বাংলাদেশের সম্পদ শিল্পকৃষিমৎস্যপানিখনিজ ও গ্য

126. বাংলাদেশের কোথায় চুনাপাথর মজুদ আছে ?

  • ক. শ্রীমঙ্গল
  • খ. টেকনাফ
  • গ. সেন্টমার্টিন
  • ঘ. বান্দরবান

উত্তরঃ সেন্টমার্টিন

বিস্তারিত

127. কাঁচ বালির সর্বাধিক মজুদ কোন অঞ্চলে?

  • ক. জামালপুর
  • খ. সিলেট
  • গ. কুমিল্লা
  • ঘ. বগুড়া

উত্তরঃ সিলেট

বিস্তারিত

128. বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায় ?

  • ক. সিলেটের পাহাড়ে
  • খ. কক্সবাজার সমুদ্র সৈকতে
  • গ. সুন্দরবনে
  • ঘ. লালমাই এলাকায়

উত্তরঃ কক্সবাজার সমুদ্র সৈকতে

বিস্তারিত

129. রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জে কোন খনিজ আবিস্কৃত হয়েছে ?

  • ক. চুনাপাথর
  • খ. কয়লা
  • গ. চীনামাটি
  • ঘ. তামা

উত্তরঃ তামা

বিস্তারিত

130. বাংলাদেশের কোথায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে ?

  • ক. চন্দ্রনাথ পাহাড়ে
  • খ. লালমাই পাহাড়ে
  • গ. কুলাউড়া পাহাড়ে
  • ঘ. আলুটিলায়

উত্তরঃ কুলাউড়া পাহাড়ে

বিস্তারিত

133. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির-

  • ক. ১৬ শতাংশ
  • খ. ২০ শতাংশ
  • গ. ২৫ শতাংশ
  • ঘ. ৩০ শতাংশ

উত্তরঃ ২৫ শতাংশ

বিস্তারিত

134. বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে -

  • ক. খুলনা বিভাগে
  • খ. চট্টগ্রাম বিভাগে
  • গ. বরিশাল বিভাগে
  • ঘ. সিলেট বিভাগে

উত্তরঃ চট্টগ্রাম বিভাগে

বিস্তারিত

135. আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ -

  • ক. গাছপালা পরিবেশের ভারসাম্য নষ্ট করে
  • খ. গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়
  • গ. দেশের অর্থনৈতিক উন্নয়নে কোন আবদান নেই
  • ঘ. ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়

উত্তরঃ গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়

বিস্তারিত

136. দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়?

  • ক. সুন্দরবন
  • খ. মধুপুর বনাঞ্চল
  • গ. পার্বত্য বনাঞ্চল
  • ঘ. গাজীপুর বনাঞ্চল

উত্তরঃ পার্বত্য বনাঞ্চল

বিস্তারিত

137. মধুপুরের বনকে কি ধরনের বন বলা যায় ?

  • ক. রেইন
  • খ. পত্রঝরা
  • গ. চিরহরিৎ
  • ঘ. মিশ্রিত

উত্তরঃ পত্রঝরা

বিস্তারিত

138. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

  • ক. সিলেটের বনভূমি
  • খ. পার্বত্য চট্টগ্রামের বনভূমি
  • গ. ভাওয়াল ও মধুপুরের বনভূমি
  • ঘ. খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি

উত্তরঃ ভাওয়াল ও মধুপুরের বনভূমি

বিস্তারিত

139. ম্যানগ্রোভ কি?

  • ক. মানব সৃষ্ট গাছ
  • খ. উপকূলীয় বন
  • গ. মানব সৃষ্ট উপকূলীয় বন
  • ঘ. মানব সৃষ্ট লোনা গাছ

উত্তরঃ উপকূলীয় বন

বিস্তারিত

140. বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায়?

  • ক. ব্রাজিল
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. কেনিয়া
  • ঘ. বাংলাদেশ

উত্তরঃ বাংলাদেশ

বিস্তারিত

141. ম্যানগ্রোভ বন কোনটি ?

  • ক. মধুপুর
  • খ. সুন্দরবন
  • গ. কক্সবাজার
  • ঘ. পটুয়াখালী

উত্তরঃ সুন্দরবন

বিস্তারিত

142. কোন দুটি সুন্দরবনের বৃক্ষ ?

  • ক. শাল ও সেগুন
  • খ. চাপালিস ও অর্জুন
  • গ. জারুল ও গর্জন
  • ঘ. গেওয়া ও গরান

উত্তরঃ গেওয়া ও গরান

বিস্তারিত

143. শ্বাসমূল আছে যে উদ্ভিদে -

  • ক. কাঁঠাল
  • খ. দেবদারু
  • গ. সুন্দরী
  • ঘ. তাল

উত্তরঃ সুন্দরী

বিস্তারিত

144. কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ নয় ?

  • ক. শাল
  • খ. গেওয়া
  • গ. কেওড়া
  • ঘ. সুন্দরী

উত্তরঃ শাল

বিস্তারিত

145. কোনটি সুন্দরবনের উদ্ভিদ নয় ?

  • ক. গেওয়া
  • খ. কেওড়া
  • গ. গজারী
  • ঘ. গোলপাতা

উত্তরঃ গজারী

বিস্তারিত

146. বাংলাদেশের বৃহত্তম অরণ্যের নাম 'সুন্দরবন' হওয়ার কারণ হলো-

  • ক. এক প্রকার হরিণ
  • খ. এক প্রকার বাঘ
  • গ. এক প্রকার গাছ
  • ঘ. এক প্রকার ঘাস

উত্তরঃ এক প্রকার গাছ

বিস্তারিত

148. সুন্দরবনের মোট আয়তন প্রায় -

  • ক. ১০,০০০ বর্গ কি.মি.
  • খ. ১২,০০০ বর্গ কি.মি.
  • গ. ১৫,০০০ বর্গ কি.মি.
  • ঘ. ২০,০০০ বর্গ কি.মি.

উত্তরঃ ১০,০০০ বর্গ কি.মি.

বিস্তারিত

149. সুন্দরবনের মোট আয়তন কত?

  • ক. ৫১২৫ বর্গ কি.মি.
  • খ. ৪২২৮ বর্গ কি.মি.
  • গ. ৬০১৭ বর্গ কি.মি.
  • ঘ. ৫৫৭৫ বর্গ কি.মি.

উত্তরঃ ৬০১৭ বর্গ কি.মি.

বিস্তারিত

150. নিচের কোন দুটি জেলায় সুন্দরবন অবস্থিত ?

  • ক. পিরোজপুর ও সাতক্ষীরা
  • খ. ঝালকাঠি ও সাতক্ষীরা
  • গ. পটুয়াখালী ও বাগেরহাট
  • ঘ. সাতক্ষীরা ও বাগেরহাট

উত্তরঃ সাতক্ষীরা ও বাগেরহাট

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects