বাংলাদেশের সম্পদ শিল্পকৃষিমৎস্যপানিখনিজ ও গ্য

51. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর -

  • ক. অক্সিজেন
  • খ. কার্বন ডাই অক্সাইড
  • গ. নাইট্রোজেন
  • ঘ. হাইড্রোজেন

উত্তরঃ নাইট্রোজেন

বিস্তারিত

52. বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে ?

  • ক. সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে
  • খ. ব্যাকটেরিয়ার সাহায্য উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
  • গ. পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
  • ঘ. মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে

উত্তরঃ পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে

বিস্তারিত

54. ব্জ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় ?

  • ক. ফসফরাস
  • খ. নাইট্রোজেন
  • গ. পটাসিয়াম
  • ঘ. অক্সিজেন

উত্তরঃ নাইট্রোজেন

বিস্তারিত

55. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় ?

  • ক. টি.এস.পি
  • খ. ইউরিয়া
  • গ. সবুজ সার
  • ঘ. মিউরেট অব পটাশ

উত্তরঃ ইউরিয়া

বিস্তারিত

56. কোন রাসায়নিক সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করতে পারে ?

  • ক. টি.এস.পি
  • খ. মিউরেট অব পটাশ
  • গ. ইউরিয়া
  • ঘ. জিপসাম

উত্তরঃ ইউরিয়া

বিস্তারিত

57. ইউরিয়া সারে নাইট্রোজান এর পরিমান কত ?

  • ক. ২০-৩০ শতাংশ
  • খ. ৩০-৪২ শতাংশ
  • গ. ৪৪-৪৬ শতাংশ
  • ঘ. ৬০-৭০ শতাংশ

উত্তরঃ ৪৪-৪৬ শতাংশ

বিস্তারিত

58. ইউরিয়া সারে কত নাইট্রোজেন থাকে

  • ক. ৪০%
  • খ. ৪৬%
  • গ. ৫০ %
  • ঘ.

উত্তরঃ ৪৬%

বিস্তারিত

59. বেসিমার পদ্ধতি দ্বারা কি উৎপাদন করা হয় ?

  • ক. সাবান
  • খ. ইউরিয়া
  • গ. ইস্পাত
  • ঘ. পেট্রোল

উত্তরঃ ইউরিয়া

বিস্তারিত

60. ইউরিয়া সারের কাঁচামাল -

  • ক. অপরিশোধিত তেল
  • খ. ক্রিংকার
  • গ. আমনিয়া
  • ঘ. মিথেন গ্যাস

উত্তরঃ মিথেন গ্যাস

বিস্তারিত

61. আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল কি?

  • ক. কয়লা
  • খ. বাতাস থেকে আহরিত অক্সিজেন ও নাইট্রোজেন
  • গ. প্রাকৃতিক গ্যাস
  • ঘ. খনি থেকে আহরিত নাইট্রেট

উত্তরঃ প্রাকৃতিক গ্যাস

বিস্তারিত

62. ইউরিয়া সারের প্রধান কাজ কি ?

  • ক. গাছকে সবুজ ও সতেজ করা
  • খ. গাছের পোকামাকড় রোধ করা
  • গ. গাছের কাণ্ডকে শক্ত করা
  • ঘ. শাকসব্জির স্বাধ বৃদ্ধি করা

উত্তরঃ গাছকে সবুজ ও সতেজ করা

বিস্তারিত

63. ইউরিয়া মিশ্রিত খড় খাওয়া গরু মোটা তাজা হয় কেন ?

