শতকরা সুদকষা ও লাভ ক্ষতি
151. টাকায় ৫টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে বিক্রয় করলে শতকরা ২৫ টাকা লাভ হবে?
- ক. ৬টি
- খ. ৫টি
- গ. ৪টি
- ঘ. ৩টি
উত্তরঃ ৪টি
152. ৫ টাকায় ২টি কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ৪০% লাভ হবে?
- ক. ৭টি
- খ. ১০টি
- গ. ১২টি
- ঘ. ১৫টি
উত্তরঃ ১০টি
153. ৫ টাকায় ২টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টা কমলা বিক্রয় করলে x% লাভ হবে?
- ক. ১৪০০/(১০০+x) টি
- খ. ৫০০/(১০০+x) টি
- গ. ৪০০/(১০০+x) টি
- ঘ. ২০টি
উত্তরঃ ১৪০০/(১০০+x) টি
154. ৪ টাকায় ১টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
- ক. ৫টি
- খ. ৬টি
- গ. ৪টি
- ঘ. ৩টি
উত্তরঃ ৫টি
- ক. ১০০ কেজি
- খ. ৮০ কেজি
- গ. ৫০ কেজি
- ঘ. ৬০ কেজি
উত্তরঃ ৮০ কেজি
156. একটি দ্রব্য ৯৬০ টাকায় বিক্রয় করায় ৪০ টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতির হার কত?
- ক. ৪%
- খ. ৩%
- গ. ৫%
- ঘ. ২%
উত্তরঃ ৪%
157. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতির হার কত?
- ক. ৪%
- খ. ৫%
- গ. ৬%
- ঘ. ৭%
উত্তরঃ ৫%
159. কোন জিনিসের ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ ভাগ হলে শতকরা লাভের হার কত?
- ক. ২০%
- খ. ২৫%
- গ. ৩৩%
- ঘ. ৩৫%
উত্তরঃ ২৫%
- ক. 15%
- খ. 20%
- গ. 25%
- ঘ. Not possible to find out
উত্তরঃ 25%
- ক. 10%
- খ. 9%
- গ. 8%
- ঘ. 7%
উত্তরঃ 7%
- ক. ১০
- খ. ২০
- গ. ৫
- ঘ. ২৫
উত্তরঃ ২০
163. বিক্রয়মূল্যের উপর শতকরা ২০% হারা মুনাফা---
- ক. ক্রয়মূল্যের ২৫%
- খ. ক্রয়মূল্যের ১৫%
- গ. ক্রয়মূল্যের ৩০%
- ঘ. কোনটিই সমান নয়
উত্তরঃ ক্রয়মূল্যের ২৫%
164. একটি পেন্সিল ১.২৫ টাকায় কিনে ১.৩০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
- ক. ১০%
- খ. ৮%
- গ. ৫%
- ঘ. ৪%
উত্তরঃ ৪%
165. এক ডজন কলা ৩৭.৫ টাকায় ক্রয় করে ৩৯.৭৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- ক. ৩%
- খ. ১২%
- গ. ৬%
- ঘ. ১৫%
উত্তরঃ ৬%
166. ১০০ টাকায় ২৫টি আম ক্রয় করে ১০০ টাকায় ২০টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- ক. ১৫
- খ. ২০
- গ. ২২
- ঘ. ২৫
উত্তরঃ ২৫
167. চারটি কমলা ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
- ক. ১০%
- খ. ৫০%
- গ. ২৫%
- ঘ. ৩০%
উত্তরঃ ৫০%
168. ২০ টাকায় ১২ টি আমড়া কিনে প্রতিটি ২ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- ক. ১২.৫%
- খ. ১৫%
- গ. ২০%
- ঘ. ১০%
উত্তরঃ ২০%
169. দশ টাকায় ছয়টি করা লেবু কিনে প্রতিটি দুই টাকায় বেচলে শতকরা কত লাভ হবে?
- ক. ১০%
- খ. ২০%
- গ. ১২.৫%
- ঘ. ১৫%
উত্তরঃ ২০%
- ক. ক্ষতি ১%
- খ. লাভ ১%
- গ. ক্ষতি ৪%
- ঘ. কোন লাভ লোকসান নাই
উত্তরঃ ক্ষতি ৪%
171. ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- ক. ৪৫%
- খ. ৪৮.৫০%
- গ. ৫২.৭৫%
- ঘ. ৫৬.২৫%
উত্তরঃ ৫৬.২৫%
172. টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- ক. ৫০%
- খ. ৩৩%
- গ. ৩০%
- ঘ. ৩১%
উত্তরঃ ৫০%
173. ৮টি কমলার ক্রয়মূল্য ৬টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে, শতকরা লাভ কত?
- ক. ১০০/৩
- খ. ১৩.৩
- গ. ৭৫
- ঘ. ২৫
উত্তরঃ ১০০/৩
174. এক ডজন ডিমের বিক্রয় মূল্যে ২০টি ডিম ক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- ক. ১০০/৩%
- খ. ১৯৯/৩%
- গ. ২০০/৩%
- ঘ. ১০১/৩%
উত্তরঃ ২০০/৩%
175. একজন দোকানদার ৫টি লেবু যে দামে ক্রয় করে, ৪টি লেবু সেই দামে বিক্রয় করে। তার শতকরা কত লাভ হবে?
- ক. ২০%
- খ. ২৫%
- গ. ৩০%
- ঘ. ৪০%
উত্তরঃ ২৫%