বাংলাদেশের সম্পদ শিল্পকৃষিমৎস্যপানিখনিজ ও গ্য
151. সুন্দরবনের কত শতাংশ বনভূমি বাংলাদেশের অন্তর্গত?
- ক. ৫০ শতাংশ
- খ. ৫৫ শতাংশ
- গ. ৬০ শতাংশ
- ঘ. ৬২ শতাংশ
উত্তরঃ ৬২ শতাংশ
- ক. Khulna
- খ. Satkhira
- গ. Pirojpur
- ঘ. Bagerhat
উত্তরঃ Pirojpur
153. অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি?
- ক. সুন্দরবন
- খ. সেন্টমার্টিন
- গ. নিঝুম দ্বীপ
- ঘ. মহেশখালী
উত্তরঃ সুন্দরবন
155. বাংলাদেশে দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত করা হয় কোন কাঠ হতে?
- ক. গেওয়া
- খ. গরান
- গ. ধুন্দল
- ঘ. শিমুল
উত্তরঃ গেওয়া
157. বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন কোথায়?
- ক. খুলনা
- খ. কক্সবাজার
- গ. সাতক্ষীরা
- ঘ. নোয়াখালী
উত্তরঃ কক্সবাজার
158. সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি -
- ক. নির্দিষ্ট এলাকাভিত্তিক স্যাম্পলিং
- খ. হরিণের সংখ্যার ভিত্তিতে
- গ. পাগমার্ক
- ঘ. বন প্রহরীদের তথ্যের ভিতিতে
উত্তরঃ পাগমার্ক
159. দ্রুততম বৃদ্ধিসম্পন্ন গাছ কোনটি ?
- ক. ইপিল ইপিল
- খ. ইউক্যালিপটাস
- গ. রেডঊড
- ঘ. ওয়েলিংটনিয়া
উত্তরঃ ইপিল ইপিল
162. বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রুণ বদল করা হয় -
- ক. ৫ মে, ১৯৯৪
- খ. ৬ এপ্রিল, ১৯৯৪
- গ. ৫ মে, ১৯৯৫
- ঘ. ৭ মে, ১৯৯৫
উত্তরঃ ৫ মে, ১৯৯৫
163. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
- ক. রাজশাহী
- খ. চট্টগ্রাম
- গ. সিলেট
- ঘ. সাভার, ঢাকা
উত্তরঃ সাভার, ঢাকা
164. বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে?
- ক. পাবনা-সিরাজগঞ্জে
- খ. দিনাজপুর
- গ. বরিশাল
- ঘ. ফরিদপুর
উত্তরঃ পাবনা-সিরাজগঞ্জে
165. দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহিড়ীমোহন হাট বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
- ক. নওগাঁ
- খ. পাবনা
- গ. কুষ্টিয়া
- ঘ. বগুড়া
উত্তরঃ পাবনা
166. বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন খামারটি কোন জেলায় অবস্থিত ?
- ক. চট্টগ্রাম
- খ. খুলনা
- গ. ময়মনসিংহ
- ঘ. ঢাকা
উত্তরঃ ময়মনসিংহ
167. গবাদি পশুর জাত উন্নয়নে পাক-ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন ?
- ক. জে এইচ বি হেলেন
- খ. লর্ড লিনলিথগো
- গ. লর্ড ক্লাইভ
- ঘ. ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ লর্ড লিনলিথগো
168. 'বনরুই' কি ?
- ক. এক ধরনের রুই মাছ
- খ. এক ধরনের পিপীলিকাভুক চতুস্পদ প্রাণী
- গ. এক ধরনের হাঙ্গর
- ঘ. এক ধরনের বিড়াল
উত্তরঃ এক ধরনের বিড়াল
169. পার্বত্য চট্টগ্রামের বনে কোন ধরনের হরিণ পাওয়া যায় ?
- ক. Spotted deer
- খ. Hog deer
- গ. Samber deer
- ঘ. Barking deer
উত্তরঃ Barking deer
170. কোনটি সবচেয়ে বেশি দুগ্ধ প্রদানকারী গাভীর জাত ?
- ক. হরিয়ানা
- খ. সিন্ধী
- গ. ফ্রিসিয়ান
- ঘ. হিসার
উত্তরঃ ফ্রিসিয়ান
171. বাংলাদেশের প্রধান প্রধান জলজ সম্পদ হচ্ছে -
- ক. মাছ ও শঙ্খ
- খ. ঝিনুক ও লবণ
- গ. মাছ ও কাঁকড়া
- ঘ. পানি ও মাছ
উত্তরঃ পানি ও মাছ
172. বাংলাদেশে মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের পোনামাছ ধরা নিষিদ্ধ?
- ক. ২০ সে.মি.
- খ. ২৩ সে.মি.
- গ. ২৫ সে.মি.
- ঘ. ৩০ সে.মি.
উত্তরঃ ২৩ সে.মি.
173. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
- ক. ঢাকা
- খ. কক্সবাজার
- গ. চট্টগ্রাম
- ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ময়মনসিংহ
174. বাংলাদেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে ?
- ক. খুলনা
- খ. সাতক্ষীরা
- গ. বাগেরহাট
- ঘ. বরগুনা
উত্তরঃ বাগেরহাট
175. বাংলাদেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলের সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে -
- ক. বোরো ধানের চাষ
- খ. শুটকী মাছ উৎপাদন
- গ. নৌকা তৈরীর কাজ
- ঘ. চিংড়ী মাছের চাষ
উত্তরঃ চিংড়ী মাছের চাষ