আন্তর্জাতিক গণনা পদ্ধতি পরিমাপ ও একক
- ক. ১০ কুইন্টাল
 - খ. ১০০ ডেকাগ্রাম
 - গ. ১০০ মেট্রিকটন
 - ঘ. ১০০০০ গ্রাম
 
উত্তরঃ ১০ কুইন্টাল
6. এক ন্যানো অ্যাম্পিয়ার সমান-
- ক. ১০৬ অ্যাম্পিয়ার
 - খ. ১০৯ অ্যাম্পিয়ার
 - গ. ১০-৬ অ্যাম্পিয়ার
 - ঘ. ১০-৯ অ্যাম্পিয়ার
 
উত্তরঃ ১০-৯ অ্যাম্পিয়ার
7. দশ মাইক্রোফ্যারাডকে ফ্যারাডে প্রকাশ করলে হয়--
- ক. ১০x১০-৩ ফ্যারাড
 - খ. ১০x১০-৬ ফ্যারাড
 - গ. ১০x১০-১ ফ্যারাড
 - ঘ. ১০x১০-৯ ফ্যারাড
 
উত্তরঃ ১০x১০-৬ ফ্যারাড
9. সময় পরিমাপে কোনটি সবচেয়ে বড়--
- ক. মাইক্রোসেকেন্ড
 - খ. মিলিসেকেন্ড
 - গ. পিকোসেকেন্ড
 - ঘ. ন্যানোসেকেন্ড
 
উত্তরঃ মিলিসেকেন্ড
10. Which one is the smallest unit?/নিচের কোনটি ক্ষুদ্রাতম একক?
- ক. Meter
 - খ. Centimeter
 - গ. Decimeter
 - ঘ. Kilometer
 
উত্তরঃ Centimeter
11. Which one is the longest?/নিচের কোনটি বৃহত্তম একক?
- ক. Meter
 - খ. Centimeter
 - গ. Decimeter
 - ঘ. Milimeter
 
উত্তরঃ Meter
12. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
- ক. ২.০৫৭৩৪
 - খ. ০.২০৫৭৩৪
 - গ. ০.০২০৫৭৩৪
 - ঘ. ২০.৫৭৩৪০
 
উত্তরঃ ০.০২০৫৭৩৪
13. একটি যোগ করতে কম্পিউটরের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কতটি যোগ করতে পারবে?
- ক. ২ কোটি
 - খ. ৩ কোটি
 - গ. ৪ কোটি
 - ঘ. ৫ কোটি
 
উত্তরঃ ২ কোটি
- ক. ১০০ কোটি
 - খ. ১০ কোটি
 - গ. ১০ লক্ষ
 - ঘ. ১০০ লক্ষ
 
উত্তরঃ ১০০ কোটি
19. One million two thousand and two is written as--
- ক. 102002
 - খ. 1002002
 - গ. 100202
 - ঘ. None of these
 
উত্তরঃ 1002002
- ক. ১০
 - খ. ৫০
 - গ. ১০০
 - ঘ. ১০০০
 
উত্তরঃ ১০০
- ক. ১০০ দিন
 - খ. এক লক্ষ দিন
 - গ. এক কোটি দিন
 - ঘ. ৫০০ কোটি দিন
 
উত্তরঃ এক কোটি দিন
25. আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে?
- ক. ১৯৭০ সালে
 - খ. ১৯৫৮ সালে
 - গ. ১৯৬০ সালে
 - ঘ. ১৯৬৩ সালে
 
উত্তরঃ ১৯৬০ সালে