের – মার্চ – ২রা

২৭. ‘মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা’ এর রচয়িতা কে? – অতুলপ্রসাদ

২৮. ‘Statue of Unity’ কোথায় অবস্থিত? – গুজরাট

২৯. উত্তরা EPZ কোথায়? – নীলফামারী

৩০. ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের – তম প্রেসিডেন্ট। - ৪৫

৩১. বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের গম্বুজ কয়টি? – একাশি

৩২. কোন দেশের সংসদের নাম ‘দুমা’ – রাশিয়া

৩৩. কানাডার রাজধানীর নাম কী? – অটোয়া

৩৪. শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী শিরিন এবাদী কোন দেশের নাগরিক? – ইরান

৩৫. কোন দেশের নভোচারী সর্বপ্রথম মহাশূন্যে ভ্রমণ করেন? – রাশিয়া

৩৬. মিয়ানমারের মুদ্রার নাম : - কিয়াট

৩৭. ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয় ? – ১৯২১

৩৮. বাংলাদেশের প্রধানমন্ত্রী নিয়োগ দেন কে? – রাষ্ট্রপতি

৩৯. ২০১৮ বিশ্বকাপ ফুটবল কে ‘Golden Ball’ পুরস্কার পেয়েছে? – Modric

৪০. বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় ? – ১ ডিসেম্বর

৪১. একটি স্কুলে ৬০% ছাত্র ইংরেজি এবং ৭০% ছাত্র বাংলায় পাশ করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২০০ জন ছাত্র পাশ করে থাকে তবে ঐ স্কুলে কতজন ছাত্র পরীক্ষা দিয়েছে? – ৫০০

৪২. রাফি, দিপু এবং অপু তিনজন মিলে একটি টেনিস বল কিনলো। অপু যে পরিমাণ টাকা দিলো দিপু তার দ্বিগুণের থেকে ৪ টাকা বেশি দিলো। যদি রাফি ‘ক’ টাকা দিয়ে থাকে তবে দিপু কত টাকা দিলো? – ২ক-২

৪৩. একটি বাক্সে কিছু মার্বেল আছে। যদি ১/৪ ভাগ মার্বেল সরিয়ে ফেলা হয় তবে ঐ বাক্সের ১/৩ ভাগ মার্বেল দিয়ে পূর্ণ থাকবে; অথবা যদি ১০০টি মার্বেল যোগ করা হয় তবে ঐ বাক্সের ১০০% মার্বেল দিয়ে পূর্ণ হয়ে যাবে। ঐ বাক্সে কতগুলি মার্বেল ছিল ? ৮০

৪৪. x ও y  দুটি পূর্ণ সংখ্যা । যদি 9 < x <9 এবং 0 < y < 14 হয় তবে (x-y) এর সর্বোচ্চ মান কত হতে পারে? – কোনোটি নয়

৪৫. আরিফ স্টেশন P থেকে Q তে যাওয়ার জন্য ৫টি টিকেট এবং P থেকে R এ যাওয়ার জন্য ১০টি টিকেট ক্রয় করলো। টিকেট ক্রয় বাবদ সে মোট ৩৫০০ টাকা খরচ করলো। যদি P থেকে Q তে যাওয়ার জন্য ৫টি টিকেট এবং P থেকে R এ যাওয়ার ১টি টিকেটের একত্রিত মূল্য ৮০০ টাকা হয়, তবে P  থেকে Q তে যাবার একটি টিকেটের মূল্য কত টাকা? – ১০০

৪৬. একজন বিক্রেতা একটি বই এর বিক্রয় মূল্যের উপর ৫% ছাড় দিয়ে ক্রয়মূল্যের ‍উপর ২৫% লাভ করলো । যদি ঐ বই এর মূল্য ৩৮০ টাকা হয়ে থাকে তবে ঐ বই এর বিক্রয় মূল্য কত টাকা লেখা ছিল? – ৫০০

৪৭. যদি x একটি পূর্ণ ঋণাত্মক সংখ্যা হয় এবং y = x2 – 5x + 6 হয়, তবে নিচের কোনটি অবশ্যই সঠিক হবে? – y একটি ধনাত্মক জোড় সংখ্যা

৪৮. একজন বিক্রেতা একটি পণ্য ৩০% মূল ছাড় দিয়ে বিক্রয় করায় তার ১৬% লোকসান হলো। পণ্যটি ১০% মূল্য ছাড়ে বিক্রি করলে তার কত ক্ষতি বা লাভ হতো? – ৮% লাভ

৪৯. একজন বিক্রেতা ৩৬০০ টাকা দরে দুটি চেয়ার বিক্রয় করলো। একটিতে ২০% লাভ এবং অন্যটিতে ২০% ক্ষতি হলে সর্বমোট কত টাকা লাভ/ক্ষতি হলো ? – ৩০০

৫০. একটি ক্লাসের  ২৫% ছাত্র ১২০ করে, ৩৫% ছাত্র ৮০ টাকা করে এবং বাকীরা ৬৫ টাকা করে দান করলো যে ছাত্ররা ৮০ টাকা করে দান করলো তারা মোট দানের টাকার কত শতাংশ দিয়েছিল? – ৩৩.৩

৫১. প্রশমন এনথালপি – 57.0 Kj/mole হলে Ba (OH)2(aq) + 2HCI (aq)  BaCI2(aq) + 2H2O (1) – বিক্রিয়াটির এনথালপির পরিবর্তন কত? – 114.0 Kj

৫২. মাটির pH বাড়াতে ব্যবহার করা হয় কোন যৌগটি? – ডলোমাইট

৫৩. CH3OH এবং CH3CH2OH এর মধে পার্থক্য করার জন্য ব্যবহার করা হয় – Iodoform test

৫৪. বড়পুকুরিয়া খনিতে কি ধরনের কয়লা পাওয়া যায়? – Bituminous

৫৫. নিচের কোন যৌগটি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠন করে? – হাইড্রোজেন ফ্লুরাইড

৫৬. নিচের কোন শর্করা ফেহলিং দ্রবণ ও টলেন বিকারককে বিজারিত করতে পারে না? – সুক্রোজ

৫৭. গ্লুকোজ ও ফ্রুক্টোজ পার্থক্যকরণে কোনটি ব্যবহার করা হয় ? – টলেন বিকারক


Exams

Subjects