শতকরা সুদকষা ও লাভ ক্ষতি
126. একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলে ঘড়িটির ক্রয়মূল্য কত?
- ক. ৫০০ টাকা
- খ. ৬০০ টাকা
- গ. ৭০০ টাকা
- ঘ. ৮০০ টাকা
উত্তরঃ ৭০০ টাকা
127. একজন দোকানদার ৮% লাভে একটি জিনিস ৫৪০ টাকায় বিক্রি করলে জিনিসটির ক্রয়মূল্য হবে--
- ক. ৪০০ টাকা
- খ. ৪৫০ টাকা
- গ. ৫০০ টাকা
- ঘ. ৫৫০ টাকা
উত্তরঃ ৫০০ টাকা
128. একটি জিনিস ২৪ টাকায় বিক্রয় করলে ২০% লাভ হয়। জিনিসটির ক্রয়মূল্য কত?
- ক. ১৫ টাকা
- খ. ১৬ টাকা
- গ. ১৮ টাকা
- ঘ. ২০ টাকা
উত্তরঃ ২০ টাকা
129. একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৯২ টাকা। এতে বিক্রেতার লাভ হয় ১৫%। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
- ক. ৭০ টাকা
- খ. ৯০ টাকা
- গ. ৮৫ টাকা
- ঘ. ৮০ টাকা
উত্তরঃ ৮০ টাকা
130. একটি ব্যবসায়ী ১২% লাভে কাপড় বিক্রয় করে ১২০০ টাকা লাভ করে। সে কত টাকার কাপড় ক্রয় করেছিল?
- ক. ১০০০
- খ. ১০০০০
- গ. ১২০০
- ঘ. ১২০০০
উত্তরঃ ১০০০০
131. একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
- ক. ২৫০ টাকা
- খ. ৩০০ টাকা
- গ. ৩৫০ টাকা
- ঘ. ৪০০ টাকা
উত্তরঃ ৩০০ টাকা
- ক. ২০০.০০ টাকা
- খ. ৩০০.০০ টাকা
- গ. ১৬০.০০ টাকা
- ঘ. ২২০.০০ টাকা
উত্তরঃ ২০০.০০ টাকা
- ক. ৪৮০ টাকা
- খ. ৪৬০ টাকা
- গ. ৪৫০ টাকা
- ঘ. ৪২০ টাকা
উত্তরঃ ৪৫০ টাকা
- ক. ১০০ টাকা
- খ. ২০০ টাকা
- গ. ৩০০ টাকা
- ঘ. ৪০০ টাকা
উত্তরঃ ২০০ টাকা
135. ৫০০ টাকার আম কত টাকায় বিক্রয় করলে ৭/২% লাভ হবে?
- ক. ৫১০.০০
- খ. ৫১২.৫০
- গ. ৫১৭.৫০
- ঘ. ৫১৫.৫০
উত্তরঃ ৫১৭.৫০
- ক. ২৪
- খ. ২৭
- গ. ৩৬
- ঘ. ৪২
উত্তরঃ ২৭
138. একটি মোটর সাইকেল ৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হল। কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হত?
- ক. ৫৩০০০
- খ. ৫০০০০
- গ. ৫২২০০
- ঘ. ৫৫০০০
উত্তরঃ ৫২২০০
139. ১৯০ টাকায় একটি দ্রব্য বিক্রয় করাতে ৫% ক্ষতি হল। বিক্রয়মূল্য কত হলে ৫% লাভ হত?
- ক. ২০৫ টাকা
- খ. ২১৫ টাকা
- গ. ২১০ টাকা
- ঘ. ২২০ টাকা
উত্তরঃ ২১০ টাকা
140. একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১২% লাভ হবে?
- ক. ৬৫০০
- খ. ৭০০০
- গ. ৮৯৬০
- ঘ. ৮০০০
উত্তরঃ ৮৯৬০
- ক. ৪০০
- খ. ৪৫০
- গ. ৫০০
- ঘ. ৫৫০
উত্তরঃ ৪০০
143. ৩৬ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হল, এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত?
- ক. ৬০ টাকা
- খ. ৭২ টাকা
- গ. ৬২ টাকা
- ঘ. ৭৫ টাকা
উত্তরঃ ৭২ টাকা
- ক. ২২ টাকা দরে
- খ. ২০ টাকা দরে
- গ. ১৮ টাকা দরে
- ঘ. ১৫ টাকা দরে
উত্তরঃ ২২ টাকা দরে
- ক. ৩০ টাকায়
- খ. ১৫ টাকায়
- গ. ৪০ টাকায়
- ঘ. ২০ টাকায়
উত্তরঃ ৩০ টাকায়
- ক. ১২৮০
- খ. ১২৮১
- গ. ১৩১০
- ঘ. ১৩১১
উত্তরঃ ১৩১১
- ক. ১৪০ টাকা
- খ. ১২০ টাকা
- গ. ১৪৪ টাকা
- ঘ. ১২৪ টাকা
উত্তরঃ ১৪৪ টাকা
- ক. ৩২৫.০০
- খ. ৩৫০.০০
- গ. ৪০০.০০
- ঘ. ৫৬০.০০
উত্তরঃ ৩৫০.০০
- ক. ৪০
- খ. ৫০
- গ. ৮০
- ঘ. ২০
উত্তরঃ ৮০