  • ক. ইউরিয়া মিশ্রিত খড় তাড়াতাড়ি হজম হয়
  • খ. ইউরিয়া মিশ্রিত খড়ে প্রচুর ভিটামিন থাকে
  • গ. ইউরিয়া মিশ্রিত খড়ে আমিষ উৎপাদনকারী নাইট্রোজেন পর্যাপ্ত থাকে
  • ঘ. ইউরিয়া মিশ্রিত খড়ে প্রচুর ফসফরাস থাকে

উত্তরঃ ইউরিয়া মিশ্রিত খড়ে আমিষ উৎপাদনকারী নাইট্রোজেন পর্যাপ্ত থাকে

বিস্তারিত

64. ট্রিপল সুপার ফসফেট হলো -

  • ক. এক জাতীয় কীটনাশক
  • খ. এক জাতীয় সার
  • গ. এক জাতীয় ঔষধ
  • ঘ. এক জাতীয় পশু খাদ্য

উত্তরঃ এক জাতীয় সার

বিস্তারিত

65. নিম্নোক্ত কোনটি অম্লধর্মী সার ?

  • ক. ইউরিয়া
  • খ. অ্যামোনিয়াম সালফেট
  • গ. অ্যামোনিয়াম নাইট্রেট
  • ঘ. সবগুলো

উত্তরঃ সবগুলো

বিস্তারিত

66. জমিতে সার হিসেবে নিম্নের কোন পদার্থ ব্যবহার করা হয় ?

  • ক. ক্যালসিয়াম সালফেট
  • খ. কপার সালফেট
  • গ. অ্যামোনিয়াম সালফেট
  • ঘ. ম্যাগনেসিয়াম

উত্তরঃ অ্যামোনিয়াম সালফেট

বিস্তারিত

67. কোন মৌল গাছে সরবরাহের জন্য মাটিতে 'মিউরেট অব পটাশ' দেওয়া হয় ?

  • ক. নাইট্রোজেন
  • খ. ফসফরাস
  • গ. সালফার
  • ঘ. পটাসিয়াম

উত্তরঃ পটাসিয়াম

বিস্তারিত

68. নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি ?

  • ক. হাড়ের গুড়া
  • খ. সরিষার খৈল
  • গ. গৃহস্থলীর ছাই
  • ঘ. মাছের কাঁটা

উত্তরঃ সরিষার খৈল

বিস্তারিত

70. কোন মাটির পানি ধারণ ক্ষমতা বেশি ?

  • ক. বেলে মাটি
  • খ. এঁটেল মাটি
  • গ. দো-আঁশ মাটি
  • ঘ. পলি মাটি

উত্তরঃ এঁটেল মাটি

বিস্তারিত

71. কোন মাটিতে সমান পরিমানে বালি, পলি, কাঁদা থাকে ?

  • ক. বেলে মাটি
  • খ. এঁটেল মাটি
  • গ. দো-আঁশ মাটি
  • ঘ. পলি মাটি

উত্তরঃ দো-আঁশ মাটি

বিস্তারিত

72. ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উওম ?

  • ক. বেলে মাটি
  • খ. এঁটেল মাটি
  • গ. দো-আঁশ মাটি
  • ঘ. পলি মাটি

উত্তরঃ দো-আঁশ মাটি

বিস্তারিত

73. Acid (অম্ল) মাটি কেমন ?

  • ক. উর্বর
  • খ. জৈব
  • গ. অনুর্বর
  • ঘ. প্রচুর ক্যালসিয়াম

উত্তরঃ অনুর্বর

বিস্তারিত

74. কৃষি জমিতে কিসের জন্য চুন ব্যবহার করা হয় ?

  • ক. মাটির ক্ষয়রোধ করার জন্য
  • খ. মাটির অম্লতা বৃদ্ধির জন্য
  • গ. মাটির অম্লতা হ্রাসের জন্য
  • ঘ. জৈব পদার্থ বৃদ্ধির জন্য

উত্তরঃ মাটির অম্লতা হ্রাসের জন্য

বিস্তারিত

75. সিলেটে পাহাড়িয়া অঞ্চলে আনারস চাষের ফলে মাটির অবস্থা কেমন হয় ?

  • ক. উর্বরতা বৃদ্ধি পায়
  • খ. অনুর্বর হয়
  • গ. বনে গাছের উপকার হয়
  • ঘ. উপরের মাটির স্তর ক্ষয় হয়

উত্তরঃ উর্বরতা বৃদ্ধি পায়

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects