Security Service Division (SSD) এর অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পরীক্ষা – ২০২১ এর প্রশ্ন সমাধান

বাংলা অংশ সমাধানঃ 

১. অপসংস্কৃতি বর্তমান সমাজ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন?

উত্তর : নিজে চেষ্টা করুন।

২. অর্থসহ বাক্য লিখুন:

·        অগ্নিশর্মা - অত্যন্ত রাগান্বিত হওয়া।

·        আদিখ্যেতা - ন্যাকামি।

·        আঁধার ঘরের মানিক – প্রিয়বস্তু।

·        কংস মামা – নির্মম আত্মীয়।

·        ঘাটের মড়া – অতিবৃদ্ধ।

৩. প্রকৃতি, প্রত্যয় ও প্রত্যয়ের নাম লিখুন :

·        অন্তিম – অন্ত + ইম

·        পঠিত – পঠ + ক্ত

·        বুদ্ধিমান – বুদ্ধি + মতুপ

·        দীপ্যমান – দীপ + মানচ

·        মহিমা – মহৎ + ইমন

৪. দাগাঙ্কিত শব্দের কারক বিভক্তি নির্ণয় করুন। 

·        বোটা আলগা ফল গাছে থাকে না। উত্তরঃ অপাদানে প্রথমা বা শূণ্য বা বিভক্তি

·        গাঁয়ে মানেনা আপনি মোড়ল।  উত্তরঃ কর্তৃকারকে সপ্তমী

·         জিজ্ঞাসিব জনে জনে।  উত্তরঃ কর্মেমী 

·         শিকারী বিড়াল গোঁফে চেনা যায়। উত্তরঃ করণ কারকেমী

·          দেহে প্রাণ নেই=উত্তরঃ অধিকরণে শূণ্য বিভক্তি 

৫. ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন :

·        শান্তশিষ্ট -উত্তরঃ যিনি শান্ত তিনিই শিষ্ট=শান্তশিষ্ট  (কর্মধারয় সমাস)  

·        মহানবী - উত্তরঃ মহান যে নবী = মহানবী (কর্মধারয় সমাস)  

·        বিলাত ফেরত - উত্তরঃ বিলাত থেকে ফেরত=বিলাত ফেরত ( তৎপুরুষ সমাস

·        সহোদর - উত্তরঃ সহ (সমান) উদর যার= সহোদর (বহুব্রীহি

·        প্রবচন - উত্তরঃ প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন ( প্রাদি

৬. সন্ধি বিচ্ছেদ করুন:

·        তস্কর -   তৎ+কর 

·        পরস্পর - পর + পর

·        সুবন্ত -  সুপ্‌ + অন্ত

·        অন্বেষণ -  অনু + এষণ 

·        বনৌষধি -  বন+ওষধি 

 

৭. বাংলায় অনুবাদ করুন :

Once upon a time , a dove and a bat were very good friends. One day the two friends decided to set out on a journey. They flew over the rivers and hills and came to a big jungle. Both the friends were very tired, they needed to sit down and take a rest. A storm rose, the dove and the bat started to look for a shelter.

 

উত্তর : একসময়, একটি ঘুঘু এবং একটি বাদুর খুব ভাল বন্ধু ছিল। একদিন দু'জন বন্ধু যাত্রা শুরু করল। তারা নদী এবং পাহাড়ের উপর দিয়ে উড়ে এসে একটি বড় জঙ্গলে এসেছিল। উভয় বন্ধু খুব ক্লান্ত ছিল, তাদের বসে বিশ্রাম নেওয়ার দরকার ছিল। একটি ঝড় উঠল, ঘুঘু এবং বাদুড় একটি আশ্রয়ের সন্ধান করতে লাগল।
ইংরেজি অংশের সমাধান :
 

৮. Fill in the gaps.

·        The Children were entrusted—– care of their parents. উত্তরঃ to

·        He insisted—–there. উত্তরঃ on my going

·        The Train runs——- time. উত্তরঃ on

·        I do not know———-swim. উত্তরঃ how to

·        Sakib is ————a famous cricketer——-a famous actor. উত্তরঃ one of, but Sakib khan is

৯. Translate into English. 

·        আমি নাচতে জানিনা  -  I do not know how to dance.

·        ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন - Bangabandhu was assassinated along with his family On 15 August 1975

·        পদ্মা সেতু আমাদের অহংকার, যা নিজস্ব অর্থায়ানে নির্মিত - The Padma Bridge is our pride, which is built with our own funds.

·        ঢাকা খুব ব্যস্ত শহর -  Dhaka is one of the busiest city. 

·        জনাব আসাদুজ্জামান খান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীMr. Asaduzzaman Khan is the Home Minister of Bangladesh. 

