বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর প্রকিউরমেন্ট অফিসার/ইন্সপেক্টর -২০২১ প্রশ্ন সমাধান

  1. কোনটি নির্দেশক নয়? উত্তর : তম
  2. ক্রিয়ার প্রথম অংশকে কী বলে? উত্তর : ধাতু
  3. বাংলা ভাষায় কারকের সংখ্যা কত? উত্তর : ছয়
  4. নিচের কোনটি ‘গোঁফ খেজুরে’ অর্থ প্রকাশ করে? উত্তর : খুব অলস
  5. ‘সবিতা’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? উত্তর : সূর্য
  6. ক্লীব লিঙ্গ শব্দ কোনটি? উত্তর : গাড়ি
  7. পাশাপাশি ধ্বনির মিলনকে কী বলে? উত্তর : সন্ধি
  8. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস? উত্তর : গুরুরগাড়ি
  9. দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে কী বলে? উত্তর : শব্দজোড়
  10. বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর : ৭টি’
  11. ‘অনুচ্ছেদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর : অনু + ছেদ
  12. গগণে গরজে মেঘ । ‘মেঘ’ কোন কারক? উত্তর : কর্তৃকারক
  13. নিজের চেষ্টায় বড় হও। ‘চেষ্টায়’ কোন কারক? উত্তর : করণ কারক
  14. অর্থ অনর্থ ঘটায়। ‘অনর্থ’ কোন কারক? উত্তর : কর্মকারক
  15. বাঘের ভয়ে সকলে ভীত। ‘বাঘের’ কোন করক? উত্তর : অপাদান কারক
  16. মেঘে বৃষ্টি হয়। ‘মেঘে’ কোন কারক? উত্তর : অপাদান কারক
  17. ‘গণপ্রজাতন্ত্রী’ কোন শ্রেণির শব্দ? উত্তর : তৎসম
  18. ‘লোকে কিনা বলে’ – বাক্যের ‘লোক শব্দের সাথে কোন বিভক্তি যুক্ত আছে? উত্তর : এ
  19. ‘উল্লেখ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর : উৎ + লেখ
  20. ‘উন্নয়ন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর : উৎ + নয়ন
  21. ----among you are from class x? Ans : Who
  22. An adverb does not modify – Ans : Nouns
  23. A ‘bull market’ means  that share prices are – Ans : rising
  24. What is the masculine form of ‘bee’ – Ans : Drone
  25. The correct spelling is – Ans : Humorous
  26. Give the all ---this pen. Ans : but
  27. Choose the indirect speech of the sentence – He said to me ‘Thank you’ Ans : He thanked me
  28. Select the correct sentence – Ans : The man who stole my bag was tall.
  29. Identify the correct synonym for the word ‘Magnanimous’ Ans : Generous
  30. What is the meaning of ‘White Elephant’ Ans : A very costly
  31. The works by fit and srats in the office. Here the words underlined means – Ans : irregularly
  32. Which of the following is a strong verb? Ans : Run
  33. Have you ever----to London? Ans : been
  34. He struck me on---head. Ans : the
  35. ‘Life is not a bed roses’ means – Ans : Life is a painful journey
  36. Please lean the ladder----the wall. Ans : against
  37. Which one of the verb? Ans : Reopen
  38. Which one is a material noun? Ans : Meat
  39. Have you finished---the book? Ans : reading
  40. Which English poet is known as the poet of nature? Ans : William Wordsworth
  41. সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র – উত্তর : ভূমি * উচ্চতা
  42. একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, সংখ্যাটি কত? উত্তর : ৪৩
  43. ১, ১, ২, ৩, ৫. ৮, ১৩, ২১…….ধারার ১০ম পদটি কত? উত্তর : ৫৫
  44. একটি পঞ্চভূজের সমষ্টি – উত্তর : ৬ সমকোণ
  45. ২/৫ এর ২৫% সমান কত? উত্তর : ০.১
  46. একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের কতগুণ? উত্তর : ২রুট২
  47. কোন ত্রিভুজের বহিঃস্থ ও অন্তঃস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত? উত্তর : ১৮০
  48. ২টি পরস্পর পূরক কোণের মধ্যে একটি ৩৫ হলে অপরটি কত? উত্তর : ৫৫
  49. .২ * .০১ * .০০৭ * ২ = ? উত্তর : .০০০০২৮
  50. নীচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? উত্তর : ৩/৪
  51. পিতা ও পুত্রের বয়সের বর্তমান সমষ্টি ৮০। পিতার বয়স ৩ গুণ হলে পুত্রের বয়স ১০ বছর পরে কত হবে? উত্তর : ৩০
  52. 6x2 – 7x + 5 এর একটি উৎপাদন 3x – 5 হলে অপরটি – উত্তর :  6x2 – 7x + 5 এর স্থলে 6x2 – 7x – 5 হলে সঠিক উত্তর হবে (2x+1)
  53. একটি আয়তাকার ক্ষেত্রের বিস্তারের চেয়ে ৩ গুণ বড় ও  ৪৮ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ক্ষেত্রের পরিসীমা কত? উত্তর : ১২৮
  54. ৯০ ও ১০০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা – উত্তর : ১
  55. পাঁচ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল হতে ১ কম কোনটি? উত্তর : ১০৯৯৯৮
  56. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে ১২, ১৮ ও ২৪ দ্বারা বিভাজ্য – উত্তর : ৭০
  57. a2 – 4a + 3 = 0 হলে a এর মান কত? উত্তর : [অপশন গুলো 3, 1, ২,  ক এবং গ] সঠিক উত্তর : 3, 1
  58. দুইটি সংখ্যার ল. সা. গু. ১৪৪ ও গ.সা.গু. ১২। একটি সংখ্যা ৪৮ হলে অপরটি কত? উত্তর : ৩৬
  59. ১ বর্গমাইল কত একর? উত্তর : ৬৪০
  60. তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ছোট সংখ্যাটি কত? উত্তর : ৪০
  61. ঐতিহাসিক ‘ছয় দফায়’ কোন বিষয়টি অন্তর্ভূক্ত ছিল না? উত্তর : বিচার ব্যবস্থা
  62. ১৯৬৯ সালের কোন তারিখের জনসভায় ‘বঙ্গবন্ধু’ ‍উপাধি দেওয়া হয়? উত্তর ::: ২৩ ফেব্রুয়ারি
  63. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? উত্তর : মহাস্থানগড়
  64. মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? উত্তর : ১০ নং সেক্টর
  65. বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি? উত্তর : পেট্টাপোল
  66. বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কোন সালে? উত্তর : ১৯৭৪
  67. বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? উত্তর : ৩টি
  68. বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি? উত্তর : মিরসরাই
  69. আজকে বাংলা সনের কত তারিখ? উত্তর : [১০ সেপ্টেম্বর ২০২১] বাংলা তারিখ ছিল ২৬ শে ভাদ্র ১৪২৮
  70. অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি রং ব্যবহার করা হয়? উত্তর : ৫টি
  71. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? উত্তর : মুশফিক
  72. কোন গ্রহের তাপমাত্রা অধিক বেশি? উত্তর : শুক্র
  73. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? উত্তর : লৌহ
  74. ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটি? উত্তর : বিটকয়েন
  75. Android অপারেটিং সিস্টেম কী ধরনের প্লাটফর্ম? উত্তর : ওপেন সোর্স
  76. বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? উত্তর : কনস্ট্যান্টিনেপাল
  77. আন্তর্জাতিক নারী দিবস কবে? উত্তর : ৮ মার্চ
  78. ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায়? উত্তর : প্যারিস
  79. মাত্র ১টি সংসদীয় আসন কোন জেলায়? উত্তর : রাঙ্গামাটি
  80. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তর : কামরুল হাসান

Exams

Subjects