NSI এর ওয়্যারলেস অপারেটর/হিসাবরক্ষক কাম-ক্যাশিয়ার
বাংলা অংশের
সমাধান :
- ‘দুচ্চরিত্র’
শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? উত্তর : দুঃ + চরিত্র
- ‘জনৈক’ শব্দটির
সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? উত্তর : জন + এক
- ‘ইত্যাদি’
শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? উত্তর : ইতি + আদি
- চলচ্চিত্র’
শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? উত্তর : চলৎ + চিত্র
- ‘গবেষণা’
শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? উত্তর : গো + এষণা
- ‘জ্বিন-পরি’
সমাসটি কোন শব্দযোগে সাধিত হয়? উত্তর : মিলনার্থক
- ‘মহারাজ’
কোন সমাসের উদাহরণ? উত্তর : কর্মধারয়
- ‘শীতার্তকে
বস্ত্র দাও – এখানে শীতার্তকে কোন কারকে কোন বিভক্তি? উত্তর : সম্প্রদানে ষষ্ঠী
- যেখানে বাঘের
ভয়, সেখানে সন্ধ্যা হয় – এখানে বাঘের কোন কারকে কোন বিভক্তি? উত্তর : অপাদানে ষষ্ঠী
- ‘অথৈ জল’
বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে? উত্তর : ভীষণ বিপদ
- ‘গীতাঞ্জলি’
কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর
- ‘কবর’ কবিতার
রচয়িতা কে? উত্তর : জসীমউদদীন
- ‘ইউসুফ জুলেখা’
মর্সিয়া সাহিত্যের লেখক কে? উত্তর : আব্দুল হাকিম
- আকাশ ও পৃথিবীর
অন্তরাল’ এর এক কথায় প্রকাশ নিচের কোনটি? উত্তর : ক্রন্দসী
- ‘আদরের সাথে’
এর এক কথায় প্রকাশ নিচের কোনটি? উত্তর : সাদরে
- ‘অনেকের মধ্যে
এক’ এর এক কথায় প্রকাশ নিচের কোনটি? উত্তর : অন্যতম
- ‘অকালের বাদলা’
বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে? উত্তর : অপ্রত্যাশিত বাঁধা
- ‘বিষাদ সিন্ধু’র
রচয়িতা কে? উত্তর : মীর মোশাররফ হোসেন
- শুদ্ধ বানান
কোনটি? উত্তর : মুমূর্ষু
- ‘সূর্য’ এর প্রতিশব্দ নিচের কোনটি? উত্তর : আদিত্য
ইংরেজি অংশের
সমাধান :
- Our
examination ----on 13 october 2021. Ans : is beginning
- Raj and
his family---here since March 2015. Ans : have been living
- Hazi
Mohsin was ---the poor. Ans : kind to
- আমার একটি
কুকুর ছিলো – Ans : I had a dog.
- Choose
the correct sentence. Ans : How old are you?
- You
should abide ---the rules. Ans: by
- He
prefers milk --- tea. Ans : to
- He left
---home. Ans : অপশন গুলো from, of, for, none of these উত্তর হবে none of these
- He
was accused---theft. Ans : of
- She was
absent ---meeting. Ans : from
- Verb of
the word false is – Ans : falsify
- The
correct passive form of ‘you must shut these doors’ is – Ans : These doors must
be shut by you.
- You said
to me, ‘You are right’ Indirect form is – Ans : You told me that I was right.
- If I
---rich, I would travel around the world. Ans : were
- ‘Run
into debt’ is – Ans : idiom
- I am not
bad –Tennis. Ans : at
- ‘A
speech full of too many word’ is – Ans : a verbose speech
- The
correct spelling is – Ans : Humorous
- Find out
the correct translation – সকাল থেকে গুড়ি গুড়ি হচ্ছে’ – Ans : It has been
drizzling since morning.
