বাংলাদেশের সম্পদ শিল্পকৃষিমৎস্যপানিখনিজ ও গ্য

151. সুন্দরবনের কত শতাংশ বনভূমি বাংলাদেশের অন্তর্গত?

  • ক. ৫০ শতাংশ
  • খ. ৫৫ শতাংশ
  • গ. ৬০ শতাংশ
  • ঘ. ৬২ শতাংশ

উত্তরঃ ৬২ শতাংশ

বিস্তারিত

153. অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি?

  • ক. সুন্দরবন
  • খ. সেন্টমার্টিন
  • গ. নিঝুম দ্বীপ
  • ঘ. মহেশখালী

উত্তরঃ সুন্দরবন

বিস্তারিত

154. রেলের স্লিপার তৈরীতে ব্যবহৃত হয় -

  • ক. শিমুল
  • খ. গর্জন
  • গ. কদম
  • ঘ. গেওয়া

উত্তরঃ গর্জন

বিস্তারিত

155. বাংলাদেশে দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত করা হয় কোন কাঠ হতে?

  • ক. গেওয়া
  • খ. গরান
  • গ. ধুন্দল
  • ঘ. শিমুল

উত্তরঃ গেওয়া

বিস্তারিত

156. পেন্সিল তৈরীতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়?

  • ক. গরান
  • খ. নল খাগড়া
  • গ. ধুন্দল
  • ঘ. গেওয়া

উত্তরঃ ধুন্দল

বিস্তারিত

157. বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন কোথায়?

  • ক. খুলনা
  • খ. কক্সবাজার
  • গ. সাতক্ষীরা
  • ঘ. নোয়াখালী

উত্তরঃ কক্সবাজার

বিস্তারিত

158. সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি -

  • ক. নির্দিষ্ট এলাকাভিত্তিক স্যাম্পলিং
  • খ. হরিণের সংখ্যার ভিত্তিতে
  • গ. পাগমার্ক
  • ঘ. বন প্রহরীদের তথ্যের ভিতিতে

উত্তরঃ পাগমার্ক

বিস্তারিত

159. দ্রুততম বৃদ্ধিসম্পন্ন গাছ কোনটি ?

  • ক. ইপিল ইপিল
  • খ. ইউক্যালিপটাস
  • গ. রেডঊড
  • ঘ. ওয়েলিংটনিয়া

উত্তরঃ ইপিল ইপিল

বিস্তারিত

160. জাতীয় বৃক্ষমেলা শুরু হয় -

  • ক. ১৯৯৪ সালে
  • খ. ১৯৯৫ সালে
  • গ. ১৯৯৬ সালে
  • ঘ. ১৯৯২ সালে

উত্তরঃ ১৯৯৪ সালে

বিস্তারিত

161. পচাব্দি গাজী কেন বিখ্যাত ?

  • ক. সমাজসেবক
  • খ. গীতিকার
  • গ. শিকার
  • ঘ. দাবা খেলোয়াড়

উত্তরঃ শিকার

বিস্তারিত

162. বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রুণ বদল করা হয় -

  • ক. ৫ মে, ১৯৯৪
  • খ. ৬ এপ্রিল, ১৯৯৪
  • গ. ৫ মে, ১৯৯৫
  • ঘ. ৭ মে, ১৯৯৫

উত্তরঃ ৫ মে, ১৯৯৫

বিস্তারিত

163. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?

  • ক. রাজশাহী
  • খ. চট্টগ্রাম
  • গ. সিলেট
  • ঘ. সাভার, ঢাকা

উত্তরঃ সাভার, ঢাকা

বিস্তারিত

164. বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে?

  • ক. পাবনা-সিরাজগঞ্জে
  • খ. দিনাজপুর
  • গ. বরিশাল
  • ঘ. ফরিদপুর

উত্তরঃ পাবনা-সিরাজগঞ্জে

বিস্তারিত

166. বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন খামারটি কোন জেলায় অবস্থিত ?

  • ক. চট্টগ্রাম
  • খ. খুলনা
  • গ. ময়মনসিংহ
  • ঘ. ঢাকা

উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

167. গবাদি পশুর জাত উন্নয়নে পাক-ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন ?

  • ক. জে এইচ বি হেলেন
  • খ. লর্ড লিনলিথগো
  • গ. লর্ড ক্লাইভ
  • ঘ. ওয়ারেন হেস্টিংস

উত্তরঃ লর্ড লিনলিথগো

বিস্তারিত

168. 'বনরুই' কি ?

  • ক. এক ধরনের রুই মাছ
  • খ. এক ধরনের পিপীলিকাভুক চতুস্পদ প্রাণী
  • গ. এক ধরনের হাঙ্গর
  • ঘ. এক ধরনের বিড়াল

উত্তরঃ এক ধরনের বিড়াল

বিস্তারিত

170. কোনটি সবচেয়ে বেশি দুগ্ধ প্রদানকারী গাভীর জাত ?

  • ক. হরিয়ানা
  • খ. সিন্ধী
  • গ. ফ্রিসিয়ান
  • ঘ. হিসার

উত্তরঃ ফ্রিসিয়ান

বিস্তারিত

171. বাংলাদেশের প্রধান প্রধান জলজ সম্পদ হচ্ছে -

  • ক. মাছ ও শঙ্খ
  • খ. ঝিনুক ও লবণ
  • গ. মাছ ও কাঁকড়া
  • ঘ. পানি ও মাছ

উত্তরঃ পানি ও মাছ

বিস্তারিত

172. বাংলাদেশে মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের পোনামাছ ধরা নিষিদ্ধ?

  • ক. ২০ সে.মি.
  • খ. ২৩ সে.মি.
  • গ. ২৫ সে.মি.
  • ঘ. ৩০ সে.মি.

উত্তরঃ ২৩ সে.মি.

বিস্তারিত

173. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?

  • ক. ঢাকা
  • খ. কক্সবাজার
  • গ. চট্টগ্রাম
  • ঘ. ময়মনসিংহ

উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

174. বাংলাদেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে ?

  • ক. খুলনা
  • খ. সাতক্ষীরা
  • গ. বাগেরহাট
  • ঘ. বরগুনা

উত্তরঃ বাগেরহাট

বিস্তারিত

175. বাংলাদেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলের সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে -

  • ক. বোরো ধানের চাষ
  • খ. শুটকী মাছ উৎপাদন
  • গ. নৌকা তৈরীর কাজ
  • ঘ. চিংড়ী মাছের চাষ

উত্তরঃ চিংড়ী মাছের চাষ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects