কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচ্ছন্নতা কর্মী ২০২০ এর প্রশ্ন সমাধান

১. অনুচ্ছেদ লিখুন : বাংলাদেশের কৃষক

উত্তর : নিজে চেষ্টা করুন।

২. অর্থসহ বাক্য গঠন করুন :

  • ইঁদুর কপালে - হত্যভাগ্য
  • দুধে ভাতে - সুখে থাকা
  • ঝাঁকের কৈ - এক দলভুক্ত

৩. সন্ধি বিচ্ছেদ করুন :

  • সংবাদ - সম + বাদ
  • অতীত - অতি + ইত
  • পাঠাগার - পাঠ + আগার

৪. বিপরীত শব্দ :

  • ধ্বংস - সৃষ্টি
  • প্রকাশ - গোপন

৫. ইংরেজিতে লিখুন :

  • ফল - Fruit
  • কৃষি - Agriculture
  • রংধনু - Rainbow
  • স্বাধীন - Independent

৬. ইংরেজিতে অনুবাদ করুন :

  • বাঙ্গালীরা সাহসী জাতি। Ans : The Bangales are a brave nation.
  • সে নিয়মিত বিদ্যালয়ে যায়। Ans: He goes to school regularly.
  • গরীবেরা দিন আনে দিন খায়। Ans : The poor live from hand to mouth.

৭. এক মেট্রিক টন চাল ৬৪ জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কি পরিমাণ চাল পাবে?

ব্যাখ্যা:

১ মেট্রিক টন = ১০০০ কেজি

৬৪ জন শ্রমিক পায় ১০০০ কেজি চাল

১      “     “            “    ১০০০/৬৪ “    “  

                           = ১৫.৬২৫ 

উত্তর : প্রত্যেক শ্রমিক পায় ১৫কেজি ৬২৫ গ্রাম চাল।

৮. একজন দোকান দার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি হালি ২৮ দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

ব্যাখ্যা:

লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ২৮ - ২৫ = ৩ টাকা

২৫ টাকায় লাভ হয় ৩ টাকা

১       ”        ”     “   ৩/২৫ “

১০০ “          “    “   ১০০*৩/২৫ “

              = ১২ টাকা

উত্তর : ১২%

৯. a + b = 8 এবং ab = 15 হলে a2 + b2 এর মান কত?

ব্যাখ্যা:

আমরা জানি, a2 + b2 = (a + b)2 - 2ab

             = 82 - 2 * 15

             = 64 - 30 = 34 

উত্তর : 34

১০. উৎপাদকে বিশ্লেষণ করুন : x2 - 15x + 54

ব্যাখ্যা: 

x2 - 6x - 9x + 15

= x(x - 6) - 9 (x - 6)

= (x - 6) (x - 9) ans.






Exams

Subjects