বাংলাদেশের সম্পদ শিল্পকৃষিমৎস্যপানিখনিজ ও গ্য

101. বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় কোন খাতে ?

  • ক. বিদ্যুৎ উৎপাদন
  • খ. সিমেন্ট কারখানা
  • গ. সি.এন.জি
  • ঘ. সার কারখানা

উত্তরঃ বিদ্যুৎ উৎপাদন

বিস্তারিত

102. বাংলাদেশে প্রাকৃতিক ইউরিয়া সার ব্যবহার সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় -

  • ক. প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সার উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়
  • খ. বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে
  • গ. গৃহস্থলির রান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে
  • ঘ. পেট্রোল উৎপাদনে ব্যবহৃত হচ্ছে

উত্তরঃ পেট্রোল উৎপাদনে ব্যবহৃত হচ্ছে

বিস্তারিত

103. Which of the following uses the largest volume of Gas in Bangladesh ?

  • ক. PDP
  • খ. Households
  • গ. Fertilizer Factories
  • ঘ. DESA

উত্তরঃ PDP

বিস্তারিত

104. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-

  • ক. সার কারখানায়
  • খ. বিদ্যুৎ উৎপাদনে
  • গ. সিমেন্ট ফ্যাক্টরীতে
  • ঘ. বসত বাড়িতে রান্নার কাজে

উত্তরঃ বিদ্যুৎ উৎপাদনে

বিস্তারিত

106. নাইকো গ্যাস কোম্পানিটি কোন দেশের ?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. কানাডা
  • গ. ব্রিটেন
  • ঘ. অস্ট্রেলিয়া

উত্তরঃ কানাডা

বিস্তারিত

107. ইউনোকল যে দেশের তেল কোম্পানি -

  • ক. বাংলাদেশ
  • খ. কানাডা
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. যুক্তরাজ্য

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

108. সিলেটের হরিপুরে পাওয়া গেছে-

  • ক. গ্যাস
  • খ. তৈল
  • গ. গ্যাস ও তৈল উভয়ই
  • ঘ. চুনাপাথর

উত্তরঃ গ্যাস ও তৈল উভয়ই

বিস্তারিত

109. হরিপুর কেন বিখ্যাত ?

  • ক. পেট্রোলিয়াম
  • খ. প্রাকৃতিক গ্যাস
  • গ. কয়লা
  • ঘ. সিমেন্ট কারখানা

উত্তরঃ পেট্রোলিয়াম

বিস্তারিত

110. হরিপুরে তেলক্ষেত্র আবিস্কার হয়-

  • ক. ১৯৮৭ সালে
  • খ. ১৯৮৬ সালে
  • গ. ১৯৮৫ সালে
  • ঘ. ১৯৮৪ সালে

উত্তরঃ ১৯৮৬ সালে

বিস্তারিত

111. বাংলাদেশে কিছুদিনের জন্য খনিজ (পেট্রোলিয়াম ) উৎপাদিত হয়েছিল কোথায় ?

  • ক. ফেঞ্চুগঞ্জে
  • খ. কৈলাশটিলায়
  • গ. ছাতকে
  • ঘ. হরিপুরে

উত্তরঃ হরিপুরে

বিস্তারিত

112. হরিপুরে তৈল ক্ষেত্রে দৈনিক তৈল উত্তোলনের মাত্রা -

  • ক. ৫০০ ব্যারেল
  • খ. ২০০ ব্যারেল
  • গ. ৩০০ ব্যারেল
  • ঘ. ৫৫০ ব্যারেল

উত্তরঃ ৩০০ ব্যারেল

বিস্তারিত

113. দিনাজপুর জেলায় বড়পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্পের কাজ চলছে?

  • ক. কঠিন শিলা
  • খ. কয়লা
  • গ. চুনাপাথর
  • ঘ. কাদামাটি

উত্তরঃ কয়লা

বিস্তারিত

114. বড়পুকুরিয়া কোন জেলায় অবস্থিত ?

  • ক. দিনাজপুর
  • খ. সিলেট
  • গ. গোপালগঞ্জ
  • ঘ. রংপুর

উত্তরঃ দিনাজপুর

বিস্তারিত

115. বড়পুকুরিয়া কয়লা খনি আবিস্কার হয় কোন সনে?

  • ক. ১৯৮০
  • খ. ১৯৮১
  • গ. ১৯৮২
  • ঘ. ১৯৮৫

উত্তরঃ ১৯৮৫

বিস্তারিত

116. বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গিয়াছে-

  • ক. জামালগঞ্জে
  • খ. জকিগঞ্জে
  • গ. বিজয়পুরে
  • ঘ. রানীগঞ্জে

উত্তরঃ জামালগঞ্জে

বিস্তারিত

119. রানীপুকুর কয়লাক্ষেত্র বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?

  • ক. কুমিল্লা
  • খ. দিনাজপুর
  • গ. বগুড়া
  • ঘ. রংপুর

উত্তরঃ রংপুর

বিস্তারিত

120. বাংলাদেশে পিট (Peat) কয়লা পাওয়া যায় কোন জেলায় ?

  • ক. বগুড়া
  • খ. ময়মনসিংহ
  • গ. সিলেট
  • ঘ. টাঙ্গাইল

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

121. 'আইভরি ব্ল্যাক' কি ?

  • ক. রক্ত কয়লা
  • খ. সক্রিয় কয়লা
  • গ. কালো রঙ
  • ঘ. অস্থিজ কয়লা

উত্তরঃ অস্থিজ কয়লা

বিস্তারিত

122. দিনাজপুর জেলায় মধ্যপাড়া থেকে কি খনিজ উত্তোলন করা হয় ?

  • ক. কয়লা
  • খ. চুনাপাথর
  • গ. প্রাকৃতিক গ্যাস
  • ঘ. কঠিন শিলা

উত্তরঃ কঠিন শিলা

বিস্তারিত

123. মধ্যপাড়া কঠিন শিলাখনি কোন জেলায় অবস্থিত ?

  • ক. সিলেট
  • খ. রংপুর
  • গ. দিনাজপুর
  • ঘ. জয়পুরহাট

উত্তরঃ দিনাজপুর

বিস্তারিত

124. বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে-

  • ক. বিজয়পুরে
  • খ. রানীগঞ্জে
  • গ. টেকের হাটে
  • ঘ. বিয়ানী বাজারে

উত্তরঃ বিজয়পুরে

বিস্তারিত

125. বিজয়পুর কোন জেলায় অবস্থিত ?

  • ক. সিলেট
  • খ. রাজশাহী
  • গ. বগুড়া
  • ঘ. নেত্রকোনা

উত্তরঃ নেত্রকোনা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects