ঐকিক নিয়ম সময় ও কাজ
76. পাঁচটি গরুর মূল্য কুড়িটি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য ৫০০০ টাকা হলে, পাঁচটি ছাগলের মূল্য কত?
- ক. ৮৬২৫
 - খ. ৭৫০০
 - গ. ৬২৫০
 - ঘ. ১০০০
 
উত্তরঃ ৬২৫০
77. একটি কলমের দাম ১০ টাকা এবং ১০টি খামের দাম ৩ টাকা। ৩টি কলম ও ১০টি খামের দাম কত?
- ক. ৩৫
 - খ. ৩৭
 - গ. ৩৩
 - ঘ. ৩৯
 
উত্তরঃ ৩৩
78. রহিম ১ সপ্তাহে ৪৯টি চেয়ার বানাতে পারে। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে সে কয়টি চেয়ার বানাতে পারবে?
- ক. ১৮০
 - খ. ১৮৪
 - গ. ২০০
 - ঘ. ১৯৬
 
উত্তরঃ ১৯৬
- ক. ১০ দিন
 - খ. ৯ দিন
 - গ. ১১ দিন
 - ঘ. ১৩ দিন
 
উত্তরঃ ৯ দিন
- ক. ১৮ দিন
 - খ. ১৬ দিন
 - গ. ১০ দিন
 - ঘ. ৯ দিন
 
উত্তরঃ ৯ দিন
- ক. ৩ দিনে
 - খ. ৭ দিনে
 - গ. ৪ দিনে
 - ঘ. ৬ দিনে
 
উত্তরঃ ৪ দিনে
- ক. ১১/১৫
 - খ. ৩/৫
 - গ. ৯/২০
 - ঘ. ১১/৩০
 
উত্তরঃ ১১/৩০
- ক. ৪০ দিন
 - খ. ৩৫ দিন
 - গ. ৩০ দিন
 - ঘ. ২৫ দিন
 
উত্তরঃ ৩৫ দিন
- ক. ৪৫/২
 - খ. ১০
 - গ. ১৫/২
 - ঘ. ৫
 
উত্তরঃ ১০
- ক. ৭ দিনে
 - খ. ৫ দিনে
 - গ. ৮ দিনে
 - ঘ. ৬ দিনে
 
উত্তরঃ ৬ দিনে
- ক. ১/৬
 - খ. ৫/৬
 - গ. ১/৩
 - ঘ. ২/৫
 
উত্তরঃ ১/৬
- ক. ৬০০ টাকা
 - খ. ২২৭.৫ টাকা
 - গ. ১২৯.২৯ টাকা
 - ঘ. ২২৯.৬০ টাকা
 
উত্তরঃ ২২৭.৫ টাকা
- ক. ২৮ কিমি
 - খ. ১৫ কিমি
 - গ. ২৫ কিমি
 - ঘ. ২০ কিমি
 
উত্তরঃ ১৫ কিমি
- ক. ৪ কিমি
 - খ. ১৫/৪ কিমি
 - গ. ২ কিমি
 - ঘ. ৪/১৫ কিমি
 
উত্তরঃ ১৫/৪ কিমি
90. ঘন্টায় ৬০ কিমি বেগে ১০০ মিটার দীর্ঘ ট্রেন ৩০০ মিটার একটি দীর্ঘ প্ল্যাটফরম অতিক্রম করতে কত সময় লাগবে?
- ক. ২০ মিনিট
 - খ. ২৪ মিনিট
 - গ. ২৫ সেকেন্ড
 - ঘ. ২৪ সেকেন্ড
 
উত্তরঃ ২৪ সেকেন্ড
- ক. ৮ সেকেন্ড
 - খ. ৯ সেকেন্ড
 - গ. ১০ সেকেন্ড
 - ঘ. ১১ সেকেন্ড
 
উত্তরঃ ১০ সেকেন্ড
- ক. ১১৫ মিনিট
 - খ. ১১৩ মিনিট
 - গ. ১১২ মিনিট
 - ঘ. ১১১ মিনিট
 
উত্তরঃ ১১৩ মিনিট
- ক. ৩৬ সেকেন্ড
 - খ. ৪০ সেকেন্ড
 - গ. ৫৪ সেকেন্ড
 - ঘ. ৪৫ সেকেন্ড
 
উত্তরঃ ৫৪ সেকেন্ড
- ক. ৪৫ মাইল
 - খ. ২৪ মাইল
 - গ. ৭৫ মাইল
 - ঘ. ৪৮ মাইল
 
উত্তরঃ ৪৮ মাইল
- ক. ৪ ঘন্টা
 - খ. ১০ ঘন্টা
 - গ. ৮ ঘন্টা
 - ঘ. ৬ ঘন্টা
 
উত্তরঃ ৪ ঘন্টা
- ক. ৯ ঘন্টা
 - খ. ৬ ঘন্টা
 - গ. ৭ ঘন্টা
 - ঘ. ৮ ঘন্টা
 
উত্তরঃ ৭ ঘন্টা
99. ১০টি বানর ১ মিনিটে ১০টি কলা খেতে পারে। ৫০টি বানরের ৫০টি কলা খেতে কত সময় লাগবে?
- ক. ১ মিনিট
 - খ. ৫ মিনিট
 - গ. ১০ মিনিট
 - ঘ. ৫০ মিনিট
 
উত্তরঃ ১ মিনিট