- The team is ---eleven players. Ans : made up of
গণিত অংশের সমাধান :
- একজন ট্রাক
ড্রাইভারকে ৪ ঘণ্টায় ১৮০ মাইল অবশ্যই ভ্রমণ করতে হবে। যদি সে প্রথম ৩ ঘণ্টায় ৫০ মাইল
বেগে যায়, তবে শেষ ঘণ্টায় সে কত মাইল বেগে যাবে? উত্তর : ৩০
- ১০০ * ০.১২
= কত? উত্তর : ১২
- কোন সংখ্যাটি
বৃত্ততম? উত্তর : ০.৬
- কোন বৃহত্তম
সংখ্যা দ্বারা ১০২ এবং ১৮৬ কে ভাগ করলে প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে? উত্তর : ১২
- কোন মেশিনের
একটি পণ্য উৎপাদনে ২/৩ মিনিট লাগে। ঐ মেশিনটি ২ ঘণ্টায় কয়টি পণ্য উৎপাদন করবে? উত্তর
: ১৮০
- ১/১০ টাকায়
১/৪০ টাকা লাভ হলে, শতকরা লাভের হার কত? উত্তর : ২৫
- ১২ জন শ্রমিক
৩ দিনে ৭২০ টাকা আয় করে। ৯ জন শ্রমিক কত দিনে সম পরিমাণ টাকা আয় করে? উত্তর : ৪ দিনে
- যদি ৬টি ঘোড়া
৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ঐ সময়ে ২৫ সের ছোলা খাবে? উত্তর : ৫
- ৫০০০ টাকার
৫ বছরের সুদ ১০০ টাকা হলে, ২০০০ টাকার ৫ বছরের সুদ কত টাকা হবে? উত্তর : ২০০০ এর পরিবর্তে
২০০০০ হলে সঠিক উত্তর হবে ৪০০।
- ঢাকা ও চট্রগ্রামের
দূরত্ব ৩০০ কি.মি.। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে বিকাল ৩ টায় চট্টগ্রাম পৌঁছে।
ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল? উত্তর : ৩৭.৫ কি.মি.
- (a+b)2 =
? উত্তর : a2 + 2ab + b2
- (a-b)2 =
? উত্তর : a2 – 2ab + b2
- একটি বর্গাকৃতি
ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার হলে, এর ক্ষেত্রফল কত? উত্তর : ১২১ বর্গমিটার
- একটি ত্রিভুজের
ভূমি ১০ মিটার এবং উচ্চতা ৪ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? উত্তর : ২০
- ১২০ কোণের সম্পূরক কোণ কত? উত্তর : ৬০ ডিগ্রীসাধারন
জ্ঞান অংশের সমাধান :
- BIMSTEC –ভুক্ত
দেশের সংখ্যা কয়টি? উত্তর : ৭টি
- জাতিসংঘের
বর্তমান মহাসচিবের নাম কি? উত্তর : অ্যান্টিনিও গুতেরেস
- যুক্তরাষ্ট্রের
ভাইস প্রেসিডেন্টের নাম কী? উত্তর : কমলা হ্যারিস
- সুমাত্রা
দ্বীপ কোন দেশের অংশ? উত্তর : ইন্দোনেশিয়া
- এভারেস্ট
জয়ী প্রথম বাঙালি কে? উত্তর : সত্যব্রত দাস
- পানামা খাল
কোন মহাদেশে? উত্তর : উত্তর আমেরিকা
- মহোঞ্জোদারো
সভ্যতা কোথায় অবস্থিত? উত্তর : সিন্ধু প্রদেশে
- মার্কিন যুক্তরাষ্ট্র
কখন আফগানিস্তান হতে তাদের সৈন্য প্রত্যাহার সমাপ্ত করে? উত্তর : ৩১ আগষ্ট ২০২১
- জাতিসংঘের
দিবস পালিত হয় কবে? উত্তর : ২৪ অক্টোবর
- রেডক্রস প্রতিষ্ঠিত
হয় কবে? উত্তর : ১৮৬৩ সালে
- বাংলাদেশ
সরকারের বর্তমান অর্থমন্ত্রীর নাম কী? উত্তর : আ.ফ.ম. মোস্তফা কামাল
- ‘মাদার অব
হিউম্যানিটি’ কাকে বলা হয়? উত্তর : শেখ হাসিনা
- বাংলা ভাষার
জন্য প্রাণ দিয়েছেন নিচের কে? উত্তর : সালাম
- ‘সালাম সালাম
হাজার সালাম’ গানটির গায়ক কে? উত্তর : আব্দুল জব্বার
- মুক্তিযুদ্ধে
কয়জনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়? উত্তর : ৭জন
- Binary পদ্ধতিতে
কয়টি প্রতীক ব্যবহার করা হয়? উত্তর : ২টি
- Facebook
এর Inventor কে? উত্তর : Mark Zuckerberg
- কনসার্ট ফর
বাংলাদেশ-১৯৭১ এর প্রধান শিল্পী কে? উত্তর : জর্জ হ্যারিসন
- বাংলাদেশের
মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর : Indira Gandhi
- বাংলাদেশের
সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেয়া যায়? উত্তর : কাঞ্চন জঙ্গা
- বাংলাদেশ-ভারত
ছিটমহল বিনিময় করা হয় কবে? উত্তর : ১ আগষ্ট ২০১৫
- বাংলাদেশের
রাষ্ট্রপতির সরকারি দফতরের নাম কী? উত্তর : বঙ্গ ভবন
- কম্পিউটারের
জনক বলা হয় কাকে? উত্তর : চার্লস ব্যাবেজ
- Windows
System এর সহিত কার নাম জড়িত? উত্তর : Bill Gate
- নিম্নের কোনটির
memory capacity সর্বোচ্চ? উত্তর : Kilo byte, megabyte, tera byte, none of them সঠিক
উত্তর : none of them