জীবন বীমা কর্পোরেশন এর উচ্চমান সহকারী পরীক্ষা -২০২১ এর প্রশ্ন সমাধান
বাংলা অংশের সমাধান :
- কোন বানানটি শুদ্ধ নয়? উত্তর : উর্দ্ধ
- কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উত্তর : উপভোগ
- কোনটি ‘শোক’ শব্দের বিপরীত শব্দ? উত্তর: হর্ষ
- ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ? উত্তর : অর্ধ-তৎসম
- লাজ কোন ধরনের শব্দ? উত্তর : বিশেষ্য
- কিসের ভেদে ক্রিয়ার রূপে কোন পার্থক্য হয় না? উত্তর : বচনভেদে
- আনপাশ্রু শব্দটি কোন সমাস? উত্তর : রূপক
- কবি গোবিন্দ লাল কার ভাবশিষ্য ছিলেন? উত্তর : বিদ্যাপতি
- কোনটি গল্পগ্রন্থ? উত্তর : শিউলিমালা
- ‘দৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর : দ্বীপ
+ অয়ন
- মধ্যযুগের কবি নন কে? উত্তর: জয়নন্দী
- ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক কোনটি? উত্তর : উৎকর্ষ
- বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ’কল্লোল’ কত সালে
প্রথম প্রকাশিত হয়? উত্তর :১৯২৩
- সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? উত্তর : সংস্কৃত
- নসীরনামা’ কাব্য কার রচনা? উত্তর : কবি মরদন
- প্রত্যয় সাধিত শব্দ কোনটি? উত্তর : জেলে
- বিসর্গ (ঃ) বর্ণটি কোন বর্গের রূপান্তর? উত্তর : হ
- কোনটি নজরুল ইসলামের উপন্যাস? উত্তর : কুহেলিকা
- কোন পদের আগে ‘অজস্র’ বসালে বহুবচন হয়? উত্তর : বিশেষ্য
- কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? উত্তর : শেষলেখা
ইংরেজি অংশের সমাধান :
- I wish I----- a king! Ans : were
- Opposite gender of ‘Administrator’ is – ans :
administratrix
- Who wrote the first English Dictionary? Ans : Samuel
Jonhson
- Slow and---wins the race. Ans : steady
- Helen to Troy was the wife of ---? Ans : menelaus
- A person living wholly or principally on vegetable
is called – ans : vegetarian
- Prima facie’ means – ans : at the first sight
- Which of the following words is plural? Ans : memoranda
- Don’t go far--- The word far is – ans : an adverb
- What is the antonym of sympathy? Asn : antipathy
- Which one is correctly spelt? Ans : Tsunami
- Choose the appropriate tag of ‘Don’t make a noise,---? Ans : will you
- The man was charged----murder. Ans : with
- Stamp is attached to a/an – ans : letter
- Where is the ---post office? Ans : nearest
- Great expectations ‘ is a novel written by – ans : Charles Dickens
- ‘Nota Bene’ means--? Ans : note well
- The antonym for ‘devoid’ is -? Ans : full of
- ‘Come to light’ means ---? Ans : to get published
- The verb form of ‘money’ is --? Ans : monetise
গণিত অংশের সমাধান:
- ১, ৪, ৭, ১০,---- ধারার ২৯ তম পদটি কত? উত্তর : ৮৫
- একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ, এর ক্ষেত্রফল
২১৬ বর্গ মি. হলে পরিসীমা কত? উত্তর : ৬০ মিটার
- কত জন বালকের মধ্যে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমান ভাবে
ভাগ করে দেয়া যায়? উত্তর : ৫ জন
- ১ হতে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? উত্তর : ১০টি
- Log81 = কত? উত্তর : 4
- ০.০৩, ০.১২, ০.৪৮…….. ধারাটির পঞ্চম পদ কোনটি? উত্তর :
৭.৬৮
- ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক
৯ তাদের সমষ্টি কত? উত্তর : ১০৭
- বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি
পাবে? উত্তর : ৯ গুণ
- তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩, ক্ষুদ্রতম দুইটি সংখ্যার
গুণফল কত? উত্তর : ১৬৪০
- জাকির জসিমের চেয়ে যত বছরের ছোট, বশির থেকে ঠিক তত বছরের
বড়। জসিম ও বশিরের বয়সের সমষ্টি ৫৬ বছর হলে জাকিসের বয়স কত? উত্তর : ২৮
- একটি ষড়ভূজের ছয়টি কোণের সমষ্টি কত? উত্তর : আট সমকোণ
- একজন ব্যক্তি তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% পুত্রকে ও
অবশিষ্ট ৪৮০০০০ টাকা কন্যাকে দান করেন। পুত্রের সম্পদের মূল্য কত? উত্তর : ৯, ২৮, ০০০
টাকা
- একটি চাকার ব্যাস ১.৬৭ মিটার, ৪২ কিলোমিটার পথ যেতে চাকটি
কতবার ঘুরবে? উত্তর : ৮০০০ বার
- একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৩, ১৪ ও ১৫
মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? উত্তর : ৮৪ মিটার
- বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলা হয়?
উত্তর : জ্যা
- ABCD সামান্তরিকের B কোণ ১০০ ডিগ্রি হলে C কোণের মান কত?
উত্তর : ৮০
- পর পর ১০টি সংখ্যার প্রথম ৫টি সংখ্যার যোগফল ৫৬০ হলে শেষ
৫টি সংখ্যার যোগফল কত? উত্তর : ৫৮৫
- ৮টি প্যান্টের বিক্রয়মূল্য ১০টি প্যান্টের ক্রয়মূল্যের
সমান হলে শতকরা লাভ কত? উত্তর : ২৫%
- ১ ফুট = কত সেন্টিমিটার? উত্তর : ৩০.৪৮ সে.মি.
- সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়কে কি বলে? উত্তর : স্থুলকোণ
সাধারন জ্ঞান অংশের সমাধান :
- বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? উত্তর : রাঙ্গামাটি
- নিম্নের কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম? উত্তর : মালদ্বীপ
- বাংলাদেশের সুপ্রিমকোর্টের বিভাগ কয়টি? উত্তর : ২টি
- মানব উন্নয়ন সূচক, ২০২০ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ১৩৩
- ‘রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ’ – বাংলাদেশের সংবিধানের
কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? উত্তর : ৭(১)
- বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? উত্তর : মেসোপটেমীয়
- বাংলাদেশের প্রথম সংসদীয় গণতন্ত্র কোন সালে প্রবর্তন করা
হয়? উত্তর : ১৯৭২
- চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? উত্তর : ৮৮৫০ কি.মি.
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি দেশের জাতীয় সংগীত রচনা
করেন? উত্তর : ২টি
- পৃথিবীর মানচিত্র প্রথম কারা অংকন করেন? উত্তর : গ্রীক
- ‘শ্রীকান্ত’ উপন্যাস কার লেখা? উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- এসডিজি এর কত নং লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা
হয়েছে? উত্তর : ৪
- মুজিববর্ষের লোগোর নকশাকার কে? উত্তর : সব্যসাচী হাজরা
- ইসরাইলের আইনসভার নাম কী? উত্তর : নেসেট
- স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে? উত্তর : তাজউদ্দীন
আহমদ
- নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস? উত্তর : সিএফসি
- বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে? উত্তর : ৪
মার্চ ১৯৭২
- বর্তমান বিশ্বে দ্বিতীয় শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ কোনটি?
উত্তর : জিম্বাবুয়ে
- বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ
করা যাবে না? উত্তর : ১৪ বছর
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি? উত্তর : দক্ষিণ সুদান