শতকরা সুদকষা ও লাভ ক্ষতি
- ক. ১৮০০
- খ. ১৬০০
- গ. ১৫০০
- ঘ. ১৪০০
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
30. সাগরের পানিতে লবণের পরিমাণ ৪.৫%। ৫০ কেজি লবণ তৈরি করতে কত কেজি পানি বাষ্প করতে হবে?
- ক. ১১২.২২ কেজি
- খ. ১২.১২ কেজি
- গ. ১১.১১ কেজি
- ঘ. ১১১১.১১ কেজি
উত্তরঃ ১১১১.১১ কেজি
31. কোন গ্রামের ২৫০০০ জনসংখ্যার মধ্যে ১৫০০ জন শিক্ষিত। ঐ গ্রামে শিক্ষিতের হার কত?
- ক. ৪%
- খ. ৫%
- গ. ৬%
- ঘ. ৭%
উত্তরঃ ৬%
- ক. ২১০০ জন
- খ. ২৩০০ জন
- গ. ২০০৫ জন
- ঘ. ২০০০ জন
উত্তরঃ ২০০০ জন
- ক. ৫০০০০০ জন
- খ. ৫২০০০০ জন
- গ. ৫২০৫২০ জন
- ঘ. ৫২২৫২২ জন
উত্তরঃ ৫২০৫২০ জন
34. যদি ১২ সদস্যবিশিষ্ট কোন কমিটির সদস্যদের মধ্যে ৯ জন মহিলা হয়, তা হলে সদস্যের কত ভাগ পুরুষ?
- ক. ৩০%
- খ. ৭৫%
- গ. ২৫%
- ঘ. ৪০%
উত্তরঃ ২৫%
35. একজন ছাত্র ৮০০ নম্বরের মধ্যে ২০০ নম্বর পেল। সে শতকরা কত নম্বর পেল?
- ক. ৭৫
- খ. ২৫
- গ. ৪০
- ঘ. ২০
উত্তরঃ ২৫
36. একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮৫ ভাগ মূল্যে ৬৮ টাকায় বিক্রয় হলো? বইটির প্রকৃত মূল্য কত?
- ক. ৭২ টাকা
- খ. ৬০ টাকা
- গ. ৮০ টাকা
- ঘ. ৯০ টাকা
উত্তরঃ ৮০ টাকা
37. বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন কেরানি ১১০৫ টাকা পায়। তার আগের বেতন ছিল-
- ক. ৭৫০ টাকা
- খ. ৮৫০ টাকা
- গ. ৯০০ টাকা
- ঘ. ৯২০ টাকা
উত্তরঃ ৮৫০ টাকা
38. ১৫% বৃদ্ধি পেয়ে বেতন ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত ছিল?
- ক. ৫৫০০ টাকা
- খ. ৫২৫০ টাকা
- গ. ৫০০০ টাকা
- ঘ. ৪৭৫০ টাকা
উত্তরঃ ৫০০০ টাকা
- ক. ১০০ জন
- খ. ২০০ জন
- গ. ৩০০ জন
- ঘ. ৪০০ জন
উত্তরঃ ৪০০ জন
40. এক ব্যক্তি তার মাসিক বেতনের শতকরা ১০ অংশ মহার্ঘ ভাতা পায়। তার মাসিক আয় ৪২০০ টাকা হলে মহার্ঘ ভাতা কত?
- ক. ৪২০ টাকা
- খ. ২১০ টাকা
- গ. ৮৪০ টাকা
- ঘ. ১০৫ টাকা
উত্তরঃ ৪২০ টাকা
41. যদি ১৫ টি পোষাকের শতকরা ৪০ ভাগ পোষাক শার্ট হয় তবে ১৫ টি পোষাকের মধ্যে কতটি শার্ট নয়?
- ক. ৬
- খ. ৯
- গ. ১২
- ঘ. ১০
উত্তরঃ ৯
42. ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে, খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা কত টাকা কম?
- ক. ২৭ টাকা
- খ. ২৫.৯৩ টাকা
- গ. ৪০ টাকা
- ঘ. ২৫.৫০ টাকা
উত্তরঃ ২৫.৯৩ টাকা
43. ইসলামের আয় আছমার আয় অপেক্ষা ২৫% বেশি। আছমার আয় ইসলামের আয় অপেক্ষা শতকরা কত কম?
- ক. ১০%
- খ. ১৫%
- গ. ২০%
- ঘ. ২৫%
উত্তরঃ ২০%
- ক. ৪০০০ টাকা
- খ. ৪৫০০ টাকা
- গ. ৫০০০ টাকা
- ঘ. ৫৫০০ টাকা
উত্তরঃ ৪০০০ টাকা
46. ১২.৫০ টাকার একটি জিনিস দোকানদার আপনাকে ১০ টাকায় করলে, আপনাকে শতকরা কত ভাগ রেয়াত দেয়া হল?
- ক. ২%
- খ. ২.৫%
- গ. ২০%
- ঘ. ২৫%
উত্তরঃ ২০%
48. এক ব্যক্তি তার স্ত্রীর বয়সের ১০% বড়। স্ত্রী তার চেয়ে x% ছোট। x কত?
- ক. ৯১/১০
- খ. ৯৯/১০
- গ. ৮২/৯
- ঘ. ১০০/১১
উত্তরঃ ১০০/১১
- ক. ৩৬%
- খ. ৪২%
- গ. ৪৮%
- ঘ. ৫২%
উত্তরঃ ৫২%
- ক. ২২%
- খ. ২৫%
- গ. ২০%
- ঘ. ৩০%
উত্তরঃ ২০%