সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার -২০২১ এর সমাধান

১. এক কথায় প্রকাশ

  • ফল পাকলে যে গাছ মরে যায় - ঔষধি।
  • যে ব্যক্তি দুই হাত সমান চলে - সব্যসাচী।
  • যে বিষয়ে কোনো বির্তক নেই - অবিসংবাদী।
  • দুইবার জন্মে যে - দ্বিজ।

২. বাগধারা

  • অর্ধচন্দ্র - গলা ধাক্কা দেওয়া।
  • আটকপালে - হতভাগ্য।
  • তামার বিষ  - অর্থের কু-প্রভাব।
  • গৌরচন্দ্রিকা - ভূমিকা।
  • বকধার্মিক - ভন্ড।

৩. সন্ধি বিচ্ছেদ

  • প্রত্যুষ = প্রতি + ঊষ।
  • গোষ্পদ = গো + পদ।
  • শঙ্কা = শম + কা।
  • দ্যূলোক = দিব + লোক।

৪. বানান শুদ্ধি

  • তীগ্রী - ডিগ্রী।
  • বুদ্ধিমতি - বুদ্ধিমতী।
  • মুলত - মূলত
  • নিশব্দ - নিঃশব্দ।
  • প্রনিত - প্রনীত।

৫. অনুবাদ

  • অল্প বিদ্যা ভয়ংকারী - A little learning is a dangerous things.
  • আমার গরম লাগছে - I feel hot.
  • সকাল থেকে বৃষ্টি হচ্ছে - It has been raining since morning.
  • আমার গ্রামে দুইট স্কুল আছে - I have two schools in my village.
  • ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল - The patient had died before the doctor came.

৬. Phrases & Idoims

  • Burning question - গুরুত্বপূর্ণ বিষয়।
  • Get rid of - মুক্তি পাওয়া।
  • Bad blood - শত্রুতা।
  • By turns - গতি বদলানো।
  • At sixes and sevens - এলোমেলো।

৭. Fill the gap

  • He is too weak - walk. - to
  • She lives - the USA. - in
  • He is - one eyed man . - a
  • She is very good - mathematics. - at
  • We should not hanker - wealth. - after

৮. Transform the following sentence

  • Man is mortal. (negative) - Man is not immortal.
  • Shut the door. (passive) - Let the door be shut.
  • I called him (passive) - He was called by me.
  • This sight is very beautiful (exclamatory) - How beautiful this sight is!
  • He is the best boy. (comparative) -  He is better than any other boy in the class.

৯. নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকা হিসেবে ২ কেজি সন্দেশ ক্রয় করলো। ভ্যাটের হার শতকরা ৪ টাকা হলে সে সন্দেশ ক্রয় বাবদ দোকানদারকে কত টাকা দিবে? - ৫২০টাকা

ব্যাখ্যা:

২ কেজি সন্দেশের মূল্য = ২৫০ * ২ = ৫০০ টাকা

১০০ টাকায় ভ্যাট দিতে হয় ৪ টাকা

৫০০        “         “        “ (৪ * ৫০০/১০০) টাকা = ২০ টাকা ৎ

দোকন দারকে দিবে ৫২০টাকা।

১০. p - 1/p = 8 হলে প্রমাণ করুন যে, p^2+1/p^2 = 66

১১. দুইটি সংখ্যার যোগফল ১০০ এবং বিয়োগফল ২০ হলে সংখ্যা দুইটি নির্ণয় করুন। - ৬০, ৪০

ব্যাখ্যা :

ছোট সংখ্যা =( সংখ্যাদ্বয়ের যোগফল - সংখ্যাদ্বয়ের বিয়োগফল) /২ = (১০০ - ২০) / ২ = ৪০

বড় সংখ্যা = ( সংখ্যাদ্বয়ের যোগফল + সংখ্যাদ্বয়ের বিয়োগফল) /২ = (১০০ + ২০) / ২ = ৬০

১২. প্রশ্নগুলোর উত্তর দিন

  • চতুর্ভূজের চার কোণের সমষ্টি - ৩৬০ ডিগ্রী।
  • ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র - ১/২* দৈর্ঘ্য * প্রস্থ।
  • ০.০৩ * ০.০২ - ০.০০০৬
  • ১০০ ডিগ্রী এর সম্পূরক কোণ -৮০ ডিগ্রী।
  •  সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে - অতিভুজ।

১৩. প্রশ্নগুলোর উত্তর দিন

  • রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম - বঙ্গভবন।
  • বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা - ভোলা।
  • রেসকোর্স ময়দানের বর্তমান নাম - সোহরাওয়ার্দী উদ্যান।
  • বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় - ২ মার্চ।
  • সোয়াচ অব নো গ্রাউন্ড অবস্থিত - বঙ্গোপসাগরে।
  • সার্কের সদর দপ্তর - কাঠমুন্ডু, নেপাল।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম - জো বাইডেন।
  • ILO এর পূর্ণরূপ - International Labour Organization
  • অস্থায়ী মুজিবনগর সরকার কোন তারিখে গঠিত হয় - ১০ এপ্রিল ১৯৭১।
  • ঐতিহাসিক ছয় দফা ঘোষিত হয় - ৩ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে।
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন - ১০ জানুয়ারি ১৯৭২সালে।
  • বাঁশের কেল্লা নির্মান করেন - তিতুমীর।
  • উত্তরা নগভবন অবস্থিত - নাটোরে।

Exams

Subjects