১০. Elaborate the following.

·        RADP -  Regional Agricultural Development Program

·        CIRDAP -  Centre on Integrated Rural Development for Asia and the Pacific

·        NTMC -  National Telecommunication Monitoring Centre

·        UCEP -  Underprivileged Children’s Educational Programs

·        COVID-19 -  Coronavirus disease of 2019

১১. Who is the writer of this books. 

·        A passage of India -  E. M. Forster

·        Crime and Punishment -  Fyodor Dostoevsky

·        Midsummer Night’s Dream - William Shakespeare

·        Caesar and Cleopetra - George Bernard Shaw

·        The Old man and the sea -  Ernest Hemingway     

১২. Write down the synonyms. 

·        Abortive (গর্ভপাত) -  Vain 

·        Agitation (আন্দোলন) -  anxiety

·        Colossal (বিশাল) -  Huge 

·        Paramount - Supreme 

·        Mammoth (বিশাল) -  Giant

গণিত অংশ সমাধানঃ 

 

১৩. কোন আসলবছরে মুনাফা- আসলে ৫৫০০ টাকা হয় মুনাফা আসলের ৩/৮ অংশ হলে. আসল মুনাফার হার নির্ণয় করুন।

উত্তরঃ আসল ৪০০০ টাকা মুনাফার হার ২৫/২% 

১৪. ২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝের কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০ টাকা খরচ হয়। যদি ওই কামরাটির প্রস্থমিটার কম হতো, তবে ৬০০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত?

উত্তরঃ ২০ মিটার 

১৫. মান নির্ণয় করুন: x2+(1/x)2=3   হলে,   (x2-1/x2) 3  এর মান কত?

উত্তরঃ 5√5

১৬. উৎপাদকে বিশ্লেষণ করুন:  x2-3x-28

উত্তরঃ (x-7) (x+4)

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

১৭. সংক্ষেপে উত্তর দিন

·        ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? - উত্তরঃ ৩০ তম (কিন্তু অনেক বইয়ে প্রচলিত ৩১ তম)

·        কনসার্ট ফর বাংলাদেশেবাংলাদেশগানটিকে পরিবেশন করেন? - উত্তরঃ জর্জ হ্যারিসন 

·        জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা দুটি বইয়ের নাম লিখুন। উত্তরঃ অসমাপ্ত আত্মজীবনী (২০১২) কারাগারের রোজনামচা (২০১৭)  

·        ] জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিকমার্চের ভাষণ কোন তারিখেইউনেস্কো মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালরেজিস্টারে  অন্তর্ভুক্ত করা হয়েছে? - উত্তরঃ ৩০ অক্টোবর ২০১৭

·        কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান? - উত্তরঃ ক্যাপ্টেন সেতারা বেগম

·        কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছিলেন? - উত্তরঃ নিউজ উইরুল (উইকস) [৫ এপ্রিল ১৯৭১]

·        রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? - উত্তরঃ দ্বিতীয় ভাগেরনং অনুচ্ছেদে

·        নদীর চর জাগলে যারা চাষাবাদ করে তাদের কি বলা হয়? - উত্তরঃ  নদী পয়স্তী

·        নাফ নদীর উৎপত্তিস্থল কোথায়? - উত্তরঃ নাফ নদী মূলত বঙ্গোপসাগরের একটি বর্ধিত অংশ

·        হাইল হাওর কোন জেলায় অবস্থিত? - উত্তরঃ মৌলভীবাজার

·        পেন্সিল তৈরিতে কোন কাঠ ব্যবহৃত হয়? - উত্তরঃ ধুন্দল

·        মূল্য সংযোজন কর বাংলাদেশ কবে চালু হয়? - উত্তরঃ ১৯৯১ সালে

·        উত্তরা গণভবন কোথায় অবস্থিত? - উত্তরঃ নাটোর

·        বাংলাদেশ কত সালে ক্রিকেট খেলায় টেস্ট স্ট্যাটাস অর্জন করে? - উত্তরঃ ২৬ জুন, ২০০০ সাল

·        পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম লিখুন? - উত্তরঃ দক্ষিণ মহাসাগর

·        পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি? - উত্তরঃ হংকং (৮৫.২৯) আর জাপান ৮৫.০৩

·        ভিয়েতনামের মুদ্রার নাম কি? - উত্তরঃ ডং

·        বাংলাদেশের জাতীয় জরুরী সেবা প্রদানকারী নম্বর কোনটি? - উত্তরঃ ৯৯৯

·        বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ কবে উৎক্ষেপণ করা হয়? - উত্তরঃ বাংলাদেশ সময় ১২ মে ২০১৮ আর আমেরিকার সময় ১১ মে ২০১৮

·        মূল পদ্মা সেতুর দৈর্ঘ্য লিখুন? - উত্তরঃ মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি:মি

Exams

Subjects