বাংলাদেশের সম্পদ শিল্পকৃষিমৎস্যপানিখনিজ ও গ্য
1. বাংলাদেশে আবাদি জমির পরিমাণ কত ?
- ক. ৩ কোটি ৬৬ লক্ষ ৭০ হাজার একর
- খ. ২ কোটি ৬৮ লক্ষ ৮০ হাজার একর
- গ. ২ কোটি ৫৫ লক্ষ ২ হাজার একর
- ঘ. ২ কোটি ১ লক্ষ ৯৮ হাজার একর
উত্তরঃ ২ কোটি ১ লক্ষ ৯৮ হাজার একর
2. বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমান (প্রায়) কত?
- ক. ২ কোটি ৪০ লক্ষ একর
- খ. ২ কোটি ৫০ লক্ষ একর
- গ. ২ কোটি ২৫ লক্ষ একর
- ঘ. ২ কোটি একর
উত্তরঃ ২ কোটি একর
- ক. শীতকালীন শস্যকে
- খ. বর্ষাকালীন শস্যকে
- গ. গ্রীষ্মকালীন শস্যকে
- ঘ. বসন্তকালীন শস্যকে
উত্তরঃ শীতকালীন শস্যকে
- ক. চৈত্র-বৈশাখ
- খ. শ্রাবণ-আশ্বিন
- গ. কার্তিক-ফাল্গুন
- ঘ. ভাদ্র-অগ্রহায়ণ
উত্তরঃ কার্তিক-ফাল্গুন
- ক. এক ধরনের চাষাবাদ
- খ. এক ধরনের ফুল
- গ. গুচ্ছগ্রাম
- ঘ. একটি পাহাড়ী জনগোষ্ঠীর নাম
উত্তরঃ এক ধরনের চাষাবাদ
8. জুম হচ্ছে ?
- ক. এক ধরনের উদ্যান অর্থনীতি
- খ. এক ধরনের উদ্ভিদ
- গ. এক ধরনের বনজ ফল
- ঘ. এক ধরনের কৃষি অর্থনীতি
উত্তরঃ এক ধরনের কৃষি অর্থনীতি
10. যে সকল কৃষক নিজেদের জমির পরিমাণ এক একরের নিচে তাদেরকে কি বলে ?
- ক. প্রান্তিক চাষী
- খ. মধ্যম চাষী
- গ. ভূমিহীন চাষী
- ঘ. ছোট চাষী
উত্তরঃ ভূমিহীন চাষী
12. মূল্য পরিমাপে বাংলাদেশের কোন কৃশিপণ্য সবচেয়ে বেশী উৎপাদিত হয়?
- ক. পাট
- খ. ইক্ষু
- গ. চা
- ঘ. ধান
উত্তরঃ ধান
13. সর্ব প্রথমে যে উপশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হলো -
- ক. ইরি-৮
- খ. ইরি-১
- গ. ইরি-২০
- ঘ. ইরি-৩
উত্তরঃ ইরি-৮
14. বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয়--
- ক. ভাদ্র-আশ্বিন
- খ. অগ্রহায়ণ-পৌষ
- গ. আষাঢ়-শ্রাবণ
- ঘ. মাঘ-ফাল্গুন
উত্তরঃ অগ্রহায়ণ-পৌষ
15. উত্তরাঞ্চলে 'মঙ্গার ধান' বলে পরিচিত -
- ক. ব্রি-৩৩
- খ. বি আর-২৮
- গ. স্বর্ণা
- ঘ. বি আর-২২
উত্তরঃ ব্রি-৩৩
16. কাটারীভোগ চাল উৎপাদনের জন্য বিখ্যাত জায়গা -
- ক. দিনাজপুর
- খ. বরিশাল
- গ. ময়মনসিংহ
- ঘ. কুমিল্লা
উত্তরঃ দিনাজপুর
17. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশী চালকল রয়েছে ?
- ক. দিনাজপুর
- খ. বরিশাল
- গ. ময়মনসিংহ
- ঘ. নওগাঁ
উত্তরঃ নওগাঁ
18. নিচের কোনটি বাংলাদেশের অর্থকারী ফসল নয় ?
- ক. পাট
- খ. চা
- গ. তামাক
- ঘ. তুলা
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
19. বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশী গম উৎপাদিত হয় ?
- ক. রাজশাহী
- খ. রংপুর
- গ. যশোর
- ঘ. দিনাজপুর
উত্তরঃ রংপুর
20. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশী গোল আলু উৎপন্ন হয়?
- ক. বৃহত্তর ময়মনসিংহ জেলায়
- খ. বৃহত্তর রংপুর জেলায়
- গ. বৃহত্তর ঢাকা জেলায়
- ঘ. বৃহত্তর কুমিল্লা জেলায়
উত্তরঃ বৃহত্তর ঢাকা জেলায়
21. বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু। এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল -
- ক. ইউরোপের হল্যান্ড থেকে
- খ. দক্ষিণ আমেরিকার পেরু চিলি থেকে
- গ. আফ্রিকার মিশর থেকে
- ঘ. এশিয়ার থাইল্যান্ড থেকে
উত্তরঃ ইউরোপের হল্যান্ড থেকে
22. পাটের জীবন রহস্য উদ্ভাবনকারী দলের নেতা -
- ক. মোঃ জলিল
- খ. কুদরত -ই -খুদা
- গ. মাকসুদুল আলম
- ঘ. নুরুল ইসলাম
উত্তরঃ মাকসুদুল আলম
23. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয়?
- ক. রংপুর
- খ. ময়মনসিংহ
- গ. টাঙ্গাইল
- ঘ. ফরিদপুর
উত্তরঃ ময়মনসিংহ
25. পাট থেকে তৈরী 'জুটন' আবিস্কার করেন কে ?
- ক. ড. মুহাম্মদ কুদরত-ই-খুদা
- খ. ড. ইন্নাস আলী
- গ. ড. মোহাম্মদ সিদ্দিকুল্লাহ
- ঘ. ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন
উত্তরঃ ড. মোহাম্মদ সিদ্দিকুল্লাহ