জীবন বীমা কর্পোরেশন এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ২০২১ এর প্রশ্ন সমাধান

বাংলা অংশের সমাধান :

  • ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম কোনটি? উত্তর : শূন্যপুরাণ
  • তুরা এর বিপরীত শব্দ কোনটি? ‍উত্তর : বিলম্ব
  • নিচের কোনটি শুদ্ধ বানান? উত্তর : টানাপোড়েন
  • ‘মেছো’ শব্দের প্রকৃতি কি? উত্তর : মাছ + উয়া>ও
  • চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল? উত্তর : ধর্ম চর্চা
  • শূন্যপূরাণ’ গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত? উত্তর : ৫১টি
  • ‘ফেরারী ডায়েরী’ কোন পটভূমিকায় রচিত? উত্তর: মুক্তিযুদ্ধের
  • কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়? উত্তর : জামিদারি
  • ‘গালিচা’ কোন ভাষার শব্দ ? উত্তর : ফারসি
  • ‘দ্বেষ’ এর বিশ্লেষণ রূপ কী? উত্তর : দ্বিষ্ট
  • ‘ঝিনুক’ এর সমার্থক শব্দ কোনটি? উত্তর : শুক্তি
  • লায়লী মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের ? উত্তর : ইরান
  • রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ? উত্তর : কাব্যগন্থ
  • কোনটি ব্যতিহারিক সর্বনাম ? উত্তর : নিজে-নিজে
  • ‘বিচিত চিন্তা’ কী জাতীয় রচনা? উত্তর : প্রবন্ধ
  • ‘নীবন মাধব’ কোন উপন্যাসের চরিত্র? উত্তর : নীলদর্পণ
  • ‘নকিব’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর : আরবি
  • কোনটি যোগরূঢ় শব্দ? উত্তর :মহাযাত্রা
  • রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন? উত্তর :
  • শামসুর রাহমানের আত্মজীবনী কোনটি? উত্তর : কালের ধূলোয় লেখা

ইংরেজি অংশের সমাধান :

  • What is the verb form of ‘office’. Ans : officiate
  • This book is yours, here ‘this’ is an – ans : adjective
  • ‘Elegy’ is – ans : song of lamentation
  • Identify the singular number? Ans :formula
  • Which is correct? Ans : Guarantee
  • The world is infected----corona virus. Ans : with
  • A serious play with a sad ending is called a – ans : tragedy
  • Which one of the following is not written by Shakespeare? Ans : Dr. Faustus
  • The antonym of ‘plaintiff’ is – ans : defendant
  • Attach the CV---your application. Ans : to
  • Identify the masculine gender? Ans : The sun
  • She has --- her hair a beautiful shade of brown? Ans : dyed
  • The profession of teaching is known as – pedagogy
  • A rolling stone gathers no moss. Here ‘rolling’ is – ans : participle
  • Your conduct admits--- no excuse. Ans : of
  • Which of the following words can be used as a verb? Ans : master
  • ‘Gitanjoli’ of Rabindranath Tagore was translated by – ans : W.B. Yeats
  • Water is changed ---vapor. Ans : into
  • A building to keep grains – ans : granary
  • ‘Smell a rat’ means – ans : suspect something

গণিত অংশের সমাধান :

  • ভাজক ভাগফলের দশগুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত? উত্তর : ০.০২৫
  • ১২৫ এর ১২৫% = কত? উত্তর : ১৫৬.২৫
  • পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ২। ৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? উত্তর :  
  • বার্ষিক শতকরা মুনাফার হার ১২ টাকা হলে ২০০০ টাকার ৫ বছরের মুনাফা কত? উত্তর : ১২০০
  • একই মুনাফা হারে কোন আসল ৬ বছরে মুনাফা-আসরে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে? উত্তর : ১২ বছরে
  • নিচের কোনটি মৌলিক সংখ্যা? উত্তর : ৫৯
  • ২০ এর ২০% = কত? উত্তর : ৪
  • বৃত্তস্থ সামন্তরিক একটি --? উত্তর : আয়তক্ষেত্র
  • গমের মূল্য ১৫% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। ১ কেজির বর্তমান মূল্য কত? উত্তর : ৯ টাকা
  • একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে ত ছোট। সংখ্যাটি কত? উত্তর : ৭৮৬
  • ২৫০ টাকার শতকরা কত সমান ১০ টাকা? উত্তর : ৪%
  • দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক তৃতীয়াংশ। সংখ্যা দুটির অনুপাত কত? উত্তর : ২ : ১
  • বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদ আসলে ৫৫৮ টাকা হবে? উত্তর :৪ বছরে
  • X ও y উভয় বিজোড় সংখ্যা হলে জোড় সংখ্যা কোনটি? উত্তর : x+y
  • বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল কত? উত্তর : ১৮০ ডিগ্রি
  • 2x = 3y + 5 হলে 4x – 6y = কত? উত্তর : 10
  • 3x + xy + 3z = 90 হলে x,y,z এর গড় মানকত? উত্তর : 10
  • ৩টি সংখ্যার গড় ৩৩, দুইটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত? উত্তর : ৩৩
  • a+b = 5 এবং a – b = 3 হলে ab  এর মান কত? উত্তর : 4
  • ৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে? উত্তর : ৯টি

সাধারণ জ্ঞান অংশের সমাধান :

  • সরকার ঘোষিত ‘ঐতিহাসিক দিবস’ কোনটি? উত্তর : ৭ মার্চ
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর : এমএজি ওসমানী
  • বাংলাদেশের সরকার ব্যবস্থা কি ধরনের? উত্তর : সংসদীয় গণতন্ত্র
  • ২০২১ সালে কোন শিক্ষা প্রতিষ্ঠানটির শতবর্ষ পালিত হয়? উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়
  • জীবন বীমা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর : ১৯৭৩
  • বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? উত্তর : ২টি
  • ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? উত্তর : ১৩টি
  • বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? উত্তর : ১০ : ৬
  • বাংলাদেশের সরকার প্রধান কে? উত্তর : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী কে নিয়োগ দেন? উত্তর : রাষ্ট্রপতি
  • সম্প্রতি ভয়াবহ দাবানলের সম্মুখীন দেশ – উত্তর : অস্ট্রেলিয়া
  • কোপেনহেগেন কোন দেশের রাজধানী? উত্তর : ডেনমার্ক
  • বিশ্বে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? উত্তর : যুক্তরাষ্ট্র
  • কমনওয়েলথ এর প্রধান কে? উত্তর : দ্বিতীয় এলিজাবেথ
  • বিশ্বব্যাপী ‘বাঘ দিবস’ পালিত হয় – ২৯ জুলাই
  • ‘ব্লু ইকোনমি’ কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? উত্তর : সমুদ্র অর্থনীতি
  • ২০২১ সালে ‘এশিয়া কাপ ক্রিকেট’ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর : শ্রীলংকা
  • করোনা ভাইরাস প্রতিরোধে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৫০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়? উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র
  • আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? উত্তর : চীন

  • HDI ধারণাটি কোন সংস্থার উদ্ভাবন? উত্তর : UNDP

Exams

Subjects