ঐকিক নিয়ম সময় ও কাজ
26. যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে?
- ক. ১৭/৪
 - খ. ৪৫/৪
 - গ. ১০
 - ঘ. ১২
 
উত্তরঃ ৪৫/৪
27. ৩০ জন শ্রমিক ২০ দিনে যে কাজ সম্পন্ন করতে পারে, সমান দক্ষতায় ২০ জন শ্রমিক সে কাজ কত দিনে শেষ করবে?
- ক. ১৫ দিনে
 - খ. ২০ দিনে
 - গ. ২৫ দিনে
 - ঘ. ৩০ দিনে
 
উত্তরঃ ৩০ দিনে
28. ১৬ জন লোক একটি কাজ ৬ দিনে সম্পন্ন করে। কাজটি ৪ দিনে সম্পন্ন করতে কতজন লাগবে?
- ক. ২০ জন
 - খ. ২৪ জন
 - গ. ২৮ জন
 - ঘ. ৩২ জন
 
উত্তরঃ ২৪ জন
29. ১৪ জন সৈনিক ৪১২ ঘন্টায় একটি ট্রেঞ্চ খনন করতে পারে। ১৮ জন সৈনিক কত সময়ে ট্রেঞ্চটি খনন করতে পারবে?
- ক. ২১২ ঘন্টা
 - খ. ৩ ঘন্টা
 - গ. ৩২০ ঘন্টা
 - ঘ. ৪ ঘন্টা
 
উত্তরঃ ৩২০ ঘন্টা
30. ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। তবে ৯ জন শ্রমিক সম পরিমাণ টাকা আয় করবে-
- ক. ৫ দিনে
 - খ. ৪ দিনে
 - গ. ৬ দিনে
 - ঘ. ৩ দিনে
 
উত্তরঃ ৪ দিনে
31. ১৬ জন শ্রমিক একটি কাজ ৩ ঘন্টায় সম্পন্ন করতে পারে। কাজটি সম্পন্ন করতে ৫ জন শ্রমিকের কত সময় লাগবে?
- ক. ১৫/১৬ ঘন্টা
 - খ. ১৫ ঘন্টা
 - গ. ৪৮/৫ ঘন্টা
 - ঘ. ৩৮/৫ ঘন্টা
 
উত্তরঃ ৪৮/৫ ঘন্টা
32. ১০ জন লোক একটি কাজ ২০ দিনে সম্পন্ন করে। ৮ জন লোকের কাজটি সম্পন্ন করতে কত দিন লাগবে?
- ক. ২৪
 - খ. ৩০
 - গ. ২৫
 - ঘ. ১৬
 
উত্তরঃ ২৫
- ক. ২০ দিনে
 - খ. ১৫ দিনে
 - গ. ৩০ দিনে
 - ঘ. ৫ দিনে
 
উত্তরঃ ৫ দিনে
- ক. ১৬ দিনে
 - খ. ২৮ দিনে
 - গ. ২৪ দিনে
 - ঘ. ২০ দিনে
 
উত্তরঃ ২৪ দিনে
- ক. ১১/১৩
 - খ. ৯/২০
 - গ. ৩/৫
 - ঘ. ১১/১৫
 
উত্তরঃ ৯/২০
- ক. 7 days
 - খ. 6 days
 - গ. 8 days
 - ঘ. 22/7 days
 
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. ৬ দিনে
 - খ. ৮ দিনে
 - গ. ৪ দিনে
 - ঘ. ৫ দিনে
 
উত্তরঃ ৫ দিনে
- ক. ১০ দিনে
 - খ. ১২ দিনে
 - গ. ১৪ দিনে
 - ঘ. ১৫ দিনে
 
উত্তরঃ ১২ দিনে
- ক. ৩ দিন
 - খ. ২৫/৮ দিন
 - গ. ৫০/১৭ দিন
 - ঘ. ১৬/৫ দিন
 
উত্তরঃ ৫০/১৭ দিন
- ক. ১৫
 - খ. ১৮
 - গ. ২১
 - ঘ. কোনটিই না
 
উত্তরঃ ১৮
- ক. ২০ দিনে
 - খ. ৪৮ দিনে
 - গ. ৮ দিনে
 - ঘ. ৪০ দিনে
 
উত্তরঃ ৪৮ দিনে
- ক. ২০ দিন
 - খ. ২৫ দিন
 - গ. ২৪ দিন
 - ঘ. ৩০ দিন
 
উত্তরঃ ২৪ দিন
- ক. ২৫ দিনে
 - খ. ৩০ দিনে
 - গ. ৩৫ দিনে
 - ঘ. ৪০ দিনে
 
উত্তরঃ ৩০ দিনে
- ক. ২৫
 - খ. ৯
 - গ. ১২
 - ঘ. ১০
 
উত্তরঃ ১০
- ক. ১২ দিন
 - খ. ৭ দিন
 - গ. ১০ দিন
 - ঘ. ৮ দিন
 
উত্তরঃ ১০ দিন
- ক. ৫/৩ দিন
 - খ. ৪/৩ দিন
 - গ. ২ দিন
 - ঘ. ১ দিন
 
উত্তরঃ ৫/৩ দিন
- ক. ৯ দিন
 - খ. ১০ দিন
 - গ. ১১ দিন
 - ঘ. ১২ দিন
 
উত্তরঃ ১০ দিন
- ক. ২ দিন
 - খ. ৩ দিন
 - গ. ৪ দিন
 - ঘ. ৫ দিন
 
উত্তরঃ ৫ দিন