বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর চিফ অডিটর ২০২১ এর লিখিত প্রশ্ন সমাধান
ইংরেজি অংশের সমাধান :
1. Translate from Bangla to English.
· যদি আমি সেখানে যেতাম, কাজটি আমি করতে পারতাম।
- If I went there, I could do the work.
· ১২ টা বাজতে ২০ মিনিট বাকি। - It is
twenty minutes to twelve.
· স্কুল থেকে শিক্ষা গ্রহণ করুন। - Learn
from school.
· এ পোশাকে তোমাকে সুন্দর লাগে । - You look
beautiful in this dress.
2. Write meaning of the following idioms and make
sentence with them :
· Look forward to – সাগ্রহে প্রতীক্ষা করা।
(awit something eagerly)
· Turn down – প্রত্যাখান করা।(Reject)
· Through thick and thin – সর্বাবস্থায়। (Under
all circumstances)
· At the outset – শুরুতে। (In the begining)
3. Write the correct meaning of the underlined part
of the following sentence:
· The building next to us obstructs our view of the city. – ans: prevent/hinder (বাধা দেওয়া/ব্যাঘাত ঘটানো)।
· She’s determined to give up the
project. – ans : stop doing something (ত্যাগ করা)
· Sara will bring up her children
by herselt. – ans : rear/look after (লালন পালন করা)
· Please look inot the matter. –
ans : investigate (তদন্ত করা)
4. Write a paragraph on ‘Importance of corporate
Governance’.
উত্তর : নিজে চেষ্টা করুন।
৫. এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পর
অবশিস্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলো যে, তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির
মূল্য কত? উত্তর : ৩০০০ টাকা।
ব্যাখ্যা :
তার মোট সম্পতি = ক টাকা
ব্যয় করার পর অবশিষ্ট থাকে = (ক – ক এর ৩/৭) অংশ
= ৪ক/৭ অংশ
পরবর্তীতে ব্যয় করে = ৪ক /৭ * ৫/১২ অংশ
=
৫ক/২১ অংশ
পরবর্তীতে ব্যয় করার পর অবশিষ্ট থাকে =( ৪ক/৭ – ৫ক/২১)
অংশ
=
৭ক/২১ অংশ
=
ক/৩ অংশ
প্রশ্নমতে, ক/৩ = ১০০০
ক = ১০০০ * ৩ = ৩০০০ টাকা
উত্তর : ৩০০০ টাকা।
৬. সেনাবাহিনীর একটি গুদামে ১৫০০ সৈনিকের জন্য ৪০ দিনের
খাদ্য মজুদ আছে। ১৩ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্যে অবশিষ্ট সৈনিকের
আরো ৩০ দিন চললো। কত জন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল? উত্তর : ১৫০ জন।
ব্যাখ্যা:
বাকি দিন = ৪০ – ১৩ = ২৭ দিন
২৭ দিনের খাদ্য আছে ১৫০০ জনের
১ ” “
“ ১৫০০ * ২৭ “
৩০ “ “
“ ১৫০০ * ২৭/৩০ = ১৩৫০ জন
সৈন্য অন্য জায়গায় চলে গিয়েছিল = ১৫০০ – ১৩৫০ = ১৫০ জন
উত্তর : ১৫০ জন।
৭. যদি 3(4x + 1) + 9 = 5(3x + 2) + 4(2x – 5) হয়, তাহলে
x = কত? উত্তর : ২
ব্যাখ্যা :
দেওয়া আছে,
3(4x + 1) + 9 = 5(3x + 2) + 4(2x – 5)
=> 12x + 3 + 9 = 15x +10 + 8x – 20
=>12x – 15x – 8x = 10 – 20 – 3 – 9
=>-11x = -22
=>x = 2
Ans : 2